Ajker Patrika

কানাডার খবরের লিংক গুগল, ফেসবুক প্রকাশ করবে না

আপডেট : ৩০ জুন ২০২৩, ১৮: ৪৯
কানাডার খবরের লিংক গুগল, ফেসবুক প্রকাশ করবে না

অনলাইন সংবাদ প্রকাশ নিয়ে নতুন আইন করেছে কানাডা। এই আইন অনুযায়ী, দেশটির কোনো খবরের লিংক কোনো প্ল্যাটফর্মে শেয়ার হলে তার জন্য সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে অর্থ দিতে হবে। 

গত সপ্তাহে কানাডার সংসদে পাস হয়েছে ‘অনলাইন নিউজ অ্যাক্ট’ নামে নতুন আইন, যা ছয় সপ্তাহের মধ্যে কার্যকর হবে। তখন গুগল, ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক প্রতিষ্ঠান মেটাকে আয়ের ভাগ দিতে হবে।

তবে সংবাদের জন্য আয়ের ভাগ দিতে মোটেই রাজি নয় বিশ্বের অন্যতম শীর্ষ এই ডিজিটাল কোম্পানি। আর তাই কানাডার ভেতরে সেই দেশের খবর নিজের প্ল্যাটফর্মে আর প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে গুগল।    

বিবিসির প্রতিবেদনে বলা হয়, এই আইন কার্যকর হলে গুগল ও ফেসবুককে সংবাদ সরবরাহকারীর বা সংবাদমাধ্যমের সঙ্গে আয় ভাগাভাগি করার চুক্তি করতে হবে।    

গুগল বলছে, কানাডার ভেতরে গুগলের প্ল্যাটফর্মে সেই দেশের খবর এখন থেকে ব্লক বা আটকে দেওয়া হবে। এরই মধ্যে সার্চ ইঞ্জিন থেকে কানাডার খবরের সব লিংক মুছে ফেলার উদ্যোগ নিয়েছে গুগল। এর আগে ফেসবুকও একই ঘোষণা দিয়েছে। 

কানাডার সংবাদমাধ্যমগুলোর দাবির মুখে এই আইন করার উদ্যোগ নেয় সরকার। সংবাদমাধ্যমগুলো বলছে, তাদের কনটেন্ট ব্যবহার করে সামাজিক যোগাযোগের সাইটগুলো ব্যবসা করছে। কিন্তু সংবাদ প্রকাশকারী কোনোভাবে লাভবান হচ্ছে পারছে না।

এক দশক ধরে লোকসানের মুখেই রয়েছে কানাডার সংবাদমাধ্যমগুলো। টিকতে না পেরে অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে।

নতুন আইনের আওতায়, প্রযুক্তি কোম্পানিগুলো কোনো সংবাদ বা তথ্য নিতে চাইলে বাণিজ্যিক চুক্তির আওতায় সংবাদ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আয় ভাগাভাগি করতে হবে। তা নাহলে ক্ষতিপূরণ দিতে হবে।

এক ব্লগপোস্টে গুগল জানিয়েছে, কানাডার নতুন আইনের ফলে পাঠক ও দর্শকদের অনলাইনে খবর ও তথ্য পাওয়াটা বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে। তাই আইনটি এক অর্থে, মানুষের সহায়ক হবে না। এ বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা ব্যর্থ হয়েছে। এরপরই গুগল কানাডার সংবাদের সব লিংক মুছে ফেলার সিদ্ধান্ত নেয়৷

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত