Ajker Patrika

রহস্য রেখে নতুন সিনেমার ইঙ্গিত

রহস্য রেখে নতুন সিনেমার ইঙ্গিত

হোটেলরুমে তোলা একটি ছবি। আর তার সঙ্গে রহস্যজনক ক্যাপশন। এতেই দুই বাংলার সিনেমাপ্রেমীদের মনে জন্ম নিয়েছে বিস্তর কৌতূহল। গত সোমবার রাতে চঞ্চল চৌধুরীর সঙ্গে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন কলকাতার নির্মাতা প্রসূন চট্টোপাধ্যায়। লিখেছেন ‘এবার তাহলে নতুন পদ রান্না করা যাক’। প্রসূনের এই পোস্ট থেকেই শুরু হয়েছে জল্পনা। অনেকে ধরে নিয়েছেন, চঞ্চলকে নিয়ে হয়তো নতুন কোনো সিনেমা বানাতে যাচ্ছেন প্রসূন। পরিচালকের এই পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশি পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীও।

গত বছর ‘হাওয়া’ সিনেমা দিয়ে শুধু বাংলাদেশ নয়, কলকাতার দর্শকদেরও মন জয় করে নিয়েছেন চঞ্চল চৌধুরী। এর আগে তাঁর ‘তকদীর’ ও ‘কারাগার’ সিরিজ দুটিও সেখানে ব্যাপক প্রশংসিত হয়। বিভিন্ন সময়ে চঞ্চলের প্রশংসায় সরব হয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্যসহ টালিউডের অনেক অভিনেতা, নির্মাতা। এ ধারাবাহিকতায় সৃজিত মুখোপাধ্যায়ের ‘পদাতিক’ সিনেমা দিয়ে টালিউডে পা রাখতে চলেছেন চঞ্চল। পদাতিক মুক্তির আগেই তাঁকে নিয়ে নতুন সিনেমা নির্মাণের ইঙ্গিত দিলেন পরিচালক প্রসূন চট্টোপাধ্যায়।

প্রসূন কলকাতার তরুণ নির্মাতা। গত বছর তাঁর ‘দোস্তজী’ মুক্তি পেয়েছিল কলকাতায়। বাংলাদেশের চলচ্চিত্র উৎসবেও সিনেমাটি প্রশংসিত হয়েছে। দুই শিশুর বন্ধুত্ব, কাঁটাতার, দেশভাগ—এসব নিয়ে তৈরি দোস্তজী বিদেশি দর্শকদের অশ্রুসিক্ত করেছে। বিভিন্ন দেশের অনেক চলচ্চিত্র উৎসবে পুরস্কার ও প্রশংসা পাওয়ার কারণে প্রথম সিনেমা দিয়েই নির্মাতা হিসেবে পরিচিতি পেয়েছেন প্রসূন। শিগগিরই তিনি দ্বিতীয় সিনেমার কাজে হাত দিচ্ছেন। তাতে কি চঞ্চল থাকবেন?

চঞ্চল চৌধুরী ও প্রসূন—দুজনই এখন আছেন যুক্তরাষ্ট্রে। নিউজার্সির আটলান্টিক সিটির জিম হোয়েলান বোর্ডওয়াক হলে ৩০ জুন থেকে ২ জুলাই অনুষ্ঠিত ৪৩তম উত্তর আমেরিকা বঙ্গ সম্মেলনে যোগ দিয়েছেন তাঁরা। নতুন সিনেমার বিষয়টি নিয়ে চঞ্চল চৌধুরী কোনো মন্তব্য করেননি। স্পষ্ট কিছু জানাননি নির্মাতা প্রসূনও। তবে নতুন কাজ নিয়ে চঞ্চলের সঙ্গে কথা হয়েছে, এ কথা স্বীকার করেছেন তিনি। বলেছেন, ‘এখনই কিছু বলতে পারছি না। তবে এটা বলতে পারি, চঞ্চল চৌধুরী আমার খুবই প্রিয় অভিনেতা। এখন আমরা দুজনেই নিউইয়র্কে। একসঙ্গে কাজ হলেও হতে পারে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত