Ajker Patrika

১০ কোটির রোলস-রয়েস দুমড়ে গেল কুকুরের দৌড়ে

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে রোলস-রয়েস। গত শনিবার বিকেলে নারায়ণগঞ্জের পূর্বাচলের ৩০০ ফুট সড়কে। ছবি: আজকের পত্রিকা
নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে রোলস-রয়েস। গত শনিবার বিকেলে নারায়ণগঞ্জের পূর্বাচলের ৩০০ ফুট সড়কে। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩০০ ফুট সড়কে বিশ্বের অন্যতম বিলাসবহুল ও দামি গাড়ি রোলস রয়েস স্পেকটার দুর্ঘটনার নেপথ্যে কুকুর। হঠাৎ দৌড়ে সড়কে চলে আসা একটি কুকুরকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উঠে পড়ে সড়ক বিভাজকে। এতে গাড়ির চার আরোহীই আহত হয়েছেন। গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ওই দুর্ঘটনা তদন্ত করা র‍্যাব ও পুলিশের কর্মকর্তাদের সূত্র গতকাল রোববার এসব তথ্য জানিয়েছে আজকের পত্রিকাকে। সূত্র বলেছে, গতি নিয়ন্ত্রণ করতে না পারায় দুর্ঘটনা ঘটেছে। গাড়ির উন্নত এয়ারব্যাগ সিস্টেম এবং শক্ত কাঠামোর (বডি) কারণে আরোহীরা প্রাণে বেঁচে গেছেন। তবে গাড়ির সামনের অংশ দুমড়ে গেছে।

শুল্কসহ দেশে এমন একটি গাড়ির দাম ১০ কোটি টাকা।

দেশে রোলস রয়েসের দুর্ঘটনায় পড়া এটিই প্রথম। গত শনিবার বিকেল ৪টার দিকে সোম মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তদন্তসংশ্লিষ্ট সূত্র বলেছে, রোলস রয়েস স্পেকটার রোলস রয়েসের প্রথম বিদ্যুতচালিত গাড়ি। এটি ২০২৩ সালে প্রথম বাজারে আসে। দুর্ঘটনায় পড়া গাড়িটির মালিক মাসকো গ্রুপের চেয়ারম্যান আবদুর সবুর। গাড়িটি মাত্র কয়েক দিন আগে কেনা হয়েছে। গাড়ির নম্বরপ্লেটের স্থানে এএফআর (অ্যাপ্লাইড ফর রেজিস্ট্রেশন) লেখা ছিল।

সূত্র বলেছে, রূপগঞ্জের ৩০০ ফুট সড়কের সোম মার্কেট এলাকায় শনিবার বিকেল ৪টার দিকে ওই দুর্ঘটনার সময় রোলস রয়েস গাড়িতে ছিলেন মাসকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমেদ আরিফ বিল্লাহ, তাঁর ছেলে তাওয়াব বিল্লাহ, আরিফের বন্ধু ও মাসকো গ্রুপের কর্মকর্তা রুম্মান ও রুমান। আহত এই চারজনকে উপস্থিত লোকজনের সহযোগিতায় উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যান। তাঁরা সেখানে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে আরিফ বিল্লাহর অবস্থা গুরুতর।

পূর্বাচল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক তাপস কুমার কুণ্ডু বলেন, রোলস রয়েস গাড়িটি কাঞ্চনের বাড়ি থেকে চালিয়ে নীলা মার্কেটের দিকে যাচ্ছিলেন মাসকো গ্রুপের এমডি আহমেদ আরিফ বিল্লাহ। গাড়ির আরোহীরা জানিয়েছেন, গাড়ির সামনে হঠাৎ একটি কুকুর পড়েছিল। কুকুরটিকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়ক বিভাজকে উঠে যায়। গতি নিয়ন্ত্রণ করতে না পারায় দুর্ঘটনা ঘটেছে।

র‍্যাব-১-এর সিসিপি-৩-এর (রূপগঞ্জ ক্যাম্প) নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তাও একই রকম কথা জানান।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম বলেন, দুর্ঘটনায় বৈদ্যুতিক বিলাসবহুল রোলস রয়েস গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়ির উন্নত এয়ারব্যাগ সিস্টেম চালকসহ চার যাত্রীর জীবন রক্ষা করেছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে।

ওই দুর্ঘটনার ব্যাপারে গতকাল পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানান নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-গ, রূপগঞ্জ-আড়াইহাজার) মেহেদি ইসলাম। তিনি বলেন, এ বিষয়ে কেউ অভিযোগও দেননি। রোলস রয়েস গাড়িটি নতুন। এসব গাড়ির অপারেটিং সিস্টেম কঠিন। হয়তো এ কারণে চালক গতি নিয়ন্ত্রণ করতে পারেননি। গাড়ির নম্বর প্লেটের জায়গায় এএফআর লেখা ছিল। গাড়িটি ১৫ দিন আগে দেশে এসেছে বলে শুনেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত