নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গত বছরের ১১ ডিসেম্বর এএফসি কাপে ওডিশা এফসির বিপক্ষে শেষ ম্যাচের প্রথমার্ধে লাল কার্ড দেখেছিলেন বসুন্ধরা কিংসের উজবেক মিডফিল্ডার আসরোর গফুরভ। তার সেই লাল কার্ডের প্রভাব পড়েছিল ম্যাচে, টানা তৃতীয়বারের মতো গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে বসুন্ধরাকে। চোখের পানিতে মাঠ ছেড়েছিলেন গফুরভ।
ওডিশার মরোক্কায়ান মিডফিল্ডার আহমেদ জাহুকে করা গফুরভের সেই ফাউল কতটা লাল কার্ড দেখার মতো অপরাধ ছিল তা নিয়ে প্রশ্ন আছে। কিন্তু এই অপরাধে গফরুভকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে এএফসির ডিসিপ্লিনারি কমিটি৷ সঙ্গে উজবেক মিডফিল্ডারকে জরিমানা গুনতে হবে ১ হাজার ডলার বা ১ লাখ ১০ হাজার টাকা।
গত ১৫ জানুয়ারি এএফসির ডিসিপ্লিনারি ও এথিকস কমিটির সভার সিদ্ধান্ত জানানো হয়েছে সংস্থাটির ওয়েবসাইটে। তাতে বলা হয়েছে, গফুরভ পেছন থেকে বেশ জোরের সঙ্গে ফাউল করেছেন, যা অতি গুরুতর ফাউল। এএফসির ডিসিপ্লিনারি ও এথিকস নীতিমালার ৩৮.২.৩ ধারা অনুযায়ী তাই এএফসির যেকোনো প্রতিযোগিতায় ২ ম্যাচ নিষিদ্ধ থাকবেন গফুরভ।
নিষেধাজ্ঞার পাশাপাশি ১ লাখ টাকাও জরিমানা গুনতে হবে গফুরভকে। এএফসির সিদ্ধান্ত অনুযায়ী ১৫ জানুয়ারি থেকে এক মাসের মধ্যে এই জরিমানা পরিশোধ করতে হবে উজবেক মিডফিল্ডারকে। পরে এ ধরনের ফাউলে আরও গুরুতর শাস্তিও পেতে হবে বলে সতর্ক করা হয়েছে তাকে।
গফুরভকে শাস্তি দিলেও বসুন্ধরা কোচ অস্কার ব্রুজোনকে কোনো ধরনের শাস্তি দেয়নি এএফসি। ম্যাচের পর সংবাদ সম্মেলনে ভিয়েতনামের রেফারি এনগো দুই লানের বিপক্ষে গুরুতর অভিযোগ এনেছেন বসুন্ধরা কিংস কোচ। বলেছিলেন, ‘হতে পারে রেফারি দুই কারণে এই সিদ্ধান্ত দিয়েছে। প্রথম কারণ, হতে পারে এখানে আর্থিক কিছু বিষয় জড়িত। দ্বিতীয়ত, কেউ তাকে সরাসরি নির্দেশ দিয়েছে। ম্যাচ নিয়ে এটাই আমার বিশ্লেষণ।’
ধারণা করা হচ্ছিল, এমন মন্তব্যের পর বড় শাস্তি পেতে পারেন ব্রুজোন। কিন্তু তাকে কোনো শাস্তি দেওয়া থেকে বিরত থেকেছে এএফসি।
গত বছরের ১১ ডিসেম্বর এএফসি কাপে ওডিশা এফসির বিপক্ষে শেষ ম্যাচের প্রথমার্ধে লাল কার্ড দেখেছিলেন বসুন্ধরা কিংসের উজবেক মিডফিল্ডার আসরোর গফুরভ। তার সেই লাল কার্ডের প্রভাব পড়েছিল ম্যাচে, টানা তৃতীয়বারের মতো গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে বসুন্ধরাকে। চোখের পানিতে মাঠ ছেড়েছিলেন গফুরভ।
ওডিশার মরোক্কায়ান মিডফিল্ডার আহমেদ জাহুকে করা গফুরভের সেই ফাউল কতটা লাল কার্ড দেখার মতো অপরাধ ছিল তা নিয়ে প্রশ্ন আছে। কিন্তু এই অপরাধে গফরুভকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে এএফসির ডিসিপ্লিনারি কমিটি৷ সঙ্গে উজবেক মিডফিল্ডারকে জরিমানা গুনতে হবে ১ হাজার ডলার বা ১ লাখ ১০ হাজার টাকা।
গত ১৫ জানুয়ারি এএফসির ডিসিপ্লিনারি ও এথিকস কমিটির সভার সিদ্ধান্ত জানানো হয়েছে সংস্থাটির ওয়েবসাইটে। তাতে বলা হয়েছে, গফুরভ পেছন থেকে বেশ জোরের সঙ্গে ফাউল করেছেন, যা অতি গুরুতর ফাউল। এএফসির ডিসিপ্লিনারি ও এথিকস নীতিমালার ৩৮.২.৩ ধারা অনুযায়ী তাই এএফসির যেকোনো প্রতিযোগিতায় ২ ম্যাচ নিষিদ্ধ থাকবেন গফুরভ।
নিষেধাজ্ঞার পাশাপাশি ১ লাখ টাকাও জরিমানা গুনতে হবে গফুরভকে। এএফসির সিদ্ধান্ত অনুযায়ী ১৫ জানুয়ারি থেকে এক মাসের মধ্যে এই জরিমানা পরিশোধ করতে হবে উজবেক মিডফিল্ডারকে। পরে এ ধরনের ফাউলে আরও গুরুতর শাস্তিও পেতে হবে বলে সতর্ক করা হয়েছে তাকে।
গফুরভকে শাস্তি দিলেও বসুন্ধরা কোচ অস্কার ব্রুজোনকে কোনো ধরনের শাস্তি দেয়নি এএফসি। ম্যাচের পর সংবাদ সম্মেলনে ভিয়েতনামের রেফারি এনগো দুই লানের বিপক্ষে গুরুতর অভিযোগ এনেছেন বসুন্ধরা কিংস কোচ। বলেছিলেন, ‘হতে পারে রেফারি দুই কারণে এই সিদ্ধান্ত দিয়েছে। প্রথম কারণ, হতে পারে এখানে আর্থিক কিছু বিষয় জড়িত। দ্বিতীয়ত, কেউ তাকে সরাসরি নির্দেশ দিয়েছে। ম্যাচ নিয়ে এটাই আমার বিশ্লেষণ।’
ধারণা করা হচ্ছিল, এমন মন্তব্যের পর বড় শাস্তি পেতে পারেন ব্রুজোন। কিন্তু তাকে কোনো শাস্তি দেওয়া থেকে বিরত থেকেছে এএফসি।
প্রথমে আন্তর্জাতিক টি-টোয়েন্টি, এরপর টেস্ট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। তবু তাঁর ব্যাটিং, মাঠে প্রতিপক্ষ ব্যাটারদের উইকেটের সময় বুনো উল্লাস, স্লেজিং—বিভিন্ন কারণে ভারতীয় তারকা ব্যাটারকে এখনো মিস করেন অনেকেই।
২০ মিনিট আগেএশিয়ার প্রথম দেশ হিসেবে ১৯৩৮ সালে বিশ্বকাপ খেলেছিল ইন্দোনেশিয়া। তখন অবশ্য ‘ডাচ ইস্ট ইন্ডিজ’ বলা হতো তাদের। নেদারল্যান্ডসের উপনিবেশ থেকে বেরিয়ে ১৯৪৫ সালে স্বাধীনতা অর্জনের পর কখনো বিশ্বকাপ খেলতে পারেনি। এবার স্বপ্ন পূরণের খুব কাছে দাঁড়িয়ে তারা।
১ ঘণ্টা আগে‘টাকার বৃষ্টি’ ঝরে বলেই ক্রিকেটার থেকে শুরু করে ধনকুবেররা পাখির চোখ করেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল)। অর্থের ঝনঝনানিতে পরিপূর্ণ আইপিএল তাই হয়ে উঠেছে ভারতের সোনার ডিম পাড়া রাজহাঁস।
১ ঘণ্টা আগেরংপুর রাইডার্স এবারের গ্লোবাল সুপার লিগে (জিএসএল) দারুণ খেললেও সৌম্য সরকার নেই ছন্দে। ব্যাটিংয়ে ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারছেন না তিনি। শুধু তাই নয়, বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার এমন এক বিব্রতকর রেকর্ডে নাম লিখিয়েছেন, যেখানে পাশে পাচ্ছেন সাকিব আল হাসানকে।
২ ঘণ্টা আগে