নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাত ম্যাচ টানা ড্র করে কৌতুকময় এক ঘটনার জন্ম দিয়েছিল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি ক্লাব। বলা হচ্ছিল, এবার সব ম্যাচ ড্র করে অপরাজিত থেকে লিগে রানার্সআপ হয়ে যেতে পারে পুরোনো ঢাকার দলটি!
আজকের আগ পর্যন্ত এবারের বিপিএল ফুটবলে অপরাজিত দল ছিল দুইটি; রহমতগঞ্জ ও মোহামেডান। দুই সপ্তাহ আগেই বসুন্ধরাকে তাদের মাঠ কিংস অ্যারেনায় প্রথম হারের স্বাদ দিয়েছিল মোহামেডান। শক্তিমত্তা বিবেচনায় রহমতগঞ্জ বসুন্ধরাকে তাদের মাঠে হারাবে, এমনটা বলা না গেলেও টানা অষ্টম ড্রয়ের সুযোগ হারিয়েছে দলটি। কিংস অ্যারেনায় লিগে প্রথম হার দেখল রহমগঞ্জ। বসুন্ধরা নিজেদের মাঠে জিতেছে ৪-১ গোলের বড় ব্যবধানে।
রহমতগঞ্জকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা আরও মজবুত করেছে বসুন্ধরা। টেবিলের দুইয়ে থাকা মোহামেডানের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান আপাতত ৬। ৮ ম্যাচে বসুন্ধরার পয়েন্ট ২১, এক ম্যাচ কম খেলে মোহামেডানের পয়েন্ট ১৫।
অথচ কিংস অ্যারেনায় রহমতগঞ্জ কিন্তু শুরুতে ভয় ধরিয়ে দিয়েছিল বসুন্ধরার সমর্থকদের মনে। ম্যাচের ১০ মিনিটে সুশান্ত ত্রিপুরার মাপা ফ্রি কিকে বল খুঁজে নেন ঘানাইয়ান ফরোয়ার্ড আরনেস্ট বোয়াটেং। তাঁর নিখুঁত হেডে বল জালে জড়ালে দাঁড়িয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল বসুন্ধরা গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের।
তবে অগ্রগামিতা বেশি সময় ধরে রাখতে পারেনি রহমতগঞ্জ। ২৬ মিনিটে বসুন্ধরাকে সমতায় ফেরান দুর্দান্ত ছন্দে থাকা বাংলাদেশি ফরোয়ার্ড রাকিব হোসেন। বক্সের ভেতরে মাসুক মিয়া জনির শট রহমতগঞ্জের ডিফেন্ডারের পায় লেগে দিক বদলে চলে যায় রাকিবের পায়ে, ডান পায়ের গতির শটে বল জালে পাঠান তিনি। এতে লিগে নিজের পঞ্চম গোলে গোল সংগ্রাহকদের তালিকায় উঠে আসেন দুইয়ে।
প্রথমার্ধে আরও দুবার গোলের সুযোগ নষ্ট করেছে বসুন্ধরা। ২৯ মিনিটে একবার গোললাইন থেকে বল বিপদমুক্ত করেন সুশান্ত ত্রিপুরা। বিরতির আগে ব্রাজিলিয়ান মিগেল দামাশিনোর শট ফেরে পোস্টে লেগে।
এই মিগেলেই ৫৫ মিনিটে ফ্রি কিক থেকে ব্যবধান বাড়ান বসুন্ধরার। মৌসুমে দ্বিতীয়বারের মতো দুই গোল হজম করে রহমতগঞ্জ। এক মাস আগে ফর্টিসের বিপক্ষে দুই গোল হজম করেছিল দলটি। সেই ম্যাচ থেকে এক পয়েন্ট বের করতে পারলেও এবার আর হয়নি। উল্টো অতিরিক্ত সময়ে দরিয়েলতন গোমেজের লিগে নিজের অষ্টম ও রবসন রবিনহোর পঞ্চম গোলে রহমতগঞ্জকে প্রথম হারের স্বাদ দেয় বসুন্ধরা।
দিনের অন্য ম্যাচে রাজশাহীতে পুলিশ এফসিকে ২-১ গোলে হারিয়েছে ফর্টিস এফসি। ৫১ মিনিটে পা ওমর এগিয়ে নেন ফর্টিসকে। ৮০ মিনিটে এদোয়ার্দ মরিওর গোলে সমতা ফেরে পুলিশ। তবে যোগ করা চতুর্থ মিনিটে ভ্যালেরি গ্রিশেনের গোলে জয় নিশ্চিত করে ফর্টিস। এতে ৯ পয়েন্ট নিয়ে চারে উঠে এসেছে দলটি। ৭ পয়েন্ট নিয়ে আটে নেমে গেছে পুলিশ।
সাত ম্যাচ টানা ড্র করে কৌতুকময় এক ঘটনার জন্ম দিয়েছিল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি ক্লাব। বলা হচ্ছিল, এবার সব ম্যাচ ড্র করে অপরাজিত থেকে লিগে রানার্সআপ হয়ে যেতে পারে পুরোনো ঢাকার দলটি!
আজকের আগ পর্যন্ত এবারের বিপিএল ফুটবলে অপরাজিত দল ছিল দুইটি; রহমতগঞ্জ ও মোহামেডান। দুই সপ্তাহ আগেই বসুন্ধরাকে তাদের মাঠ কিংস অ্যারেনায় প্রথম হারের স্বাদ দিয়েছিল মোহামেডান। শক্তিমত্তা বিবেচনায় রহমতগঞ্জ বসুন্ধরাকে তাদের মাঠে হারাবে, এমনটা বলা না গেলেও টানা অষ্টম ড্রয়ের সুযোগ হারিয়েছে দলটি। কিংস অ্যারেনায় লিগে প্রথম হার দেখল রহমগঞ্জ। বসুন্ধরা নিজেদের মাঠে জিতেছে ৪-১ গোলের বড় ব্যবধানে।
রহমতগঞ্জকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা আরও মজবুত করেছে বসুন্ধরা। টেবিলের দুইয়ে থাকা মোহামেডানের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান আপাতত ৬। ৮ ম্যাচে বসুন্ধরার পয়েন্ট ২১, এক ম্যাচ কম খেলে মোহামেডানের পয়েন্ট ১৫।
অথচ কিংস অ্যারেনায় রহমতগঞ্জ কিন্তু শুরুতে ভয় ধরিয়ে দিয়েছিল বসুন্ধরার সমর্থকদের মনে। ম্যাচের ১০ মিনিটে সুশান্ত ত্রিপুরার মাপা ফ্রি কিকে বল খুঁজে নেন ঘানাইয়ান ফরোয়ার্ড আরনেস্ট বোয়াটেং। তাঁর নিখুঁত হেডে বল জালে জড়ালে দাঁড়িয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল বসুন্ধরা গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের।
তবে অগ্রগামিতা বেশি সময় ধরে রাখতে পারেনি রহমতগঞ্জ। ২৬ মিনিটে বসুন্ধরাকে সমতায় ফেরান দুর্দান্ত ছন্দে থাকা বাংলাদেশি ফরোয়ার্ড রাকিব হোসেন। বক্সের ভেতরে মাসুক মিয়া জনির শট রহমতগঞ্জের ডিফেন্ডারের পায় লেগে দিক বদলে চলে যায় রাকিবের পায়ে, ডান পায়ের গতির শটে বল জালে পাঠান তিনি। এতে লিগে নিজের পঞ্চম গোলে গোল সংগ্রাহকদের তালিকায় উঠে আসেন দুইয়ে।
প্রথমার্ধে আরও দুবার গোলের সুযোগ নষ্ট করেছে বসুন্ধরা। ২৯ মিনিটে একবার গোললাইন থেকে বল বিপদমুক্ত করেন সুশান্ত ত্রিপুরা। বিরতির আগে ব্রাজিলিয়ান মিগেল দামাশিনোর শট ফেরে পোস্টে লেগে।
এই মিগেলেই ৫৫ মিনিটে ফ্রি কিক থেকে ব্যবধান বাড়ান বসুন্ধরার। মৌসুমে দ্বিতীয়বারের মতো দুই গোল হজম করে রহমতগঞ্জ। এক মাস আগে ফর্টিসের বিপক্ষে দুই গোল হজম করেছিল দলটি। সেই ম্যাচ থেকে এক পয়েন্ট বের করতে পারলেও এবার আর হয়নি। উল্টো অতিরিক্ত সময়ে দরিয়েলতন গোমেজের লিগে নিজের অষ্টম ও রবসন রবিনহোর পঞ্চম গোলে রহমতগঞ্জকে প্রথম হারের স্বাদ দেয় বসুন্ধরা।
দিনের অন্য ম্যাচে রাজশাহীতে পুলিশ এফসিকে ২-১ গোলে হারিয়েছে ফর্টিস এফসি। ৫১ মিনিটে পা ওমর এগিয়ে নেন ফর্টিসকে। ৮০ মিনিটে এদোয়ার্দ মরিওর গোলে সমতা ফেরে পুলিশ। তবে যোগ করা চতুর্থ মিনিটে ভ্যালেরি গ্রিশেনের গোলে জয় নিশ্চিত করে ফর্টিস। এতে ৯ পয়েন্ট নিয়ে চারে উঠে এসেছে দলটি। ৭ পয়েন্ট নিয়ে আটে নেমে গেছে পুলিশ।
নারী দলের কোচ হিসেবে পিটার বাটলারের শুরুর পথ মসৃণ ছিল না। চায়নিজ তাইপের বিপক্ষে হার দিয়ে শুরু। এরপর সাফের শিরোপা ধরে রাখলেও খুব একটা কৃতিত্ব পাননি। আনন্দের সময়েও সিনিয়র ফুটবলারদের অভিযোগের তিরে বিদ্ধ হতে হয় তাঁকে। এমনকি বিদ্রোহের ডাকও দেন ১৮ ফুটবলার।
৮ মিনিট আগেক্রিস ওকসের আবেদনে আম্পায়ার প্রথমে সাড়া দেননি। সতীর্থদের সঙ্গে আলাপ-আলোচনার পর ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস রিভিউর সিদ্ধান্ত নিলেন। রিভিউতে দেখা যায়, বল পায়ে আঘাত করার আগে সেটা ঋষভ পন্তের ব্যাট ছুঁয়ে এসেছে। সেই যাত্রায় বেঁচে যান পন্ত।
৩৭ মিনিট আগেঢাকায় এখন এশিয়ান ক্রিকেট বোর্ডগুলোর শীর্ষ কর্তাদের মিলনমেলা। ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ভারত-শ্রীলঙ্কার প্রতিনিধিরা সশরীরে অংশ না নিলেও যুক্ত থাকবে অনলাইনে। আর যাঁরা উপস্থিত হয়েছেন, তাঁদের তালিকাটাও যথেষ্ট ওজনদারই বলতে হয়। এসিসির এই সভা সামনে রেখে ‘এক ঢিলে’
১ ঘণ্টা আগেস্বাগত পানীয় দিয়ে শুরু। কয়েক পদের মিষ্টান্ন দিয়ে শেষ। এর মাঝে কী ছিল না আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নৈশভোজে!
১২ ঘণ্টা আগে