Ajker Patrika

কাল টিকা পাবেন কড়াইল বস্তিবাসী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১৯: ৫১
কাল টিকা পাবেন কড়াইল বস্তিবাসী

বস্তিতে কোভিড টিকা দেওয়ার শুরু করছে সরকার। আগামীকাল মঙ্গলবার রাজধানীর মহাখালী কড়াইল বস্তিতে টিকা দান কর্মসূচি শুরু হবে। এ বস্তিতে প্রায় ৩ লাখ লোকের বাস। পর্যায়ক্রমে দেশের অন্যান্য বস্তিতেও টিকা দান শুরু হবে।

আজ সোমবার বিকেলে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

রাজধানীর মহাখালী বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) অডিটোরিয়ামে জরুরি কোভিড টিকা পরিবহনে নিয়োজিত রেফ্রিজারেটেড ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, যাদের টিকা প্রয়োজন তাঁদের সবাইকে টিকার আওতায় আনা হবে। আগামীকাল (মঙ্গলবার) থেকে মহাখালী কড়াইল বস্তিতে করোনা টিকা দান কর্মসূচি শুরু হবে। এখানে প্রায় ৩ লাখ লোকের বসবাস। পর্যায়ক্রমে দেশের অন্যান্য বস্তিতে টিকা প্রদান করা হবে। 

বস্তিবাসীর নিবন্ধন প্রক্রিয়া নিয়ে জটিলতা প্রসঙ্গে এক প্রশ্নে স্বাস্থ্যমন্ত্রী বলেন, নিবন্ধন করে বস্তিতে টিকা দেওয়া হবে। যেখানে মানুষ নিবন্ধন করতে পারেননি, সেখানে জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র দিয়ে টিকা দিতে পারবেন। 

মন্ত্রী বলেন, গত কয়েক মাস ধরে আমাদের দেশে করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যুর হারটা সিঙ্গেল ডিজিটে আছে। আমরা চাই এটা শূন্যে নেমে আসুক। সকলে মিলে চেষ্টা করলে শূন্যে নামিয়ে আনা সম্ভব। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-ইউএস এআইডি বাংলাদেশ মিশনের পরিচালক ক্যাথরিন ইস্টিবস, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ, আইএফআরসি বাংলাদেশের পরিচালক সঞ্জিব কাফলে, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহহাব, বিসিপিএসের প্রধান দীন মোহাম্মদ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

‘ভাবি’ শব্দটা কিছুটা পুরুষতান্ত্রিক: উপদেষ্টা ফরিদা আখতার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত