আবেগআপ্লুত হয়ে নওগাঁকে আমের রাজধানী বলেছিলাম: ব্যারিস্টার সুমন
আসলে জীবনের প্রথম নওগাঁ যাওয়া আমার। এরপরে চাঁপাইনবাবগঞ্জের যারা আমাকে ভালোবাসেন, তাঁরা আমার কথার প্রতিবাদ করেন। বলেছেন-কথাটা আমি ঠিক বলি নাই। পরে আমি বিভিন্ন কাগজপত্র দেখে যাচাই-বাছাই করে দেখলাম, চাঁপাইনবাবগঞ্জে যে ফ্রেমওয়ার্ক তৈরি হয়েছে এটা বহু আগে। নওগাঁরও অনেক আগে। আসলে আমের রাজধানী যদি বলা হয়, চ