Ajker Patrika

অবৈধ গ্যাস বা বিদ্যুৎ লাইন থেকে আগুনের সূত্রপাত: ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ০৭ জুন ২০২১, ১০: ০৩
অবৈধ গ্যাস বা বিদ্যুৎ লাইন থেকে আগুনের সূত্রপাত: ফায়ার সার্ভিস

ঢাকা: মহাখালীর সাততলা টেমুর মোড় বস্তির আগুন নিয়ন্ত্রণের পর ফায়ার সার্ভিসের  মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসেন বলেন, 'অবৈধ গ্যাসের লাইন বা বিদ্যুৎ লাইনের ত্রুটি থেকে আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত ঘটনা তদন্ত সাপেক্ষে জানা যাবে। এ জন্য অগ্নি-দুর্ঘটনা তদন্তে এরই মধ্যে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। যারা আগামী তিন কার্যদিবস মধ্যে প্রতিবেদন দেবেন।

সাজ্জাদ হোসেন বলেন, আমরা আগুন লাগার সংবাদ পেয়েছি ভোররাত ৩টা ৫৯ মিনিটে। দুর্ঘটনাস্থলে প্রথম ইউনিট তেজগাঁও ফায়ার স্টেশন পৌঁছায় ৪টা ১২ মিনিটে। বস্তিটি সম্পূর্ণ অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। আগুন ছড়িয়ে পরার সব উপাদানই বস্তিতে ছিল। তা ছাড়া বাতাসের কারণেও আগুন নিয়ন্ত্রণ করতে কিছুটা সময় লেগেছে।

ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি বলেন, এখন পর্যন্ত আমরা কোনো হতাহতের খবর পাইনি। তবে শতাধিক ঘর পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।

প্রসঙ্গত, আজ সোমবার ভোররাতে রাজধানীর মহাখালীর সাততলা টেমুর মোড় বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট কাজ করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত