Ajker Patrika

নতুন নিয়মে ফেসবুক মেসেঞ্জারে সন্তান কী করছে দেখতে পারবেন বাবা-মা

অনলাইন ডেস্ক
আপডেট : ২৯ জুন ২০২৩, ১০: ৪৫
Thumbnail image

ফেসবুক মেসেঞ্জার কিংবা ইনস্টাগ্রামে সন্তান কী করছে তার বিস্তারিত জানতে পারবেন বাবা-মা। এ উদ্দেশ্যে উল্লেখিত অ্যাপগুলোর মূল কোম্পানি মেটা নতুন একটি ‘পেরেন্টাল ফিচার’ চালু করতে যাচ্ছে। 

ইনস্টাগ্রামের কথাই ধরা যাক—সামাজিক যোগাযোগের এই মাধ্যমটিতে চাইলেই সন্তানের বিষয়ে সব তথ্য সংগ্রহ করতে পারবেন বাবা-মা। সন্তানকে কারা ফলো করছে, তাঁদের মধ্যে পরিচিত কেউ আছে কি না, সেটাও জানা যাবে। এ ছাড়া অপরিচিত কারও সঙ্গে সন্তান কী কথা বলছে, সে বিষয়েও তথ্য পাওয়া যাবে। 

মেটা জানিয়েছে, ফেসবুক ইনস্টাগ্রামের রিলের মতো শর্ট ভিডিওগুলোতে সন্তানেরা কী কী বিষয় দেখতে পারবে তা-ও নির্ধারণ করে দিতে পারবেন তাদের বাবা-মা। 

নতুন নিয়মের আওতায়, কারও সন্তান যদি গভীর রাতে মেটার অ্যাপগুলোতে প্রবেশ করে, তবে তার বাবা-মাকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এসব অ্যাপে সন্তান কার কার সঙ্গে যোগাযোগ করছে, তাও জানা যাবে। এ ছাড়া সন্তানের ব্যবহৃত অ্যাপের সেটিংসেও প্রবেশ করতে পারবেন বাবা-মা। 

বাবা-মায়েরা এভাবে দেখতে পারবেন কে তাঁদের সন্তানদের সঙ্গে কথা বলতে পারে এবং কে পারে না। সন্তান কাউকে রিপোর্ট করলেও বাবা-মাকে তা জানানো হবে। 

মেটার এই ফিচারগুলো ইতিমধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডায় চালু হয়ে গেছে। পর্যায়ক্রমে সব দেশেই এই ফিচার চালু করা হবে বলে জানিয়েছে মেটা কর্তৃপক্ষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত