Ajker Patrika

মোহামেডানের বিপক্ষে আজ জিতলেই বসুন্ধরার টানা পাঁচ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মোহামেডানের বিপক্ষে আজ জিতলেই বসুন্ধরার টানা পাঁচ

সকালে নিজেদের মাঠে অনুশীলন করে ময়মনসিংহ গেছে বসুন্ধরা কিংস। বাংলাদেশের ঘরোয়া ফুটবলের বিরল ইতিহাসের সামনে দাঁড়িয়েও বিকেলে ফুটবলারদের অনুশীলনের খুব বেশি প্রয়োজন দেখলেন না বসুন্ধরা কোচ অস্কার ব্রুজোন। উল্টো চিত্র মোহামেডান শিবিরে। হারানোর কিছু নেই জেনেও অনুশীলনে বেশ মনোযোগী সাদা-কালোরা।

প্রথম দল হিসেবে টানা চারবার লিগ জিতেছে অস্কার ব্রুজোনের দল। সেটা টানা পঞ্চম হয়ে যেতে পারে আজই, যদি ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে মোহামেডানকে হারাতে পারে বসুন্ধরা। ২০০৭ সালে পেশাদার লিগ চালুর পর আবাহনী লিমিটেড ৬ শিরোপা জয়ের রেকর্ড গড়লেও টানা চারটি শিরোপা জিততে পারেনি তারা। যে কীর্তি শুধুই বসুন্ধরার। তাই আজ আরেকটি শিরোপা জিতলে তারা নিজেরা নিজেদেরই ছাড়িয়ে যাবে।

১৪ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে বসুন্ধরা। দুইয়ে থাকা মোহামেডানের পয়েন্ট ২৮। আজ মোহামেডানকে হারাতে পারলেই ৩ ম্যাচ হাতে রেখে ১২ পয়েন্টে এগিয়ে সবার ধরাছোঁয়ার বাইরে চলে যাবে অস্কার ব্রুজোনের দল। রবসনদের শিরোপা উল্লাস খানিকটা পিছিয়ে দিতে মরিয়া মোহামেডান। লিগের প্রথমভাগে নিজেদের মাঠে বসুন্ধরার একমাত্র হারটা এই মোহামেডানের বিপক্ষেই।ময়মনসিংহেও কিংস অ্যারেনায় সেই ১-০ গোলের জয়ের স্মৃতিটা ফিরিয়ে আনতে চায় মোহামেডান।

গতকাল রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে সংবাদমাধ্যমকে মোহামেডান কোচ আলফাজ আহমেদ বলেছেন, ‘আমাদের আত্মবিশ্বাস আছে। আমাদের প্রত্যয় আছে। কালকের (আজকের) ম্যাচে আমাদের হারানোর কিছু নাই। জিততে পারলে আমাদের প্লাস পয়েন্ট। আমি মনে করি আমাদের দল ‍যদি তাদের সেরা খেলাটা খেলতে পারে তবে অবশ্যই আমরা জিততে পারব। অতীত নিয়ে ভাবছি না।’

প্রতিপক্ষ মোহামেডান বলেই সাবধানী বসুন্ধরা। শিরোপার চাপ না নিয়ে আজকের ম্যাচটাকে স্রেফ একটা ম্যাচ ধরেই এগোতে চান অস্কার ব্রুজোন। বসুন্ধরা কোচ বলেছেন, ‘আমরা সব প্রতিপক্ষকে যেভাবে নিই সেভাবেই খেলব। মোহামেডানের সবাই ফিট আছে, দলটা সেট পিসেও ভালো। খুব বেশি গোল ওদের দেওয়া যায় না। আমাদের শিরোপার বিষয়টা আমাদের পারফরম্যান্সের ওপর, এখন সেখানেই নজর রাখতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত