উত্তেজনার ফাইনাল জিতে বসুন্ধরার ট্রেবল
আক্রমণ, গোল এবং আবারও গোল; একটি ফাইনাল উপভোগ্য হতে আর কী লাগে! বসুন্ধরা কিংস আর মোহামেডানের ফেডারেশন কাপ ফাইনালকে বর্ণনা করতে হলে আরও কিছু লিখতে হবে, রুদ্ধশ্বাস ও একই সঙ্গে উত্তেজনার। এই ম্যাচে হাতাহাতি থেকে শুরু করে সবই হলো। খেলা একসময় থামিয়েও দিতে হলো। টান টান উত্তেজনার ম্যাচ খেলেও কিন্তু বসুন্ধরা