নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গোলের জন্য মরিয়া হয়ে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেল আবাহনী লিমিটেড। জয় নয়, আকাশি-নীলদের চেষ্টাটা ছিল যেভাবেই হোক বসুন্ধরা কিংসকে জয় বঞ্চিত রাখা। মদ-কাণ্ডে নিষেধাজ্ঞা কাটিয়ে আজকেই প্রথমবারের মতো লিগ ম্যাচে গোলপোস্টের নিচে দাঁড়িয়েছিলেন গোলরক্ষক আনিসুর রহমান জিকো। তিনিই পার্থক্য গড়ে দিলেন শেষ পর্যন্ত। গোলপোস্টে দেয়াল তুলে আবাহনীকে প্রায় ছিটকে দিলেন বিপিএল শিরোপার লড়াই থেকে।
৮ পয়েন্টে পিছিয়ে পড়ে কোনো দল লিগ শিরোপা জিতেছে, বাংলাদেশের ঘরোয়া ফুটবলের সাম্প্রতিক সময়ে এমন কোনো কীর্তি নেই। বিষয়টা মাথায় গেঁথে আজ বসুন্ধরার বিপক্ষে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে খেলতে নেমেছিল আবাহনী। লক্ষ্যটা ছিল বসুন্ধরাকে হারিয়ে পয়েন্টের ব্যবধান দুইয়ে নামিয়ে আনা। নইলে নিদেনপক্ষে একটি ড্র। কিন্তু হয়েছে উল্টো। বসুন্ধরার দুই ব্রাজিলিয়ান রবসন রবিনহো ও মিগেল দামাশিনার চমৎকার দুই গোলে লিগের ৫ রাউন্ড পরেই লাইনচ্যুত আবাহনী। নিজেরা ২-০ গোলে হেরে বসুন্ধরাকে পঞ্চম লিগ শিরোপার দিকে আরও ঠেলে দিল আন্দ্রেস ক্রুসিয়ানির দল।
আবাহনী না পারলেও মোহামেডানের সামনে সুযোগ ছিল বসুন্ধরার সঙ্গে পয়েন্টের ব্যবধান দুইয়ে রাখা। সানোয়ার হোসেনের লাল কার্ডে ২০ মিনিট থেকে ১০ ফুটবলার নিয়ে খেলে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে গোলশূন্য ড্রয়ে এক পয়েন্ট বাঁচিয়েছে সাদা-কালো শিবির। রাজশাহীতে সাজ্জাদ হোসেনের জোড়া গোলে ব্রাদার্স ইউনিয়নকে ২-০ গোলে হারিয়ে লিগে দ্বিতীয় জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
পাঁচ ম্যাচের সব জিতে ১৫ পয়েন্টে নিজেদের শীর্ষস্থানটা আরও পোক্ত করেছে বসুন্ধরা। সমান ম্যাচে ৭ পয়েন্টে আপাতত তিনে থাকা আবাহনীর সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান ৮। ১১ পয়েন্টে দুইয়ে আছে মোহামেডান। ৬ পয়েন্টে পাঁচে উঠে এসেছে শেখ জামাল।
সব মিলিয়ে গোপালগঞ্জে বসুন্ধরা-আবাহনী ম্যাচে ব্রাজিলিয়ান ফুটবলার ছিলেন পাঁচজন। বসুন্ধরার তিন ব্রাজিলিয়ান যেভাবে আবাহনীর রক্ষণকে চেপে ধরেছিলেন, উল্টো প্রান্তে আবাহনীর দুই ব্রাজিলিয়ান ছিলেন নিজেদের ছায়া হয়ে। ওয়াশিংটন ব্রান্দাও যা কয়েকবার চেষ্টা করলেন, বসুন্ধরার সাবেক মিডফিল্ডার জোনাথন ফার্নান্দেজকে খুঁজেই পাওয়া যায়নি। সঙ্গে জিকোর দারুণ কিছু সেভ আবাহনীকে গোল বঞ্চিত করেছে পুরো ম্যাচে।
একটা সময় পর্যন্ত লড়াইটা ছিল সমানে সমান। প্রথমার্ধের ম্যাচটা হেলে ছিল দুই দলের দিকেই। আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ জমিয়ে তোলার আভাস।
আক্রমণের শুরুটা হয়েছিল আবাহনীর দিক থেকেই। ম্যাচের ৬ মিনিটে হৃদয়ের ক্রসে ওয়াশিংটনের হেড ঝাঁপিয়ে ফেরান জিকো। আবাহনী গোলরক্ষক শহীদুল আলম সোহেলও একাধিকবার গোল বঞ্চিত করলেন বসুন্ধরাকে। ২৪ মিনিটে রাকিব হোসেনের ‘দুর্লভ’ হেড ফেরান আবাহনী গোলরক্ষক।
তবে দুই মিনিট বসুন্ধরা যেভাবে নিজেদের প্রথম গোল পেয়েছে তার জন্য প্রস্তুত ছিলেন না আবাহনীর খেলোয়াড়েরা। তিন ব্রাজিলিয়ান নিজেদের বোঝাপড়ায় এগিয়ে দিলেন বসুন্ধরাকে। কর্নার থেকে মিগেল দামাশিনার শটে হেড নেন দরিয়েলতন গোমেজ। সেই হেড থেকে পাওয়া বলে জালে ওভারহেড শট নেন রবসন। আবাহনী গোলরক্ষক সোহেল পুরো বোকাই যেন বনে গেলেন তাতে।
তিন ব্রাজিলিয়ান মিলে বসুন্ধরাকে উপহার দিয়েছেন দ্বিতীয় গোলটিও। রবসনের পাস থেকে দরিয়েলতন ও মিগেল বল দেওয়া-নেওয়া করলেন আবাহনীর বক্সের সামনে। এরপর আচমকাই মাটি কামড়ানো শট নেন মিগেল। আবাহনীর চার ডিফেন্ডার ও গোলরক্ষককে দর্শক বানিয়ে বল চলে যায় জালে।
দুই গোলে পিছিয়ে পড়ে আবাহনী শেষ ১০ মিনিট মরিয়া চেষ্টা করে গেছে সমতায় ফেরার। ৮১ মিনিটে আবাহনীর আসাদুজ্জামান বাবলুর হেড গোল লাইন থেকে ফেরান মিগেল। খানিকবাদে জিকো ফিরিয়ে দেন এনামুল গাজীর শট। ৮৮ মিনিটে কর্নেলিয়াস স্টুয়ার্টের শট ফিরিয়ে নিজেদের সেরাটা দিয়েই প্রত্যাবর্তন করেছেন বসুন্ধরা দলে জায়গা হারানো গোলরক্ষক জিকো। শেষে এসে হাতাহাতিতে জড়ান দুই দলের ফুটবলাররা। অতিরিক্ত সময়ের নবম মিনিটে লাল কার্ড দেখেন বসুন্ধরার উজবেগ ডিফেন্ডার বোবুরবেগ ইয়ুলদাশেভ।
গোলের জন্য মরিয়া হয়ে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেল আবাহনী লিমিটেড। জয় নয়, আকাশি-নীলদের চেষ্টাটা ছিল যেভাবেই হোক বসুন্ধরা কিংসকে জয় বঞ্চিত রাখা। মদ-কাণ্ডে নিষেধাজ্ঞা কাটিয়ে আজকেই প্রথমবারের মতো লিগ ম্যাচে গোলপোস্টের নিচে দাঁড়িয়েছিলেন গোলরক্ষক আনিসুর রহমান জিকো। তিনিই পার্থক্য গড়ে দিলেন শেষ পর্যন্ত। গোলপোস্টে দেয়াল তুলে আবাহনীকে প্রায় ছিটকে দিলেন বিপিএল শিরোপার লড়াই থেকে।
৮ পয়েন্টে পিছিয়ে পড়ে কোনো দল লিগ শিরোপা জিতেছে, বাংলাদেশের ঘরোয়া ফুটবলের সাম্প্রতিক সময়ে এমন কোনো কীর্তি নেই। বিষয়টা মাথায় গেঁথে আজ বসুন্ধরার বিপক্ষে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে খেলতে নেমেছিল আবাহনী। লক্ষ্যটা ছিল বসুন্ধরাকে হারিয়ে পয়েন্টের ব্যবধান দুইয়ে নামিয়ে আনা। নইলে নিদেনপক্ষে একটি ড্র। কিন্তু হয়েছে উল্টো। বসুন্ধরার দুই ব্রাজিলিয়ান রবসন রবিনহো ও মিগেল দামাশিনার চমৎকার দুই গোলে লিগের ৫ রাউন্ড পরেই লাইনচ্যুত আবাহনী। নিজেরা ২-০ গোলে হেরে বসুন্ধরাকে পঞ্চম লিগ শিরোপার দিকে আরও ঠেলে দিল আন্দ্রেস ক্রুসিয়ানির দল।
আবাহনী না পারলেও মোহামেডানের সামনে সুযোগ ছিল বসুন্ধরার সঙ্গে পয়েন্টের ব্যবধান দুইয়ে রাখা। সানোয়ার হোসেনের লাল কার্ডে ২০ মিনিট থেকে ১০ ফুটবলার নিয়ে খেলে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে গোলশূন্য ড্রয়ে এক পয়েন্ট বাঁচিয়েছে সাদা-কালো শিবির। রাজশাহীতে সাজ্জাদ হোসেনের জোড়া গোলে ব্রাদার্স ইউনিয়নকে ২-০ গোলে হারিয়ে লিগে দ্বিতীয় জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
পাঁচ ম্যাচের সব জিতে ১৫ পয়েন্টে নিজেদের শীর্ষস্থানটা আরও পোক্ত করেছে বসুন্ধরা। সমান ম্যাচে ৭ পয়েন্টে আপাতত তিনে থাকা আবাহনীর সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান ৮। ১১ পয়েন্টে দুইয়ে আছে মোহামেডান। ৬ পয়েন্টে পাঁচে উঠে এসেছে শেখ জামাল।
সব মিলিয়ে গোপালগঞ্জে বসুন্ধরা-আবাহনী ম্যাচে ব্রাজিলিয়ান ফুটবলার ছিলেন পাঁচজন। বসুন্ধরার তিন ব্রাজিলিয়ান যেভাবে আবাহনীর রক্ষণকে চেপে ধরেছিলেন, উল্টো প্রান্তে আবাহনীর দুই ব্রাজিলিয়ান ছিলেন নিজেদের ছায়া হয়ে। ওয়াশিংটন ব্রান্দাও যা কয়েকবার চেষ্টা করলেন, বসুন্ধরার সাবেক মিডফিল্ডার জোনাথন ফার্নান্দেজকে খুঁজেই পাওয়া যায়নি। সঙ্গে জিকোর দারুণ কিছু সেভ আবাহনীকে গোল বঞ্চিত করেছে পুরো ম্যাচে।
একটা সময় পর্যন্ত লড়াইটা ছিল সমানে সমান। প্রথমার্ধের ম্যাচটা হেলে ছিল দুই দলের দিকেই। আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ জমিয়ে তোলার আভাস।
আক্রমণের শুরুটা হয়েছিল আবাহনীর দিক থেকেই। ম্যাচের ৬ মিনিটে হৃদয়ের ক্রসে ওয়াশিংটনের হেড ঝাঁপিয়ে ফেরান জিকো। আবাহনী গোলরক্ষক শহীদুল আলম সোহেলও একাধিকবার গোল বঞ্চিত করলেন বসুন্ধরাকে। ২৪ মিনিটে রাকিব হোসেনের ‘দুর্লভ’ হেড ফেরান আবাহনী গোলরক্ষক।
তবে দুই মিনিট বসুন্ধরা যেভাবে নিজেদের প্রথম গোল পেয়েছে তার জন্য প্রস্তুত ছিলেন না আবাহনীর খেলোয়াড়েরা। তিন ব্রাজিলিয়ান নিজেদের বোঝাপড়ায় এগিয়ে দিলেন বসুন্ধরাকে। কর্নার থেকে মিগেল দামাশিনার শটে হেড নেন দরিয়েলতন গোমেজ। সেই হেড থেকে পাওয়া বলে জালে ওভারহেড শট নেন রবসন। আবাহনী গোলরক্ষক সোহেল পুরো বোকাই যেন বনে গেলেন তাতে।
তিন ব্রাজিলিয়ান মিলে বসুন্ধরাকে উপহার দিয়েছেন দ্বিতীয় গোলটিও। রবসনের পাস থেকে দরিয়েলতন ও মিগেল বল দেওয়া-নেওয়া করলেন আবাহনীর বক্সের সামনে। এরপর আচমকাই মাটি কামড়ানো শট নেন মিগেল। আবাহনীর চার ডিফেন্ডার ও গোলরক্ষককে দর্শক বানিয়ে বল চলে যায় জালে।
দুই গোলে পিছিয়ে পড়ে আবাহনী শেষ ১০ মিনিট মরিয়া চেষ্টা করে গেছে সমতায় ফেরার। ৮১ মিনিটে আবাহনীর আসাদুজ্জামান বাবলুর হেড গোল লাইন থেকে ফেরান মিগেল। খানিকবাদে জিকো ফিরিয়ে দেন এনামুল গাজীর শট। ৮৮ মিনিটে কর্নেলিয়াস স্টুয়ার্টের শট ফিরিয়ে নিজেদের সেরাটা দিয়েই প্রত্যাবর্তন করেছেন বসুন্ধরা দলে জায়গা হারানো গোলরক্ষক জিকো। শেষে এসে হাতাহাতিতে জড়ান দুই দলের ফুটবলাররা। অতিরিক্ত সময়ের নবম মিনিটে লাল কার্ড দেখেন বসুন্ধরার উজবেগ ডিফেন্ডার বোবুরবেগ ইয়ুলদাশেভ।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে বড় করে লেখা আউট। সংযুক্ত আরব আমিরাতের স্কোরকার্ডের পাশে লেখা ৯ উইকেট। কিন্তু পরক্ষণেই সবকিছু উল্টে গেল। কারণ, ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব আবেদন প্রত্যাহার করে নিয়েছেন। আকাশ চোপড়ার মতে প্রতিপক্ষ পাকিস্তান হলে ভারত এমনটা করতই না।
২০ মিনিট আগেগায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে রানের জন্য বেশ সংগ্রাম করছিল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ও অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনস। ১০০ রানের লক্ষ্য তাড়া করে অ্যান্টিগা জিতলেও তাদের খেলা শেষ করতে লেগেছে ২০ ওভার। তাতেই প্লে অফে উঠে গেছে সাকিব আল হাসানের অ্যান্টিগা।
১ ঘণ্টা আগেটানা তিনটি টি–টোয়েন্টি সিরিজ জয়ের তাজা আত্মবিশ্বাস নিয়ে কাল এশিয়া কাপ মিশনে নামছে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথম ম্যাচে লিটন দাসের দলের প্রতিপক্ষ হংকং। লক্ষ্য একটাই— ইতিহাস গড়া। তা সামনে রেখে বাংলাদেশ এগোচ্ছে ম্যাচ বাই ম্যাচ ধরে।
১০ ঘণ্টা আগেবোলারদের দুর্দান্ত পারফরম্যান্স লক্ষ্যটা থেকেছে হাতের নাগালে। ভারত পাওয়ার প্লের মধ্যে নাকি আরও পরে ম্যাচ শেষ করতে পারে সেটাই যেন দেখার অপেক্ষা ছিল। শেষ পর্যন্ত ৫৮ রানের লক্ষ্য পাড়ি দিতে মাত্র ২৭ বল খেলতে হয়েছে তাদের। রান তাড়ায় নেমে এত কম বলে কখনো ম্যাচ শেষ করতে পারেনি ভারত।
১২ ঘণ্টা আগে