Ajker Patrika

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, মাদ্রাসা সুপারসহ তিনজন আটক

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি 
আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ১৭: ৫৪
প্রশ্ন ফাঁসের অভিযোগে আটক ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা
প্রশ্ন ফাঁসের অভিযোগে আটক ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুরের ফরিদগঞ্জে চলমান দাখিল পরীক্ষার হাদিস বিষয়ের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে এক মাদ্রাসা সুপারসহ তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন ইউএনও সুলতানা রাজিয়া। আজ বুধবার দুপুরে ফরিদগঞ্জ মজিদিয়া এমএ কামিল মাদ্রাসার পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন ফরিদগঞ্জের চরদু: খিয়া পূর্ব ইউনিয়নের এখলাশপুর মহিলা দাখিল মাদ্রাসার সুপার ইকরাম হোসাইন হামিদ (৪৬), ফরিদগঞ্জ মজিদিয়া এমএ কামিল মাদ্রাসার নৈশপ্রহরী ইসমাইল হোসেন (৩২) ও মাদ্রাসার চতুর্থ শ্রেণির কর্মচারী তারেকুল ইসলাম (৩০)।

জানা গেছে, ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার দুই চতুর্থ শ্রেণির কর্মচারী ইসমাইল হোসেন (৩২) ও তারেকুল ইসলাম (৩০) হাদিস বিষয়ের প্রশ্নের ছবি তুলে চরদু: খিয়া পূর্ব ইউনিয়নের এখলাছপুর মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাও. ইকরাম হোসাইন হামিদের হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট আকারে পাঠান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়ে পুলিশি হেফাজতে দেওয়া হয়েছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় এক মাদ্রাসা সুপারসহ তিনজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত