ঈদের ছুটি কাটিয়ে ফিরেই ফেডারেশন কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। টুর্নামেন্টের দুইবারের চ্যাম্পিয়নরা রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে হারিয়েছে ২-০ গোলে।
গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজায় কিংসের খেলোয়াড়েরা। রহমতগঞ্জের রক্ষণ দেয়াল ভাঙতেও বেশিক্ষণ সময় লাগেনি তাদের। ২৪ মিনিটে দুর্দান্তভাবে প্রতিপক্ষের ডি বক্সে ঢুকে পড়েন রবসন রবিনহো। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বুদ্ধিদীপ্ত পাস থেকে বাম পায়ের জোরালো শটে কিংসকে এগিয়ে দেন সোহেল রানা।
বিরতির আগেই ব্যবধান বাড়াতে পারত অস্কার ব্রুজনের শিষ্যদের। তবে প্রথম গোলের একটু পর এমফোন উদোহর শট দারুণভাবে রুখে দেন রহমতগঞ্জের গোলরক্ষক মামুন আলিফ। নাইজেরিয়ান ফরোয়ার্ড অবশ্য ঠিকই গোল পেয়েছেন। ৬২ মিনিটে রবিনহোর থ্রু থেকে বল নিয়ন্ত্রণ নেন উদোহ। তারপর দারুণ চিপ শটে এগিয়ে আসা আলিফের মাথার ওপর দিয়ে বল পাঠিয়ে দেন জালে। বাকি সময় দুই গোলের ব্যবধান ধরে রেখে কোয়ার্টার ফাইনালে জয় তুলে নেয় কিংস।
ছুটি কাটিয়ে এই ম্যাচ দিয়ে ফিরল বাংলাদেশের শীর্ষ পর্যায়ের ফুটবল। ঈদের আগে শেখ রাসেলকে হারিয়ে ফেডারেশন কাপের শেষ চার নিশ্চিত করেছিল গতবারের চ্যাম্পিয়ন মোহামেডান। বাংলাদেশের ঐতিহ্যবাহী দলটি ফাইনালে ওঠার লড়াইয়ে প্রতিপক্ষ হিসেবে পাবে ২৩ এপ্রিল শেখ জামাল-পুলিশ ম্যাচের জয়ীকে। আর বসুন্ধরার প্রতিপক্ষ হবে কিংস অ্যারেনায় ৩০ এপ্রিল আবাহনী-ফর্টিস ম্যাচের জয়ী দল।
কিংস সবশেষ ফেডারেশন কাপ জিতেছিল ২০২০-২১ মৌসুমে। তার আগের মৌসুমে রহমতগঞ্জকে হারিয়ে পেয়েছিল এ টুর্নামেন্টের প্রথম শিরোপার স্বাদ।
ঈদের ছুটি কাটিয়ে ফিরেই ফেডারেশন কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। টুর্নামেন্টের দুইবারের চ্যাম্পিয়নরা রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে হারিয়েছে ২-০ গোলে।
গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজায় কিংসের খেলোয়াড়েরা। রহমতগঞ্জের রক্ষণ দেয়াল ভাঙতেও বেশিক্ষণ সময় লাগেনি তাদের। ২৪ মিনিটে দুর্দান্তভাবে প্রতিপক্ষের ডি বক্সে ঢুকে পড়েন রবসন রবিনহো। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বুদ্ধিদীপ্ত পাস থেকে বাম পায়ের জোরালো শটে কিংসকে এগিয়ে দেন সোহেল রানা।
বিরতির আগেই ব্যবধান বাড়াতে পারত অস্কার ব্রুজনের শিষ্যদের। তবে প্রথম গোলের একটু পর এমফোন উদোহর শট দারুণভাবে রুখে দেন রহমতগঞ্জের গোলরক্ষক মামুন আলিফ। নাইজেরিয়ান ফরোয়ার্ড অবশ্য ঠিকই গোল পেয়েছেন। ৬২ মিনিটে রবিনহোর থ্রু থেকে বল নিয়ন্ত্রণ নেন উদোহ। তারপর দারুণ চিপ শটে এগিয়ে আসা আলিফের মাথার ওপর দিয়ে বল পাঠিয়ে দেন জালে। বাকি সময় দুই গোলের ব্যবধান ধরে রেখে কোয়ার্টার ফাইনালে জয় তুলে নেয় কিংস।
ছুটি কাটিয়ে এই ম্যাচ দিয়ে ফিরল বাংলাদেশের শীর্ষ পর্যায়ের ফুটবল। ঈদের আগে শেখ রাসেলকে হারিয়ে ফেডারেশন কাপের শেষ চার নিশ্চিত করেছিল গতবারের চ্যাম্পিয়ন মোহামেডান। বাংলাদেশের ঐতিহ্যবাহী দলটি ফাইনালে ওঠার লড়াইয়ে প্রতিপক্ষ হিসেবে পাবে ২৩ এপ্রিল শেখ জামাল-পুলিশ ম্যাচের জয়ীকে। আর বসুন্ধরার প্রতিপক্ষ হবে কিংস অ্যারেনায় ৩০ এপ্রিল আবাহনী-ফর্টিস ম্যাচের জয়ী দল।
কিংস সবশেষ ফেডারেশন কাপ জিতেছিল ২০২০-২১ মৌসুমে। তার আগের মৌসুমে রহমতগঞ্জকে হারিয়ে পেয়েছিল এ টুর্নামেন্টের প্রথম শিরোপার স্বাদ।
নারী দলের কোচ হিসেবে পিটার বাটলারের শুরুর পথ মসৃণ ছিল না। চায়নিজ তাইপের বিপক্ষে হার দিয়ে শুরু। এরপর সাফের শিরোপা ধরে রাখলেও খুব একটা কৃতিত্ব পাননি। আনন্দের সময়েও সিনিয়র ফুটবলারদের অভিযোগের তিরে বিদ্ধ হতে হয় তাঁকে। এমনকি বিদ্রোহের ডাকও দেন ১৮ ফুটবলার।
১২ মিনিট আগেক্রিস ওকসের আবেদনে আম্পায়ার প্রথমে সাড়া দেননি। সতীর্থদের সঙ্গে আলাপ-আলোচনার পর ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস রিভিউর সিদ্ধান্ত নিলেন। রিভিউতে দেখা যায়, বল পায়ে আঘাত করার আগে সেটা ঋষভ পন্তের ব্যাট ছুঁয়ে এসেছে। সেই যাত্রায় বেঁচে যান পন্ত।
৪১ মিনিট আগেঢাকায় এখন এশিয়ান ক্রিকেট বোর্ডগুলোর শীর্ষ কর্তাদের মিলনমেলা। ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ভারত-শ্রীলঙ্কার প্রতিনিধিরা সশরীরে অংশ না নিলেও যুক্ত থাকবে অনলাইনে। আর যাঁরা উপস্থিত হয়েছেন, তাঁদের তালিকাটাও যথেষ্ট ওজনদারই বলতে হয়। এসিসির এই সভা সামনে রেখে ‘এক ঢিলে’
১ ঘণ্টা আগেস্বাগত পানীয় দিয়ে শুরু। কয়েক পদের মিষ্টান্ন দিয়ে শেষ। এর মাঝে কী ছিল না আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নৈশভোজে!
১২ ঘণ্টা আগে