অনলাইন ডেস্ক
মানুষের কঙ্কালের বিভিন্ন অংশ দিয়ে ঘর সাজিয়ে রেখেছিলেন এক যুবক। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখার মামলা দেওয়া হয়েছে। ওই যুবক অনলাইনে মানুষের অঙ্গপ্রত্যঙ্গ বেচাকেনা চক্রের সঙ্গে জড়িত বলে জানাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
হাফিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, মাউন্ট ওয়াশিংটনে ওই যুবকের অ্যাপার্টমেন্ট কয়েক ডজন মানুষের মাথার খুলি দিয়ে সাজানো ছিল। ফেসবুকে মানুষের দেহাবশেষ বিক্রি করার অভিযোগে অভিযুক্ত কেনটাকির ওই ব্যক্তির ঘরে পাওয়া গেছে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্রও।
ফেডারেল এজেন্টরা বলেছেন, জেমস নট (৩৯) নামে ওই ব্যক্তি এমন একটি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত, যারা হার্ভার্ড মেডিকেল স্কুলের মর্গ থেকে চুরি করা মানুষের দেহাবশেষ বিক্রি করেছে। গত মাসে হার্ভার্ড মর্গ থেকে চুরির ঘটনা প্রথম প্রকাশ পাওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছয়জনের বিরুদ্ধে মানবদেহ পাচারের অভিযোগ আনে।
আদালতের নথি অনুসারে, এফবিআইয়ের তদন্তকারীরা নট এবং পেনসিলভানিয়ার এনোলার বাসিন্দা জেরেমি পাওলির (৪০) মধ্যে আদান-প্রদান করা ফেসবুক বার্তাগুলো পর্যালোচনা করেছেন। দুজনের মধ্যে মানুষের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি নিয়ে কথা হয়েছে। আদালতের রেকর্ড অনুযায়ী, পাওলি চুরি হওয়া অঙ্গপ্রত্যঙ্গ আন্তরাজ্য পরিবহনের দায় স্বীকার করেছেন।
নটের বাড়িতে পাওয়া দেহাবশেষগুলো হার্ভার্ড মর্গের বলে মনে করছে না এফবিআই। তবে তিনি মর্গ থেকে মানবদেহ চুরির মামলার সঙ্গে যুক্ত কারও কাছে সেগুলো বিক্রির চেষ্টা করেছিলেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ অনুসারে, নট ফেসবুকে যে খুলিগুলো বিক্রি করছিলেন, সেগুলোর ফটো ও ভিডিও পাওলিকে পাঠিয়েছেন। বেচাকেনা নিয়ে তাঁদের মধ্যে কথাও হয়েছে।
এফবিআইয়ের অভিযোগ অনুসারে, নট ফেসবুকে ‘উইলিয়াম বার্ক’ নামে অ্যাকাউন্ট থেকে মানুষের দেহাবশেষ বিক্রি করছিলেন। এই নাম স্কটল্যান্ডের একজন সিরিয়াল কিলারের সঙ্গে যুক্ত। ওই সিরিয়াল কিলার ১৮০০-এর দশকের গোড়ার দিকে মানুষ ধরে এনে হত্যার পর মৃতদেহ বিক্রি করত।
কর্তৃপক্ষ গত মঙ্গলবার নটের অ্যাপার্টমেন্টে তল্লাশি চালিয়েছে। একে-৪৭সহ বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে, যেগুলো অঙ্গরাজ্যের বাইরে থেকে সংগ্রহ করা হয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, অ্যাপার্টমেন্টে প্রবেশের আগে এফবিআই কর্মকর্তারা নটকে জিজ্ঞাসা করেছিলেন যে অন্য কেউ ভেতরে আছে কি না। উত্তরে নট বলেছিলেন, ‘আছে শুধু আমার মৃত বন্ধু!’
অভিযোগ অনুসারে, বাড়ির ভেতরে আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা মানুষের যেসব দেহাবশেষ খুঁজে পেয়েছেন তার মধ্যে রয়েছে—মাথার খুলি, মেরুদণ্ডের কর্ড, ফিমার এবং নিতম্বের হাড় (শ্রোণিচক্র)।
কর্তৃপক্ষ বর্ণনা করেছে, মাথার খুলিগুলো ঘরের আসবাবপত্রের চারপাশে আলংকারিকভাবে রাখা ছিল। একটি মাথার খুলি স্কার্ফে মোড়ানো এবং অন্যটি বিছানায় ছিল, যেখানে নট ঘুমাতেন।
গত মাসে ছয় ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দাখিল করে এফবিআই। হার্ভার্ড মেডিকেল স্কুল মর্গের চাকরিচ্যুত ম্যানেজার সেড্রিক লজের (৫৫) সঙ্গে তাদের যোগাযোগ ছিল।
ফেডারেল অভিযোগ অনুসারে, লজ ও তাঁর স্ত্রী ডেনিস লজ হার্ভার্ড মেডিকেল স্কুল থেকে চুরি করা মানুষের চামড়া ক্যাটরিনা ম্যাকলিন নামে একজনের কাছে বিক্রি করতে রাজি হয়েছিলেন। ওই নারী ক্যাট’স ক্রিপি ক্রিয়েশনস নামে একটি দোকান চালাতেন। মানুষের চামড়াটি পাট করার জন্য পাওলির কাছে পাঠানোর কথা ছিল ক্যাটরিনার।
পাওলি ফেসবুকে পোস্ট করা একটি দীর্ঘ বিবৃতিতে সাম্প্রতিক অভিযোগগুলো স্বীকার করে লেখেন, বেশির ভাগ অঙ্গরাজ্যে মানুষের দেহাবশেষ বেচাকেনা বৈধ। তিনি লিখেছেন, মানবদেহের অঙ্গপ্রত্যঙ্গের সংগ্রহ তাঁর কাছে ‘ইতিহাস সংরক্ষণ, এটি পুনরুদ্ধার এবং জ্ঞান সম্পদের মূল্যায়ন করার উপায়।’ মৃত্যু এবং মানুষের জীবনাবসান শত শত বছর ধরে সর্বদাই আকর্ষণের বিষয় হয়ে রয়েছে। কেউ এটিকে ভয় পায়, কেউ গ্রহণ করে, কেউ এ থেকে শিক্ষা নেয়। এটি একটি সত্য—এমন কথা লিখেছেন পাওলি।
মানুষের কঙ্কালের বিভিন্ন অংশ দিয়ে ঘর সাজিয়ে রেখেছিলেন এক যুবক। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখার মামলা দেওয়া হয়েছে। ওই যুবক অনলাইনে মানুষের অঙ্গপ্রত্যঙ্গ বেচাকেনা চক্রের সঙ্গে জড়িত বলে জানাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
হাফিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, মাউন্ট ওয়াশিংটনে ওই যুবকের অ্যাপার্টমেন্ট কয়েক ডজন মানুষের মাথার খুলি দিয়ে সাজানো ছিল। ফেসবুকে মানুষের দেহাবশেষ বিক্রি করার অভিযোগে অভিযুক্ত কেনটাকির ওই ব্যক্তির ঘরে পাওয়া গেছে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্রও।
ফেডারেল এজেন্টরা বলেছেন, জেমস নট (৩৯) নামে ওই ব্যক্তি এমন একটি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত, যারা হার্ভার্ড মেডিকেল স্কুলের মর্গ থেকে চুরি করা মানুষের দেহাবশেষ বিক্রি করেছে। গত মাসে হার্ভার্ড মর্গ থেকে চুরির ঘটনা প্রথম প্রকাশ পাওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছয়জনের বিরুদ্ধে মানবদেহ পাচারের অভিযোগ আনে।
আদালতের নথি অনুসারে, এফবিআইয়ের তদন্তকারীরা নট এবং পেনসিলভানিয়ার এনোলার বাসিন্দা জেরেমি পাওলির (৪০) মধ্যে আদান-প্রদান করা ফেসবুক বার্তাগুলো পর্যালোচনা করেছেন। দুজনের মধ্যে মানুষের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি নিয়ে কথা হয়েছে। আদালতের রেকর্ড অনুযায়ী, পাওলি চুরি হওয়া অঙ্গপ্রত্যঙ্গ আন্তরাজ্য পরিবহনের দায় স্বীকার করেছেন।
নটের বাড়িতে পাওয়া দেহাবশেষগুলো হার্ভার্ড মর্গের বলে মনে করছে না এফবিআই। তবে তিনি মর্গ থেকে মানবদেহ চুরির মামলার সঙ্গে যুক্ত কারও কাছে সেগুলো বিক্রির চেষ্টা করেছিলেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ অনুসারে, নট ফেসবুকে যে খুলিগুলো বিক্রি করছিলেন, সেগুলোর ফটো ও ভিডিও পাওলিকে পাঠিয়েছেন। বেচাকেনা নিয়ে তাঁদের মধ্যে কথাও হয়েছে।
এফবিআইয়ের অভিযোগ অনুসারে, নট ফেসবুকে ‘উইলিয়াম বার্ক’ নামে অ্যাকাউন্ট থেকে মানুষের দেহাবশেষ বিক্রি করছিলেন। এই নাম স্কটল্যান্ডের একজন সিরিয়াল কিলারের সঙ্গে যুক্ত। ওই সিরিয়াল কিলার ১৮০০-এর দশকের গোড়ার দিকে মানুষ ধরে এনে হত্যার পর মৃতদেহ বিক্রি করত।
কর্তৃপক্ষ গত মঙ্গলবার নটের অ্যাপার্টমেন্টে তল্লাশি চালিয়েছে। একে-৪৭সহ বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে, যেগুলো অঙ্গরাজ্যের বাইরে থেকে সংগ্রহ করা হয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, অ্যাপার্টমেন্টে প্রবেশের আগে এফবিআই কর্মকর্তারা নটকে জিজ্ঞাসা করেছিলেন যে অন্য কেউ ভেতরে আছে কি না। উত্তরে নট বলেছিলেন, ‘আছে শুধু আমার মৃত বন্ধু!’
অভিযোগ অনুসারে, বাড়ির ভেতরে আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা মানুষের যেসব দেহাবশেষ খুঁজে পেয়েছেন তার মধ্যে রয়েছে—মাথার খুলি, মেরুদণ্ডের কর্ড, ফিমার এবং নিতম্বের হাড় (শ্রোণিচক্র)।
কর্তৃপক্ষ বর্ণনা করেছে, মাথার খুলিগুলো ঘরের আসবাবপত্রের চারপাশে আলংকারিকভাবে রাখা ছিল। একটি মাথার খুলি স্কার্ফে মোড়ানো এবং অন্যটি বিছানায় ছিল, যেখানে নট ঘুমাতেন।
গত মাসে ছয় ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দাখিল করে এফবিআই। হার্ভার্ড মেডিকেল স্কুল মর্গের চাকরিচ্যুত ম্যানেজার সেড্রিক লজের (৫৫) সঙ্গে তাদের যোগাযোগ ছিল।
ফেডারেল অভিযোগ অনুসারে, লজ ও তাঁর স্ত্রী ডেনিস লজ হার্ভার্ড মেডিকেল স্কুল থেকে চুরি করা মানুষের চামড়া ক্যাটরিনা ম্যাকলিন নামে একজনের কাছে বিক্রি করতে রাজি হয়েছিলেন। ওই নারী ক্যাট’স ক্রিপি ক্রিয়েশনস নামে একটি দোকান চালাতেন। মানুষের চামড়াটি পাট করার জন্য পাওলির কাছে পাঠানোর কথা ছিল ক্যাটরিনার।
পাওলি ফেসবুকে পোস্ট করা একটি দীর্ঘ বিবৃতিতে সাম্প্রতিক অভিযোগগুলো স্বীকার করে লেখেন, বেশির ভাগ অঙ্গরাজ্যে মানুষের দেহাবশেষ বেচাকেনা বৈধ। তিনি লিখেছেন, মানবদেহের অঙ্গপ্রত্যঙ্গের সংগ্রহ তাঁর কাছে ‘ইতিহাস সংরক্ষণ, এটি পুনরুদ্ধার এবং জ্ঞান সম্পদের মূল্যায়ন করার উপায়।’ মৃত্যু এবং মানুষের জীবনাবসান শত শত বছর ধরে সর্বদাই আকর্ষণের বিষয় হয়ে রয়েছে। কেউ এটিকে ভয় পায়, কেউ গ্রহণ করে, কেউ এ থেকে শিক্ষা নেয়। এটি একটি সত্য—এমন কথা লিখেছেন পাওলি।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে গ্লোবাল ভারতের ২০২৫ সালের ফেডারেল বাজেট এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর এর প্রভাব নিয়ে কনস্টান্টিনো জেভিয়ারের সঙ্গে কথা বলেছে। সাক্ষাৎকারে ভারতের কূটনৈতিক সক্ষমতা এবং এর ক্রমবর্ধমান বৈশ্বিক উচ্চাকাঙ্ক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য উল্লেখযোগ্য সংস্কারের প্রয়োজনীয়তা সম্পর্কে...
১২ মিনিট আগেযুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় এবার একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় অন্তত ৬ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার রাতে উত্তর-পূর্ব ফিলাডেলফিয়ার এক আবাসিক এলাকায় টুইন-ইঞ্জিন মেডেভাক বা রোগী বহনকারী বিমান বিধ্বস্ত...
৪২ মিনিট আগেমিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে। সামরিক বাহিনী নিয়ন্ত্রিত জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদ গতকাল শুক্রবার রাজধানী নেপিডোতে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়। পরে রাষ্ট্রীয় গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর ঘোষণা দেওয়া হয়
১ ঘণ্টা আগেসীমান্তবর্তী এলাকার কৃষকদের পাট বা ভুট্টা জাতীয় উঁচু ফসল চাষ না করার অনুরোধ জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ)। বিএসএফের পূর্বাঞ্চলীয় কমান্ড সীমান্তবর্তী জেলার জেলা প্রশাসকদের এ সংক্রান্ত চিঠি দিয়েছে। বিএসএফের
৯ ঘণ্টা আগে