নিজস্ব প্রতিবেদক, ঢাকা
খেলা শেষ হয়েছে গত পরশু রাতে। পরদিন সকালেই প্রিয় শহর বরিশালে চলে গেছেন রাকিব হোসেন। বদলে যাওয়া যোগাযোগব্যবস্থার সুফল পাচ্ছে মানুষ, অল্প সময়ে যাওয়া যায় বরিশালে। রাকিবের বদলে যাওয়ার ফলও পাচ্ছে বাংলাদেশ ফুটবল।
রাকিবের প্রতিভা নিয়ে কখনোই প্রশ্ন ছিল না। জোর গতিতে ছুটতে পারেন। পরিশ্রমী। মাঝমাঠে নেমে রক্ষণের কাজ করতে পারেন। আক্রমণে প্রান্ত বদল করে প্রতিপক্ষের রক্ষণে ত্রাস ছড়াতে পারেন। দুর্বলতা ছিল একটা জায়গাতেই। ২০২১ সালে চট্টগ্রাম আবাহনীর কোচের দায়িত্বে থাকা মারুফুল হক তখন বলেছিলেন, ‘রাকিব পরিশ্রমী। তবে ওকে ধৈর্য ধরা শিখতে হবে। বল পায়ে রাখতে হবে।’ মারুফের অধীনে চট্টগ্রাম আবাহনীর হয়ে সেই মৌসুমে ৭ গোল করেছিলেন রাকিব। পাঁচ মৌসুমের পেশাদার ফুটবল লিগে সেটাই ছিল এক মৌসুমে তাঁর সর্বোচ্চ গোল।
২০২০-২১ মৌসুমের কীর্তি ভেঙে এবারের মৌসুমে নিজেকে নতুন করে যেন চেনাচ্ছেন রাকিব। গতকাল শেষ হয়েছে ২০২৩-২৪ বিপিএল ফুটবলের প্রথম পর্ব। লিগের প্রথম ৯ ম্যাচেই ৬ গোল করেছেন বসুন্ধরা কিংসের ২৫ বছর বয়সী ফরোয়ার্ড। রাকিবের ভাষায়, ‘সেরা মৌসুম’ যাচ্ছে তাঁর। প্রথম পর্ব শেষে ৮ গোলে শীর্ষে রাকিবের ব্রাজিলিয়ান ক্লাব সতীর্থ দরিয়েলতন গোমেজ। ৭ গোলে দুইয়ে আবাহনীর কর্নেলিয়াস স্টুয়ার্ট। প্রথম পর্বে বাংলাদেশি ফুটবলারদের মধ্যে ৫ গোল আছে শুধু রাব্বি হোসেন রাহুলের।
রাকিবের সুযোগ থাকছে সর্বোচ্চ গোলদাতা হয়ে লিগ শেষ করারও। যদি করতে পারেন, বিদেশিদের দাপট যে লিগে, সেই বিপিএল ফুটবলে এটা হবে বিরল এক কীর্তি। রাকিব নিজের লক্ষ্য নিয়ে মোবাইল ফোনে বললেন, ‘আমি কখনো এমন লক্ষ্য নিয়ে খেলি না। এভাবে লক্ষ্য নিয়ে নামলে ফুটবল খেলা সম্ভব না। আমি শুধু চেষ্টা করি নিজের ভুলগুলো শুধরে নিতে।’ আর নিজের ভুল বলতে রাকিব বোঝেন, বক্সের ভেতরে শট নিতে গিয়ে অতিরিক্ত তাড়াহুড়ো করা। বসুন্ধরার ব্রাজিলিয়ান সতীর্থ রবসনের পরামর্শে এখন বুঝেশুনে ঠান্ডা মাথায় শট নিচ্ছেন লক্ষ্যে। তিন বছর আগে মারুফুল হকের পরামর্শ এখন সুন্দরভাবে কাজেও লাগাতে পারছেন মাঠে।
রাকিবের ৬ গোলের তাৎপর্য অন্যরকম। ঘরোয়া ফুটবলে অধিকাংশ বাংলাদেশি ফরোয়ার্ডের যে ভূমিকা, সেটাই বসুন্ধরার হয়ে করার চেষ্টা করেন রাকিব; উইঙ্গার হিসেবে গোল করার চেয়ে বিদেশি সতীর্থদের নিয়ে গোল বানিয়ে দেওয়াই মূলত তাঁর কাজ। বাংলাদেশি ফুটবলাররা লিগে গোলের সুযোগ পান তুলনামূলক কম। গোল করার অভ্যাস না থাকায় সুযোগ কাজে লাগানোর হার ভীষণ রকম কম। রাকিব এখানেই এবার বাকিদের চেয়ে আলাদা। বসুন্ধরায় ব্রাজিলের আক্রমণত্রয়ী দরিয়েলতন-রবসন আর মিগেল দামাশিনার সঙ্গে মূল একাদশে রাকিব এখন অস্কার ব্রুজোনের প্রথম পছন্দ। গোল তো বানিয়ে দিচ্ছেনই, ঠিকঠাক কাজে লাগাচ্ছেন নিজের সুযোগগুলোও। ৬ গোলের প্রতিটিতেই ঠিকরে উঠেছে তাঁর প্রবল আত্মবিশ্বাস। রাকিব এই আত্মবিশ্বাস পেয়েছেন গত বছর বেঙ্গালুরুর সাফ থেকে।
বিনয়ী রাকিব নিজেকে আলাদা ভাবতে চান না। কেন চান না, তার ব্যাখা দিলেন এভাবে, ‘নিজেকে আমি আলাদা বলতে চাই না। কেউ পরিপূর্ণ না। বিদেশিদের কারণে আমরা হয়তো গোল করতে পারি না। একেকজনের একেক সমস্যা থাকে। তবে সবাই সমান। শেষ পর্যন্ত যে সুযোগ কাজে লাগাতে পারে, সেই সবার থেকে আলাদা হয়ে যায়। চাইলেই সম্ভব।’
খেলা শেষ হয়েছে গত পরশু রাতে। পরদিন সকালেই প্রিয় শহর বরিশালে চলে গেছেন রাকিব হোসেন। বদলে যাওয়া যোগাযোগব্যবস্থার সুফল পাচ্ছে মানুষ, অল্প সময়ে যাওয়া যায় বরিশালে। রাকিবের বদলে যাওয়ার ফলও পাচ্ছে বাংলাদেশ ফুটবল।
রাকিবের প্রতিভা নিয়ে কখনোই প্রশ্ন ছিল না। জোর গতিতে ছুটতে পারেন। পরিশ্রমী। মাঝমাঠে নেমে রক্ষণের কাজ করতে পারেন। আক্রমণে প্রান্ত বদল করে প্রতিপক্ষের রক্ষণে ত্রাস ছড়াতে পারেন। দুর্বলতা ছিল একটা জায়গাতেই। ২০২১ সালে চট্টগ্রাম আবাহনীর কোচের দায়িত্বে থাকা মারুফুল হক তখন বলেছিলেন, ‘রাকিব পরিশ্রমী। তবে ওকে ধৈর্য ধরা শিখতে হবে। বল পায়ে রাখতে হবে।’ মারুফের অধীনে চট্টগ্রাম আবাহনীর হয়ে সেই মৌসুমে ৭ গোল করেছিলেন রাকিব। পাঁচ মৌসুমের পেশাদার ফুটবল লিগে সেটাই ছিল এক মৌসুমে তাঁর সর্বোচ্চ গোল।
২০২০-২১ মৌসুমের কীর্তি ভেঙে এবারের মৌসুমে নিজেকে নতুন করে যেন চেনাচ্ছেন রাকিব। গতকাল শেষ হয়েছে ২০২৩-২৪ বিপিএল ফুটবলের প্রথম পর্ব। লিগের প্রথম ৯ ম্যাচেই ৬ গোল করেছেন বসুন্ধরা কিংসের ২৫ বছর বয়সী ফরোয়ার্ড। রাকিবের ভাষায়, ‘সেরা মৌসুম’ যাচ্ছে তাঁর। প্রথম পর্ব শেষে ৮ গোলে শীর্ষে রাকিবের ব্রাজিলিয়ান ক্লাব সতীর্থ দরিয়েলতন গোমেজ। ৭ গোলে দুইয়ে আবাহনীর কর্নেলিয়াস স্টুয়ার্ট। প্রথম পর্বে বাংলাদেশি ফুটবলারদের মধ্যে ৫ গোল আছে শুধু রাব্বি হোসেন রাহুলের।
রাকিবের সুযোগ থাকছে সর্বোচ্চ গোলদাতা হয়ে লিগ শেষ করারও। যদি করতে পারেন, বিদেশিদের দাপট যে লিগে, সেই বিপিএল ফুটবলে এটা হবে বিরল এক কীর্তি। রাকিব নিজের লক্ষ্য নিয়ে মোবাইল ফোনে বললেন, ‘আমি কখনো এমন লক্ষ্য নিয়ে খেলি না। এভাবে লক্ষ্য নিয়ে নামলে ফুটবল খেলা সম্ভব না। আমি শুধু চেষ্টা করি নিজের ভুলগুলো শুধরে নিতে।’ আর নিজের ভুল বলতে রাকিব বোঝেন, বক্সের ভেতরে শট নিতে গিয়ে অতিরিক্ত তাড়াহুড়ো করা। বসুন্ধরার ব্রাজিলিয়ান সতীর্থ রবসনের পরামর্শে এখন বুঝেশুনে ঠান্ডা মাথায় শট নিচ্ছেন লক্ষ্যে। তিন বছর আগে মারুফুল হকের পরামর্শ এখন সুন্দরভাবে কাজেও লাগাতে পারছেন মাঠে।
রাকিবের ৬ গোলের তাৎপর্য অন্যরকম। ঘরোয়া ফুটবলে অধিকাংশ বাংলাদেশি ফরোয়ার্ডের যে ভূমিকা, সেটাই বসুন্ধরার হয়ে করার চেষ্টা করেন রাকিব; উইঙ্গার হিসেবে গোল করার চেয়ে বিদেশি সতীর্থদের নিয়ে গোল বানিয়ে দেওয়াই মূলত তাঁর কাজ। বাংলাদেশি ফুটবলাররা লিগে গোলের সুযোগ পান তুলনামূলক কম। গোল করার অভ্যাস না থাকায় সুযোগ কাজে লাগানোর হার ভীষণ রকম কম। রাকিব এখানেই এবার বাকিদের চেয়ে আলাদা। বসুন্ধরায় ব্রাজিলের আক্রমণত্রয়ী দরিয়েলতন-রবসন আর মিগেল দামাশিনার সঙ্গে মূল একাদশে রাকিব এখন অস্কার ব্রুজোনের প্রথম পছন্দ। গোল তো বানিয়ে দিচ্ছেনই, ঠিকঠাক কাজে লাগাচ্ছেন নিজের সুযোগগুলোও। ৬ গোলের প্রতিটিতেই ঠিকরে উঠেছে তাঁর প্রবল আত্মবিশ্বাস। রাকিব এই আত্মবিশ্বাস পেয়েছেন গত বছর বেঙ্গালুরুর সাফ থেকে।
বিনয়ী রাকিব নিজেকে আলাদা ভাবতে চান না। কেন চান না, তার ব্যাখা দিলেন এভাবে, ‘নিজেকে আমি আলাদা বলতে চাই না। কেউ পরিপূর্ণ না। বিদেশিদের কারণে আমরা হয়তো গোল করতে পারি না। একেকজনের একেক সমস্যা থাকে। তবে সবাই সমান। শেষ পর্যন্ত যে সুযোগ কাজে লাগাতে পারে, সেই সবার থেকে আলাদা হয়ে যায়। চাইলেই সম্ভব।’
৩৩ পেরিয়ে আজ ৩৪ বছরে পা দিয়েছেন লোকেশ রাহুল। ৩৩তম জন্মদিনের দিন ভক্তদের থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসও সামাজিক মাধ্যমে জন্মদিন নিয়ে একটি রিলস পোস্ট করেছে। নিজের জন্মদিনের দিনই মেয়ের নাম জানালেন রাহুল
১১ ঘণ্টা আগে৬২ পেরিয়ে আজ ৬৩-এ পা দিলেন ফিল সিমন্স। তাঁর ৬২তম জন্মদিনটা কেটেছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়ছে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন সিমন্স।
১১ ঘণ্টা আগে২০২২ কাতার বিশ্বকাপ জিতেই লিওনেল মেসির আজন্মলালিত স্বপ্ন পূরণ হয়েছে। তখন থেকেই মেসির ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হতে যখন বাকি ১৪ মাস, তখন আলোচনাটা হচ্ছে আরও বেশি।
১২ ঘণ্টা আগেএএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার শুরুটা করল চ্যাম্পিয়নের মতো করেই। নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম।
১৩ ঘণ্টা আগে