Ajker Patrika

যুক্তরাষ্ট্র অনভিবাসী ভিসা ফি বাড়াল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ জুন ২০২৩, ২২: ৩৭
যুক্তরাষ্ট্র অনভিবাসী ভিসা ফি বাড়াল

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় সুনির্দিষ্ট কিছু অনভিবাসী ভিসার আবেদন ফি বাড়িয়েছে। ঢাকায় দেশটির দূতাবাসের ফেসবুক পেজে আজ রোববার এক পোস্টে এ কথা জানানো হয়েছে। 

নতুন ভিসা ফি ১৭ জুন থেকে কার্যকর হয়েছে বলে পোস্টে উল্লেখ করা হয়েছে। 

দূতাবাস বলেছে, ব্যবসা ও পর্যটনের জন্য ‘ভিজিটর ভিসা’ (বি১/বি২) এবং শিক্ষার্থী ও এক্সচেঞ্জ ভিজিটর ভিসাসহ আরও কয়েকটি ভিসার আবেদন ফি ১৬০ থেকে ১৮৫ ডলার করা হয়েছে। 

অস্থায়ী কর্মীদের (এইচ, এল, ও, পি, কিউ এবং আর শ্রেণির) জন্য নির্দিষ্ট কিছু অনভিবাসী ভিসার ফি ১৯০ থেকে ২০৫ ডলার করা হয়েছে। 

চুক্তির আওতাধীন ব্যবসায়ী ও বিনিয়োগকারী জন্য কোনো বিশেষ পেশায় (ই-শ্রেণি) ভিসা ফি ২০৫ থেকে ৩১৫ ডলার করা হয়েছে। 

নতুন ভিসা ফির তালিকা দূতাবাসে ফেসবুক পেজে যুক্ত করা আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত