নিজস্ব প্রতিবেদক, ঢাকা
৭৯ মিনিটে গেরো খুললেন। পরে করলেন আরেকটি। দরিয়েলতন গোমেজের দুই গোলে সহজেই জিততে পারত বসুন্ধরা কিংস। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের জালে আরেক গোল দিয়ে ব্যবধান বড় করলেন রবসন রবিনহো। দুই ব্রাজিলিয়ানের গোলে শেখ জামালের বিপক্ষে সহজেই জিতেছে বসুন্ধরা।
একটা সময় মনে হচ্ছিল, এবারের বিপিএলে প্রথমবারের মতো পয়েন্ট হারাতে যাচ্ছে বসুন্ধরা কিংস। গোলপোস্টের নিচে এমনই প্রতিরোধ গড়লেন শেখ জামাল গোলরক্ষক মাহফুজ হাসান প্রীতম, আক্রমণ গড়েও সুবিধা গড়তে পারছিল না পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বসুন্ধরা।
অবশেষে প্রতিরোধ ভাঙল শেখ জামালের। ভেঙে পড়ল রীতিমতো তাসের ঘরের মতো! ৭৯ মিনিটে প্রথম গোল পাওয়া বসুন্ধরা ম্যাচটা জিতেছে ৩-০ গোলে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দরিয়েলতন গোমেজ গোলের শুরুটা করেছিলেন। অতিরিক্ত সময়ে করলেন আরেকটি গোল। ব্রাজিলের আরেক ফরোয়ার্ড রবসন রবিনহোর গোলে চারে চার হয়েছে টানা চারবারের লিগ চ্যাম্পিয়নদের। আজ দিনের আরেক ম্যাচে ফর্টিস এফসি ২-২ গোলে ড্র করেছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি ক্লাবের সঙ্গে।
টানা চার ম্যাচ জিতে ১২ পয়েন্টে টেবিলের শীর্ষস্থানটা যথারীতি দখলে বসুন্ধরার। এবারের লিগে সময়টা ভালো যাচ্ছে না তিনবারের লিগ সেরা জামালের। গতকালকের হার-সহ চার ম্যাচের তিনটিতেই হেরেছে কোচবিহীন দলটা। চমক দেখিয়ে পয়েন্ট টেবিলের চারে উঠে এসেছে রহমতগঞ্জ। এখন পর্যন্ত সবগুলো ম্যাচে ড্র করেছে গতবার অবনমন ঠেকিয়ে দেওয়া দলটা। রহমতগঞ্জের সমান ৪ পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে সাতে অবস্থান ফর্টিসের। মাত্র ৩ পয়েন্টে ১০ দলের ভেতর অষ্টম অবস্থানে জামাল।
অথচ গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে বসুন্ধরার চোখে চোখ রেখেই লড়েছে জামাল। শুরুতে ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম একবার বল জালের জড়ালেন কিন্তু সেটা অফসাইডে বাতিল করে দেন। সেই আক্রমণের পর বসুন্ধরার পাল্টা তোপের মুখে পড়ে জামাল। গোলরক্ষক প্রীতম দেয়াল হয়ে না দাঁড়ালে প্রথমার্ধেই অন্তত দুবার জালের দেখা পেত বসুন্ধরা।
গোলপোস্টের নীচে দেয়াল হয়ে দাঁড়ানো প্রীতম হার মানলেন ম্যাচের ৭৯ মিনিটে গিয়ে। রাকিব হোসেনের ক্রস থেকে হেডে বল জালে জড়ান দরিয়েলতন। যোগ করা দ্বিতীয় মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন দরি, আরেক ব্রাজিলিয়ান ব্রাজিলিয়ান সতীর্থ মিগেল দামাশিনা এই গোলের যোগানদাতা। ব্রাজিলিয়ান উৎসবে রবসন নাম লেখান ম্যাচের শেষ মিনিটে। বসুন্ধরা অধিনায়কের ফ্রিকিক থেকে নেওয়া শট ঠেকানোর সাধ্য ছিল না জামাল গোলরক্ষকের। এই গোলে বিপিএল ফুটবলে রবসন পূর্ণ করলেন গোলের ‘ফিফটি’।
৭৯ মিনিটে গেরো খুললেন। পরে করলেন আরেকটি। দরিয়েলতন গোমেজের দুই গোলে সহজেই জিততে পারত বসুন্ধরা কিংস। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের জালে আরেক গোল দিয়ে ব্যবধান বড় করলেন রবসন রবিনহো। দুই ব্রাজিলিয়ানের গোলে শেখ জামালের বিপক্ষে সহজেই জিতেছে বসুন্ধরা।
একটা সময় মনে হচ্ছিল, এবারের বিপিএলে প্রথমবারের মতো পয়েন্ট হারাতে যাচ্ছে বসুন্ধরা কিংস। গোলপোস্টের নিচে এমনই প্রতিরোধ গড়লেন শেখ জামাল গোলরক্ষক মাহফুজ হাসান প্রীতম, আক্রমণ গড়েও সুবিধা গড়তে পারছিল না পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বসুন্ধরা।
অবশেষে প্রতিরোধ ভাঙল শেখ জামালের। ভেঙে পড়ল রীতিমতো তাসের ঘরের মতো! ৭৯ মিনিটে প্রথম গোল পাওয়া বসুন্ধরা ম্যাচটা জিতেছে ৩-০ গোলে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দরিয়েলতন গোমেজ গোলের শুরুটা করেছিলেন। অতিরিক্ত সময়ে করলেন আরেকটি গোল। ব্রাজিলের আরেক ফরোয়ার্ড রবসন রবিনহোর গোলে চারে চার হয়েছে টানা চারবারের লিগ চ্যাম্পিয়নদের। আজ দিনের আরেক ম্যাচে ফর্টিস এফসি ২-২ গোলে ড্র করেছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি ক্লাবের সঙ্গে।
টানা চার ম্যাচ জিতে ১২ পয়েন্টে টেবিলের শীর্ষস্থানটা যথারীতি দখলে বসুন্ধরার। এবারের লিগে সময়টা ভালো যাচ্ছে না তিনবারের লিগ সেরা জামালের। গতকালকের হার-সহ চার ম্যাচের তিনটিতেই হেরেছে কোচবিহীন দলটা। চমক দেখিয়ে পয়েন্ট টেবিলের চারে উঠে এসেছে রহমতগঞ্জ। এখন পর্যন্ত সবগুলো ম্যাচে ড্র করেছে গতবার অবনমন ঠেকিয়ে দেওয়া দলটা। রহমতগঞ্জের সমান ৪ পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে সাতে অবস্থান ফর্টিসের। মাত্র ৩ পয়েন্টে ১০ দলের ভেতর অষ্টম অবস্থানে জামাল।
অথচ গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে বসুন্ধরার চোখে চোখ রেখেই লড়েছে জামাল। শুরুতে ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম একবার বল জালের জড়ালেন কিন্তু সেটা অফসাইডে বাতিল করে দেন। সেই আক্রমণের পর বসুন্ধরার পাল্টা তোপের মুখে পড়ে জামাল। গোলরক্ষক প্রীতম দেয়াল হয়ে না দাঁড়ালে প্রথমার্ধেই অন্তত দুবার জালের দেখা পেত বসুন্ধরা।
গোলপোস্টের নীচে দেয়াল হয়ে দাঁড়ানো প্রীতম হার মানলেন ম্যাচের ৭৯ মিনিটে গিয়ে। রাকিব হোসেনের ক্রস থেকে হেডে বল জালে জড়ান দরিয়েলতন। যোগ করা দ্বিতীয় মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন দরি, আরেক ব্রাজিলিয়ান ব্রাজিলিয়ান সতীর্থ মিগেল দামাশিনা এই গোলের যোগানদাতা। ব্রাজিলিয়ান উৎসবে রবসন নাম লেখান ম্যাচের শেষ মিনিটে। বসুন্ধরা অধিনায়কের ফ্রিকিক থেকে নেওয়া শট ঠেকানোর সাধ্য ছিল না জামাল গোলরক্ষকের। এই গোলে বিপিএল ফুটবলে রবসন পূর্ণ করলেন গোলের ‘ফিফটি’।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১৩ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৬ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৭ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৮ ঘণ্টা আগে