ফেসবুক বিজনেসের খুঁটিনাটি নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালা আয়োজন করে ই-কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (ই-ক্যাব) জনপ্রিয় ফোরাম এফ-কমার্স অ্যালায়েন্স। যা আজ মঙ্গলবার গুলশান এইচটিটিপুলের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আয়োজনের সার্বিক সহযোগিতা করে বাংলাদেশে ফেসবুকের অথরাইজড পার্টনার এজেন্সি এইচটিটিপুল।
কর্মশালার শিরোনাম ছিল ‘ফেসবুক-ক্রিয়েটিভ ফরম্যাট অ্যান্ড বেস্ট প্র্যাকটিসেস’। ৩০ জনের বেশি ই-ক্যাব মেম্বার ও ফেসবুক উদ্যোক্তা এতে অংশগ্রহণ করেন। কর্মশালা পরিচালনা করেন শাদমান সাকিব; সিনিয়র অ্যাকাউন্ট ম্যানেজার এইচটিটিপুল এবং মাহফুজ আহমেদ; অ্যাকাউন্ট ম্যানেজার এইচটিটিপুল। ফেসবুকে বিজ্ঞাপন পরিচালনা করার বিভিন্ন খুঁটিনাটি বিষয়, সঠিকভাবে বিজ্ঞাপন পরিচালনার বিভিন্ন নিয়ম ও কৌশল, কম খরচে বেশি রিচ ও সেল আনার কৌশল এবং অন্যান্য টেকনিক্যাল বিষয়ে দিকনির্দেশনা দেন তাঁরা।
স্বাগত বক্তব্য রাখেন এফ-কমার্স অ্যালায়েন্সের কো-চেয়ারম্যান সৈয়দ উসওয়াত ইমাম এবং সমাপনী বক্তব্য রাখেন ই-ক্যাব পরিচালক সাইদুর রহমান। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
কর্মশালায় ই-ক্যাবের পরিচালক সাইদুর রহমান, এফ-কমার্স অ্যালায়েন্সের কো-চেয়ারম্যান সৈয়দ উসওয়াত ইমাম, কো-চেয়ারম্যান খালিদ সাইফুল্লাহ্, মেম্বার সেক্রেটারি সৈয়দা ফাতিমা মম, অর্গানাইজিং সেক্রেটারি মুসলিম উদ্দিন, জয়েন্ট অর্গানাইজিং সেক্রেটারি হাসান জামান, এইচটিটিপুলের পার্টনার ডিরেক্টর মুনাফ মজিব চৌধুরী এবং এইচটিটিপুলের এসএমবি সেলস ডিরেক্টর নিশান্ত কাক্কামনি উপস্থিত ছিলেন।
এইচটিটিপুলের এসএমবি সেলস ডিরেক্টর নিশান্ত কাক্কামনি বলেন, ‘আমরা চাই বাংলাদেশের যেসব বিজনেস অফলাইনে আছে তাঁদের অনলাইন নিয়ে আসতে। অনলাইন বিজনেসের জন্য যেসব সাপোর্ট দেওয়া প্রয়োজন—কীভাবে ফেসবুক পেজ সেট-আপ করতে হয়, কীভাবে অ্যাড দিতে হয়, ওই অ্যাড দেওয়ার সময় কী কী গাইডলাইন ও পলিসি ফলো করতে হয় এবং কীভাবে বেশি সেল আনতে হয় সেগুলো নিয়ে প্রশিক্ষণ দিতে চাই। আমরা চাই ছোট ছোট এসএমই উদ্যোক্তা আমাদের সাপোর্ট নিয়ে তাঁদের ব্যবসার উন্নতি করুক। এখন ই-ক্যাব খুবই গুরুত্বপূর্ণ অংশ ই-কমার্স সেক্টরের। আমরা চাইছি ই-ক্যাবের মাধ্যমে ঢাকা ও সারা দেশের উদ্যোক্তাদের ট্রেনিং দিতে।’
ই-ক্যাবের ডিরেক্টর সাইদুর রহমান বলেন, ‘আমরা ই-ক্যাব মেম্বারদের জন্য অনেক ওয়ার্কশপ করেছি। আমাদের মেম্বারদের মধ্যে দেখেছি ওয়ার্কশপ করার পর তাঁরা ফেসবুক মার্কেটিং নিয়ে ভালো কাজ করেন, কিন্তু ফেসবুকের প্রতিনিয়ত আপডেটের ফলে তাঁদের কাজ করতে বিভিন্ন সমস্যা হচ্ছে। কারণ তাঁরা বুঝতে পারছেন না কখন কোন আপডেট আসছে। তাঁরা যাতে সঠিকভাবে ফেসবুকের গাইডলাইন পলিসি ফলো করে, সেই জন্য ফেসবুকের অথরাইজড মার্কেটিং পার্টনার এইচটিটিপুলের টেকনিক্যাল টিমকে সঙ্গে নিয়ে ই-ক্যাব মেম্বারদের জন্য ই-ক্যাব এফ-কমার্স অ্যালায়েন্স আয়োজন করেছে এই ওয়ার্কশপ। ভবিষ্যতে আমরা এই ওয়ার্কশপগুলো বিভিন্ন ক্যাটাগরির মেম্বারদের জন্য আলাদাভাবে আয়োজন করব, যেন সকল ই-ক্যাব মেম্বাররা উপকৃত হয়।’
ফেসবুক বিজনেসের খুঁটিনাটি নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালা আয়োজন করে ই-কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (ই-ক্যাব) জনপ্রিয় ফোরাম এফ-কমার্স অ্যালায়েন্স। যা আজ মঙ্গলবার গুলশান এইচটিটিপুলের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আয়োজনের সার্বিক সহযোগিতা করে বাংলাদেশে ফেসবুকের অথরাইজড পার্টনার এজেন্সি এইচটিটিপুল।
কর্মশালার শিরোনাম ছিল ‘ফেসবুক-ক্রিয়েটিভ ফরম্যাট অ্যান্ড বেস্ট প্র্যাকটিসেস’। ৩০ জনের বেশি ই-ক্যাব মেম্বার ও ফেসবুক উদ্যোক্তা এতে অংশগ্রহণ করেন। কর্মশালা পরিচালনা করেন শাদমান সাকিব; সিনিয়র অ্যাকাউন্ট ম্যানেজার এইচটিটিপুল এবং মাহফুজ আহমেদ; অ্যাকাউন্ট ম্যানেজার এইচটিটিপুল। ফেসবুকে বিজ্ঞাপন পরিচালনা করার বিভিন্ন খুঁটিনাটি বিষয়, সঠিকভাবে বিজ্ঞাপন পরিচালনার বিভিন্ন নিয়ম ও কৌশল, কম খরচে বেশি রিচ ও সেল আনার কৌশল এবং অন্যান্য টেকনিক্যাল বিষয়ে দিকনির্দেশনা দেন তাঁরা।
স্বাগত বক্তব্য রাখেন এফ-কমার্স অ্যালায়েন্সের কো-চেয়ারম্যান সৈয়দ উসওয়াত ইমাম এবং সমাপনী বক্তব্য রাখেন ই-ক্যাব পরিচালক সাইদুর রহমান। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
কর্মশালায় ই-ক্যাবের পরিচালক সাইদুর রহমান, এফ-কমার্স অ্যালায়েন্সের কো-চেয়ারম্যান সৈয়দ উসওয়াত ইমাম, কো-চেয়ারম্যান খালিদ সাইফুল্লাহ্, মেম্বার সেক্রেটারি সৈয়দা ফাতিমা মম, অর্গানাইজিং সেক্রেটারি মুসলিম উদ্দিন, জয়েন্ট অর্গানাইজিং সেক্রেটারি হাসান জামান, এইচটিটিপুলের পার্টনার ডিরেক্টর মুনাফ মজিব চৌধুরী এবং এইচটিটিপুলের এসএমবি সেলস ডিরেক্টর নিশান্ত কাক্কামনি উপস্থিত ছিলেন।
এইচটিটিপুলের এসএমবি সেলস ডিরেক্টর নিশান্ত কাক্কামনি বলেন, ‘আমরা চাই বাংলাদেশের যেসব বিজনেস অফলাইনে আছে তাঁদের অনলাইন নিয়ে আসতে। অনলাইন বিজনেসের জন্য যেসব সাপোর্ট দেওয়া প্রয়োজন—কীভাবে ফেসবুক পেজ সেট-আপ করতে হয়, কীভাবে অ্যাড দিতে হয়, ওই অ্যাড দেওয়ার সময় কী কী গাইডলাইন ও পলিসি ফলো করতে হয় এবং কীভাবে বেশি সেল আনতে হয় সেগুলো নিয়ে প্রশিক্ষণ দিতে চাই। আমরা চাই ছোট ছোট এসএমই উদ্যোক্তা আমাদের সাপোর্ট নিয়ে তাঁদের ব্যবসার উন্নতি করুক। এখন ই-ক্যাব খুবই গুরুত্বপূর্ণ অংশ ই-কমার্স সেক্টরের। আমরা চাইছি ই-ক্যাবের মাধ্যমে ঢাকা ও সারা দেশের উদ্যোক্তাদের ট্রেনিং দিতে।’
ই-ক্যাবের ডিরেক্টর সাইদুর রহমান বলেন, ‘আমরা ই-ক্যাব মেম্বারদের জন্য অনেক ওয়ার্কশপ করেছি। আমাদের মেম্বারদের মধ্যে দেখেছি ওয়ার্কশপ করার পর তাঁরা ফেসবুক মার্কেটিং নিয়ে ভালো কাজ করেন, কিন্তু ফেসবুকের প্রতিনিয়ত আপডেটের ফলে তাঁদের কাজ করতে বিভিন্ন সমস্যা হচ্ছে। কারণ তাঁরা বুঝতে পারছেন না কখন কোন আপডেট আসছে। তাঁরা যাতে সঠিকভাবে ফেসবুকের গাইডলাইন পলিসি ফলো করে, সেই জন্য ফেসবুকের অথরাইজড মার্কেটিং পার্টনার এইচটিটিপুলের টেকনিক্যাল টিমকে সঙ্গে নিয়ে ই-ক্যাব মেম্বারদের জন্য ই-ক্যাব এফ-কমার্স অ্যালায়েন্স আয়োজন করেছে এই ওয়ার্কশপ। ভবিষ্যতে আমরা এই ওয়ার্কশপগুলো বিভিন্ন ক্যাটাগরির মেম্বারদের জন্য আলাদাভাবে আয়োজন করব, যেন সকল ই-ক্যাব মেম্বাররা উপকৃত হয়।’
অসুস্থতা, দুর্ঘটনাসহ বিপদে-আপদে বিশ্বজুড়ে মানুষের ভরসার কেন্দ্র ‘বিমা’। বিমা পলিসি করা থাকলেই হাসপাতালের বিল পরিশোধ বা দুর্ঘটনার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে কোনো চিন্তা করতে হয় না গ্রাহককে। গ্রাহকের হয়ে বিমা কোম্পানিই সব শোধ করে দেয়। কিন্তু বাংলাদেশের বিমা খাত এখনো সেই ভরসার জায়গা হয়ে উঠতে পারেনি।
১ ঘণ্টা আগেপেঁয়াজের মৌসুম এখনো শেষ হয়নি। তার আগেই দাম বাড়তে শুরু করেছে। বাজারে দাম আরও বাড়বে; সেই আশায় কৃষক, ফড়িয়া, ব্যবসায়ী—সবাই সাধ্যমতো পেঁয়াজ ধরে রাখছেন, সুবিধামতো সময়ে ছাড়ছেন অল্প অল্প করে। আর এতেই মোকামে বাড়ছে পণ্যটির দাম, যার প্রভাব পড়ছে পাইকারি ও খুচরা বাজারে।
২ ঘণ্টা আগেদক্ষিণ এশিয়ার বাণিজ্য মানচিত্রে বাংলাদেশের অবস্থান বদলে দিতে যাচ্ছে মাতারবাড়ী। বহুল কাঙ্ক্ষিত গভীর সমুদ্রবন্দর প্রকল্পটি এখন আর কাগজে আঁকা স্বপ্ন নয়, সেটি বাস্তবায়নের মোক্ষম বাঁক পেরিয়ে প্রবেশ করতে যাচ্ছে নির্মাণপর্বে। এ লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার ঢাকায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে জাপানের দুটি
২ ঘণ্টা আগে৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচির আওতায় চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড় নিয়ে বাংলাদেশ সফর শেষ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিদল। তবে এবারের মিশনে পূর্বের মতো সফরের শেষে ‘স্টাফ লেভেল অ্যাগ্রিমেন্ট’ হয়নি। আইএমএফের এই সিদ্ধান্ত, অর্থাৎ চুক্তি ছাড়াই মিশন শেষ করা, পূর্বের রীতি থেকে একটি বড়
২ ঘণ্টা আগে