Ajker Patrika

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
আমিনুল ইসলাম শাহান। ছবি: সংগৃহীত
আমিনুল ইসলাম শাহান। ছবি: সংগৃহীত

দীর্ঘ আট মাস কারাভোগের থেকে মুক্তি পেয়েছেন ময়মনসিংহের নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান। গতকাল শুক্রবার ময়মনসিংহ জেলা কারাগার থেকে তিনি জামিনে মুক্ত হন।

এদিকে আজ শনিবার বেলা ৩টায় নিজের আইডিতে ৫০ সেকেন্ডের এক ভিডিও বার্তায় তিনি দলীয় নেতা-কর্মীদের সুসংগঠিত হতে নির্দেশনা দেন। মুহূর্তের মধ্যে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে করে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বিকেল ৫টা পর্যন্ত ভিডিওতে ৩৯৪টি মন্তব্য, ৮৪টি শেয়ার ও ১৪ হাজার ভিউ হয়।

এ বিষয়ে জানতে চাইলে নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘তাদের দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তারপরও কর্মীদের কার্যক্রম চালানোর জন্য এবং সংগঠনের কাজ চালিয়ে যাওয়ার আহ্বান বেআইনি এবং রাষ্ট্রদ্রোহিতার শামিল। প্রশাসনকে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য দৃষ্টি আকর্ষণ করেছি।’

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘দীর্ঘদিন কারাভোগ করে পর্দার আড়ালে থেকে ভিডিও বার্তা সে দিতেই পারে। তবে প্রকাশ্যে অরাজকতা সৃষ্টি করলে পদক্ষেপ নেওয়া হবে।’

উল্লেখ্য, গত বছরের ১৯ নভেম্বর সন্ত্রাসবিরোধীর আইনে যৌথ বাহিনীর হাতে নিজের বাসা থেকে আমিনুল ইসলাম শাহান গ্রেপ্তার হন। সে থেকেই ময়মনসিংহ জেলা কারাগারে ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা–ভাঙচুর

শিবরাত্রিতে মাংস খাওয়ায় বাংলাদেশি শিক্ষার্থীকে বহিষ্কার করল দিল্লির সার্ক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত