Ajker Patrika

বসুন্ধরার ফুটবলার নিষিদ্ধ, বেঁচে গেছেন তাদের কোচ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ১০: ৫১
বসুন্ধরার ফুটবলার নিষিদ্ধ, বেঁচে গেছেন তাদের কোচ

গত বছরের ১১ ডিসেম্বর এএফসি কাপে ওডিশা এফসির বিপক্ষে শেষ ম্যাচের প্রথমার্ধে লাল কার্ড দেখেছিলেন বসুন্ধরা কিংসের উজবেক মিডফিল্ডার আসরোর গফুরভ। তার সেই লাল কার্ডের প্রভাব পড়েছিল ম্যাচে, টানা তৃতীয়বারের মতো গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে বসুন্ধরাকে। চোখের পানিতে মাঠ ছেড়েছিলেন গফুরভ।

ওডিশার মরোক্কায়ান মিডফিল্ডার আহমেদ জাহুকে করা গফুরভের সেই ফাউল কতটা লাল কার্ড দেখার মতো অপরাধ ছিল তা নিয়ে প্রশ্ন আছে। কিন্তু এই অপরাধে গফরুভকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে এএফসির ডিসিপ্লিনারি কমিটি৷ সঙ্গে উজবেক মিডফিল্ডারকে জরিমানা গুনতে হবে ১ হাজার ডলার বা ১ লাখ ১০ হাজার টাকা।

গত ১৫ জানুয়ারি এএফসির ডিসিপ্লিনারি ও এথিকস কমিটির সভার সিদ্ধান্ত জানানো হয়েছে সংস্থাটির ওয়েবসাইটে। তাতে বলা হয়েছে, গফুরভ পেছন থেকে বেশ জোরের সঙ্গে ফাউল করেছেন, যা অতি গুরুতর ফাউল। এএফসির ডিসিপ্লিনারি ও এথিকস নীতিমালার ৩৮.২.৩ ধারা অনুযায়ী তাই এএফসির যেকোনো প্রতিযোগিতায় ২ ম্যাচ নিষিদ্ধ থাকবেন গফুরভ।

শাস্তি থেকে বেঁচে গেছেন অস্কার ব্রুজোন। ছবি: বাফুফে নিষেধাজ্ঞার পাশাপাশি ১ লাখ টাকাও জরিমানা গুনতে হবে গফুরভকে। এএফসির সিদ্ধান্ত অনুযায়ী ১৫ জানুয়ারি থেকে এক মাসের মধ্যে এই জরিমানা পরিশোধ করতে হবে উজবেক মিডফিল্ডারকে। পরে এ ধরনের ফাউলে আরও গুরুতর শাস্তিও পেতে হবে বলে সতর্ক করা হয়েছে তাকে।

গফুরভকে শাস্তি দিলেও বসুন্ধরা কোচ অস্কার ব্রুজোনকে কোনো ধরনের শাস্তি দেয়নি এএফসি। ম্যাচের পর সংবাদ সম্মেলনে ভিয়েতনামের রেফারি এনগো দুই লানের বিপক্ষে গুরুতর অভিযোগ এনেছেন বসুন্ধরা কিংস কোচ। বলেছিলেন, ‘হতে পারে রেফারি দুই কারণে এই সিদ্ধান্ত দিয়েছে। প্র‍থম কারণ, হতে পারে এখানে আর্থিক কিছু বিষয় জড়িত। দ্বিতীয়ত, কেউ তাকে সরাসরি নির্দেশ দিয়েছে। ম্যাচ নিয়ে এটাই আমার বিশ্লেষণ।’
 
ধারণা করা হচ্ছিল, এমন মন্তব্যের পর বড় শাস্তি পেতে পারেন ব্রুজোন। কিন্তু তাকে কোনো শাস্তি দেওয়া থেকে বিরত থেকেছে এএফসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাষ্ট্রের গোপন নথি ফাঁস: এনবিআরের দ্বিতীয় সচিব মুকিতুলের বিরুদ্ধে এবার মামলা

রক্ত কেনা যায় না—ইয়েমেনে নিমিশাকে ক্ষমা করতে অস্বীকৃতি মাহদির পরিবারের

২৫ সেকেন্ডে ১২ গুলি, হাসপাতালে গ্যাংস্টারের শরীর ঝাঁঝরা

গোপালগঞ্জে সহিংসতায় নিহত ৪ জনের ময়নাতদন্ত হলো না, প্রশ্ন এড়িয়ে গেলেন ডিআইজি

বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: সাবেক এমপিসহ ৬০ জনের বিরুদ্ধে মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত