Ajker Patrika

জোড়া গোলে রোনালদোর রেকর্ড ভাঙলেন মেসি, মায়ামির বড় জয়

ক্রীড়া ডেস্ক    
জোড়া গোলে লিওনেল মেসি নতুন এক রেকর্ড গড়েছেন। ছবি: এএফপি
জোড়া গোলে লিওনেল মেসি নতুন এক রেকর্ড গড়েছেন। ছবি: এএফপি

মেজর লিগ সকারে (এমএলএস) টানা পাঁচ ম্যাচে জোড়া গোলের পর এক ম্যাচে বিবর্ণ ছিলেন লিওনেল মেসি। তবে নাম যেহেতু মেসি, তাঁকে নিয়ে তো আগেভাগে উপসংহারে আসা যায় না। এক ম্যাচ বিরতি দিয়ে এবার করলেন জোড়া গোল। ভাঙলেন ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ড।

বাংলাদেশ সময় আজ ভোরে রেডবুল অ্যারেনায় এমএলএসে নিউইয়র্ক রেডবুলসের বিপক্ষে খেলেছে ইন্টার মায়ামি। এই ম্যাচে জোড়া গোলে নন-পেনাল্টি গোলের হিসেবে মেসি ভেঙেছেন রোনালদোর রেকর্ড। মেসির ক্যারিয়ারে ৮৭৪ গোলের মধ্যে নন-পেনাল্টি গোলের সংখ্যা ৭৬৪। অন্যদিকে রোনালদোর ৯৩৮ গোলের মধ্যে নন-পেনাল্টি গোল ৭৬৩। পর্তুগিজ ফরোয়ার্ডের চেয়ে মেসি ১৬৭ ম্যাচ কম খেলেছেন। রোনালদোর রেকর্ড ভাঙার দিনে মেসির দল জিতেছে ৫-১ গোলে।

রেডবুল অ্যারেনায় ১৪ মিনিটে ম্যাচে প্রথম গোল করেন নিউইয়র্ক রেডবুলসের ডিফেন্ডার আলেক্সান্ডার হ্যাক। সমতায় ফিরতে মায়ামির লেগেছে ১০ মিনিট। ২৪ মিনিটে মেসির থ্রু বল রিসিভ করে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন জর্দি আলবা। ম্যাচ ১-১ গোলে সমতায় ফেরানোর পর মায়ামি এরপর করতে থাকে গোল উৎসব। ২৭ মিনিটে আলবার অ্যাসিস্টে গোল করেন তেলাস্কো সেগোভিয়া। প্রথমার্ধের শেষভাগে এসে (অতিরিক্ত ৩ মিনিটে) সেগোভিয়া করেন নিজের দ্বিতীয় গোল। মায়ামি প্রথমার্ধ শেষ করে ৩-১ গোলে এগিয়ে থেকে।

প্রথমার্ধে একটি গোলে অ্যাসিস্ট করলেও মেসির কোনো গোল ছিল না। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার দ্বিতীয়ার্ধে করেছেন জোড়া গোল। যার মধ্যে ৬০ মিনিটে সার্জিও বুসকেতসের থ্রু বল প্রথমে রিসিভ করেন মেসি। এরপর মেসি বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন। নিজের দ্বিতীয় গোল আর্জেন্টাইন এই ফরোয়ার্ড করেছেন ৭৫ মিনিটে। তাতেই মেসি ভেঙে দিয়েছেন রোনালদোর পেনাল্টিহীন গোলের রেকর্ড।

৫-১ গোলে জয়ের পর এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার ৫ নম্বরে এখন ইন্টার মায়ামি। ২১ ম্যাচে ১২ জয়, ৫ ড্র ও ৪ হারে মেসিদের পয়েন্ট ৪১। সবার ওপরে থাকা সিনসিনাটির পয়েন্ট ৪৮। তারা খেলেছে ২৪ ম্যাচ। তাদের সমান ২৪ ম্যাচ খেলেছে ন্যাশভিল ও ফিলাডেলফিয়াও। দুই দলেরই সমান

৪৭ পয়েন্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত