নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শিশুদের হাত ধরে মাঠে ফুটবলারদের মাঠে প্রবেশ; এমন দৃশ্যটা দেখা যায় ইউরোপিয়ান ও আন্তর্জাতিক ফুটবলে। এবারের বিপিএল মৌসুমে নিজেদের মাঠে শেষবারের মতো স্বাগতিক হয়ে ইউরোপিয়ান সাজে বসুন্ধরা কিংস। কিংস অ্যারেনায় আতশবাজি আর ঢাকঢোলের শব্দে বসুন্ধরার ফুটবলাররা মাঠে প্রবেশ করলেন রাজার সাজেই। শেষটাও হলো রাজসিক।
গত সপ্তাহে ময়মনসিংহে মোহামেডানকে হারিয়ে তিন ম্যাচ আগেই টানা পঞ্চম লিগ শিরোপা জিতেছিল বসুন্ধরা কিংস। অপেক্ষাটা ছিল শিরোপা ছোঁয়ার। বাংলাদেশের ফুটবলে লিগের শেষ ম্যাচে শিরোপা দেওয়ার অলিখিত প্রথা থাকলেও তর যেন সইছিল না বসুন্ধরার। নিজেদের মাঠ আর দর্শকদের সামনে শিরোপাল্লাস করে দেওয়ার সুযোগ করে দিতেই আজ কিংস অ্যারেনায় ট্রফি আনা হলো। যদিও আরেকটু হলেই সেই উদ্যাপনটা ফ্যাকাশে করে দিতে বসেছিল ‘বেরসিক’ বাংলাদেশ পুলিশ।
পয়েন্ট তালিকায় চারে থাকা পুলিশ লিগের বড় সব দলকে থামিয়ে দেওয়ার সামর্থ্য রাখে, সেটি আগেই প্রমাণ করেছে তারা। গত মৌসুমেও বসুন্ধরাকে হারিয়ে দিয়েছিল দলটি। আজও কিংস অ্যারেনায় স্বাগতিকদের নাভিশ্বাস তুলল পুলিশ। নিজেদের দর্শকদের সামনে পিছিয়ে পড়ে ২-২ গোলের ড্র করে স্বস্তির নিশ্বাস আর পঞ্চম লিগ শিরোপা ট্রফি ক্যাবিনেটে জমা করেছে বসুন্ধরা।
বসুন্ধরার পয়েন্ট ভাগাভাগি আরেকটি কারণ হতে পারে, এই ম্যাচে অস্কার ব্রুজোনের বেশ কিছু পরিবর্তন। ময়মনসিংহে যে দলটা মোহামেডানের বিপক্ষে শুরু থেকে খেলেছিল, সেই দল থেকে পরিবর্তন ছিল ৮টি যারা অধিকাংশ সময়ে পরিবর্তিত হিসেবেই খেলেন। আগেই শিরোপা জেতায় তাই শক্তিশালী দল নামানোর তাড়াও ছিল না অস্কারের যেটা আরেকটু হলে বিপদেই ফেলতো বসুন্ধরাকে।
খেলায় গতি থাকলেও দুই দলই হোঁচট খেয়েছে একে অপরের অর্ধে গিয়ে। গোল না হওয়ার খরাটা কাটল ৪৩ মিনিটে এসে। শেখ মোরসালিনের পাস ধরে বক্সে বল ক্রস করেন দরিয়েলতন গোমেজ। সেই ক্রসে দারুণ ক্ষিপ্রতায় হেডে বল জালে ঠেলেন নাইজেরিয়ান ফরোয়ার্ড এমফোন উদোহ।
দ্বিতীয়ার্ধেই সেই গোল শোধ দিয়ে ম্যাচ জমিয়ে তোলে পুলিশ। ৫০ মিনিটে ভেনেজুয়েলান ফরোয়ার্ড এদওয়ার্ড মরিয়ো পাস বাড়ান লিগের দ্বিতীয় ভাগে পুলিশে যোগ দেওয়া মাহদি ইউসুফ খানের দিকে। বসুন্ধরা কিংসেই ক্যারিয়ার শুরু করা মাহদি বক্সের বাইরে থেকে জোরালো এক শট নিয়ে থমকে দেন স্বাগতিক দর্শকদের।
পুলিশের প্রথম গোলের যোগানদাতা এদওয়ার্ড মরিয়ো ৬৯ মিনিটে নিজেই নাম লেখালেন গোলের খাতায়। কাজেম কিরমানির বাড়ানো বল ধরে বাঁ প্রান্ত দিয়ে ঢুকে পড়েন ভেনেজুয়েলান ফরোয়ার্ড। তার বাঁ পায়ের কোনাকুনি শট ঠেকানোর সাধ্য ছিল না বসুন্ধরা গোলরক্ষক আনিসুর রহমান জিকোর।
পিছিয়ে পড়ে দুই মিনিটের মধ্যেই সেই গোল শোধ দেয় স্বাগতিক বসুন্ধরা। ৭১ মিনিটে রবসন রবিনহোর বাড়ানো বল ফাঁকায় পেয়ে যান বক্সে থাকা দরিয়েলতন, ঠান্ডা মাথায় সারেন গোল করার কাজটা। সেই গোলে সমতায় শেষ হয় এই মৌসুমে কিংস অ্যারেনায় বসুন্ধরার নিজেদের শেষ ম্যাচ।
শিশুদের হাত ধরে মাঠে ফুটবলারদের মাঠে প্রবেশ; এমন দৃশ্যটা দেখা যায় ইউরোপিয়ান ও আন্তর্জাতিক ফুটবলে। এবারের বিপিএল মৌসুমে নিজেদের মাঠে শেষবারের মতো স্বাগতিক হয়ে ইউরোপিয়ান সাজে বসুন্ধরা কিংস। কিংস অ্যারেনায় আতশবাজি আর ঢাকঢোলের শব্দে বসুন্ধরার ফুটবলাররা মাঠে প্রবেশ করলেন রাজার সাজেই। শেষটাও হলো রাজসিক।
গত সপ্তাহে ময়মনসিংহে মোহামেডানকে হারিয়ে তিন ম্যাচ আগেই টানা পঞ্চম লিগ শিরোপা জিতেছিল বসুন্ধরা কিংস। অপেক্ষাটা ছিল শিরোপা ছোঁয়ার। বাংলাদেশের ফুটবলে লিগের শেষ ম্যাচে শিরোপা দেওয়ার অলিখিত প্রথা থাকলেও তর যেন সইছিল না বসুন্ধরার। নিজেদের মাঠ আর দর্শকদের সামনে শিরোপাল্লাস করে দেওয়ার সুযোগ করে দিতেই আজ কিংস অ্যারেনায় ট্রফি আনা হলো। যদিও আরেকটু হলেই সেই উদ্যাপনটা ফ্যাকাশে করে দিতে বসেছিল ‘বেরসিক’ বাংলাদেশ পুলিশ।
পয়েন্ট তালিকায় চারে থাকা পুলিশ লিগের বড় সব দলকে থামিয়ে দেওয়ার সামর্থ্য রাখে, সেটি আগেই প্রমাণ করেছে তারা। গত মৌসুমেও বসুন্ধরাকে হারিয়ে দিয়েছিল দলটি। আজও কিংস অ্যারেনায় স্বাগতিকদের নাভিশ্বাস তুলল পুলিশ। নিজেদের দর্শকদের সামনে পিছিয়ে পড়ে ২-২ গোলের ড্র করে স্বস্তির নিশ্বাস আর পঞ্চম লিগ শিরোপা ট্রফি ক্যাবিনেটে জমা করেছে বসুন্ধরা।
বসুন্ধরার পয়েন্ট ভাগাভাগি আরেকটি কারণ হতে পারে, এই ম্যাচে অস্কার ব্রুজোনের বেশ কিছু পরিবর্তন। ময়মনসিংহে যে দলটা মোহামেডানের বিপক্ষে শুরু থেকে খেলেছিল, সেই দল থেকে পরিবর্তন ছিল ৮টি যারা অধিকাংশ সময়ে পরিবর্তিত হিসেবেই খেলেন। আগেই শিরোপা জেতায় তাই শক্তিশালী দল নামানোর তাড়াও ছিল না অস্কারের যেটা আরেকটু হলে বিপদেই ফেলতো বসুন্ধরাকে।
খেলায় গতি থাকলেও দুই দলই হোঁচট খেয়েছে একে অপরের অর্ধে গিয়ে। গোল না হওয়ার খরাটা কাটল ৪৩ মিনিটে এসে। শেখ মোরসালিনের পাস ধরে বক্সে বল ক্রস করেন দরিয়েলতন গোমেজ। সেই ক্রসে দারুণ ক্ষিপ্রতায় হেডে বল জালে ঠেলেন নাইজেরিয়ান ফরোয়ার্ড এমফোন উদোহ।
দ্বিতীয়ার্ধেই সেই গোল শোধ দিয়ে ম্যাচ জমিয়ে তোলে পুলিশ। ৫০ মিনিটে ভেনেজুয়েলান ফরোয়ার্ড এদওয়ার্ড মরিয়ো পাস বাড়ান লিগের দ্বিতীয় ভাগে পুলিশে যোগ দেওয়া মাহদি ইউসুফ খানের দিকে। বসুন্ধরা কিংসেই ক্যারিয়ার শুরু করা মাহদি বক্সের বাইরে থেকে জোরালো এক শট নিয়ে থমকে দেন স্বাগতিক দর্শকদের।
পুলিশের প্রথম গোলের যোগানদাতা এদওয়ার্ড মরিয়ো ৬৯ মিনিটে নিজেই নাম লেখালেন গোলের খাতায়। কাজেম কিরমানির বাড়ানো বল ধরে বাঁ প্রান্ত দিয়ে ঢুকে পড়েন ভেনেজুয়েলান ফরোয়ার্ড। তার বাঁ পায়ের কোনাকুনি শট ঠেকানোর সাধ্য ছিল না বসুন্ধরা গোলরক্ষক আনিসুর রহমান জিকোর।
পিছিয়ে পড়ে দুই মিনিটের মধ্যেই সেই গোল শোধ দেয় স্বাগতিক বসুন্ধরা। ৭১ মিনিটে রবসন রবিনহোর বাড়ানো বল ফাঁকায় পেয়ে যান বক্সে থাকা দরিয়েলতন, ঠান্ডা মাথায় সারেন গোল করার কাজটা। সেই গোলে সমতায় শেষ হয় এই মৌসুমে কিংস অ্যারেনায় বসুন্ধরার নিজেদের শেষ ম্যাচ।
৩৩ পেরিয়ে আজ ৩৪ বছরে পা দিয়েছেন লোকেশ রাহুল। ৩৩তম জন্মদিনের দিন ভক্তদের থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসও সামাজিক মাধ্যমে জন্মদিন নিয়ে একটি রিলস পোস্ট করেছে। নিজের জন্মদিনের দিনই মেয়ের নাম জানালেন রাহুল
১১ ঘণ্টা আগে৬২ পেরিয়ে আজ ৬৩-এ পা দিলেন ফিল সিমন্স। তাঁর ৬২তম জন্মদিনটা কেটেছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়ছে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন সিমন্স।
১১ ঘণ্টা আগে২০২২ কাতার বিশ্বকাপ জিতেই লিওনেল মেসির আজন্মলালিত স্বপ্ন পূরণ হয়েছে। তখন থেকেই মেসির ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হতে যখন বাকি ১৪ মাস, তখন আলোচনাটা হচ্ছে আরও বেশি।
১২ ঘণ্টা আগেএএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার শুরুটা করল চ্যাম্পিয়নের মতো করেই। নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম।
১৩ ঘণ্টা আগে