সাত বছর আগে হঠাৎ করেই নিখোঁজ হয়েছিলেন বাংলাদেশের হবিগঞ্জ জেলার বাসিন্দা সম্পদ রঞ্জন রায়। সম্প্রতি ফেসবুকের মাধ্যমে পরিবারের সদস্যরা জানতে পারেন তিনি ভারতে অবস্থান করছেন।
এ অবস্থায় গত শনিবার ৫৫ বছর বয়সী ওই শিক্ষককে আসামের করিমগঞ্জ ও বাংলাদেশের বিয়ানীবাজার সীমান্ত দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করেছে ভারতীয় কর্তৃপক্ষ।
ভারতের সেভেন সিস্টার্স ভিত্তিক পত্রিকা ইস্টমোজো-এর এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের হবিগঞ্জ জেলায় একটি কলেজে অধ্যাপনা করতেন সম্পদ রঞ্জন রায়। তবে তাঁর মধ্যে কিছু মানসিক সমস্যার লক্ষণ ছিল।
অজয় কুমার রায় নামে সম্পদের এক জ্ঞাতি ভাই আসামের সীমান্তবর্তী শহর করিমগঞ্জে বসবাস করেন। অজয় জানান, সম্প্রতি ফেসবুকে কিছু ছবি ও ভিডিও দেখে সাত বছর আগে হারিয়ে যাওয়া সম্পদ রঞ্জন রায়কে চিনতে পারেন তাঁর পরিবারের সদস্যরা। পরে তাঁরা নিশ্চিত হন—সম্পদ ভারতের ত্রিপুরা রাজ্যের একটি এলাকায় অবস্থান করছেন।
এ অবস্থায় সম্পদের স্বজনরা আসামের করিমগঞ্জ শহরে বসবাস করা অজয়ের সঙ্গে যোগাযোগ করেন। পরে এ ধরনের ইস্যু নিয়ে কাজ করা ‘রবিন-হুড আর্মি’ নামে একটি সংগঠনের কাছে সহযোগিতা চান অজয়। ওই সংগঠনটি ত্রিপুরার কিছু ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে সম্পদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়।
অজয় বলেন, ‘রবিন হুডের সদস্যরা পরে ত্রিপুরা যান। সেখানকার উত্তরাঞ্চলীয় শনিচেরা জেলায় গিয়ে সম্পদের দেখা পান তাঁরা। পরে সম্পদকে করিমগঞ্জে নিয়ে আসেন এবং আমার বাসায় তাঁকে কিছুদিন রেখে চিকিৎসা দেওয়া হয়।’
শনিবার বিভিন্ন আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিয়ানীবাজারের সুতারকান্দি সীমান্ত দিয়ে সম্পদকে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ এবং বাংলাদেশি বিজিবি এর যৌথ উদ্যোগে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এ সময় সম্পদের ভাই কমলেন্দু রায় দুই দেশের সরকার এবং কর্মকর্তাদের ধন্যবাদ দিয়ে জানান, অনেক খোঁজাখুঁজি করার পর তাঁরা সম্পদকে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন। তাঁকে খুঁজে পাওয়ায় স্বজনদের মধ্যে এখন আনন্দ বিরাজ করছে।
সাত বছর আগে হঠাৎ করেই নিখোঁজ হয়েছিলেন বাংলাদেশের হবিগঞ্জ জেলার বাসিন্দা সম্পদ রঞ্জন রায়। সম্প্রতি ফেসবুকের মাধ্যমে পরিবারের সদস্যরা জানতে পারেন তিনি ভারতে অবস্থান করছেন।
এ অবস্থায় গত শনিবার ৫৫ বছর বয়সী ওই শিক্ষককে আসামের করিমগঞ্জ ও বাংলাদেশের বিয়ানীবাজার সীমান্ত দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করেছে ভারতীয় কর্তৃপক্ষ।
ভারতের সেভেন সিস্টার্স ভিত্তিক পত্রিকা ইস্টমোজো-এর এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের হবিগঞ্জ জেলায় একটি কলেজে অধ্যাপনা করতেন সম্পদ রঞ্জন রায়। তবে তাঁর মধ্যে কিছু মানসিক সমস্যার লক্ষণ ছিল।
অজয় কুমার রায় নামে সম্পদের এক জ্ঞাতি ভাই আসামের সীমান্তবর্তী শহর করিমগঞ্জে বসবাস করেন। অজয় জানান, সম্প্রতি ফেসবুকে কিছু ছবি ও ভিডিও দেখে সাত বছর আগে হারিয়ে যাওয়া সম্পদ রঞ্জন রায়কে চিনতে পারেন তাঁর পরিবারের সদস্যরা। পরে তাঁরা নিশ্চিত হন—সম্পদ ভারতের ত্রিপুরা রাজ্যের একটি এলাকায় অবস্থান করছেন।
এ অবস্থায় সম্পদের স্বজনরা আসামের করিমগঞ্জ শহরে বসবাস করা অজয়ের সঙ্গে যোগাযোগ করেন। পরে এ ধরনের ইস্যু নিয়ে কাজ করা ‘রবিন-হুড আর্মি’ নামে একটি সংগঠনের কাছে সহযোগিতা চান অজয়। ওই সংগঠনটি ত্রিপুরার কিছু ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে সম্পদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়।
অজয় বলেন, ‘রবিন হুডের সদস্যরা পরে ত্রিপুরা যান। সেখানকার উত্তরাঞ্চলীয় শনিচেরা জেলায় গিয়ে সম্পদের দেখা পান তাঁরা। পরে সম্পদকে করিমগঞ্জে নিয়ে আসেন এবং আমার বাসায় তাঁকে কিছুদিন রেখে চিকিৎসা দেওয়া হয়।’
শনিবার বিভিন্ন আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিয়ানীবাজারের সুতারকান্দি সীমান্ত দিয়ে সম্পদকে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ এবং বাংলাদেশি বিজিবি এর যৌথ উদ্যোগে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এ সময় সম্পদের ভাই কমলেন্দু রায় দুই দেশের সরকার এবং কর্মকর্তাদের ধন্যবাদ দিয়ে জানান, অনেক খোঁজাখুঁজি করার পর তাঁরা সম্পদকে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন। তাঁকে খুঁজে পাওয়ায় স্বজনদের মধ্যে এখন আনন্দ বিরাজ করছে।
কাশ্মীরে সন্ত্রাসী হামলা ঘিরে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন দুই দেশের নেতারা। কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে টানা পাঁচ রাতে গোলাগুলির ঘটনা ঘটেছে।
৪ ঘণ্টা আগেকানাডার ফেডারেল নির্বাচনে প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি প্রচারণার শেষ সপ্তাহে অপ্রত্যাশিতভাবে ঘুরে দাঁড়িয়ে টানা চতুর্থবারের মতো জয়লাভ করেছে। এর মাধ্যমে দলটি আরও চার বছরের জন্য দেশটির শাসনভার গ্রহণ করতে চলেছে। এই ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, যুক্তরাষ্ট
৫ ঘণ্টা আগেভারতের গুজরাটে গত শনিবার (২৬ এপ্রিল) ভোররাত থেকে সোমবার (২৮ এপ্রিল) রাত পর্যন্ত ৬ হাজার ৫০০ মানুষকে আটক করেছে পুলিশ, যাদের তারা বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ করছে। তবে রাজ্য পুলিশের মহানির্দেশক বিকাশ সহায় সোমবার জানিয়েছেন, নথিপত্রের ভিত্তিতে নিশ্চিতভাবে ৪৫০ জন বাংলাদেশিকে তাঁরা চিহ্নিত করতে পেরেছেন
৬ ঘণ্টা আগেউত্তর-পূর্ব চীনের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ২২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
৭ ঘণ্টা আগে