লোকবল-সংকট কাটছে
দীর্ঘ অচলাবস্থার পর খানিকটা প্রাণ পেয়েছে ফেনীর ট্রমা সেন্টার। ইতিমধ্যে হাসপাতালে পাঁচজন চিকিৎসক, পাঁচজন নার্স ও একজন ফার্মাসিস্ট নিয়োগ দেওয়া হয়েছে। তবে এখনো জনবল ও প্রয়োজনীয় যন্ত্রপাতির ঘাটতির কারণে পুরোপুরি কার্যকর হয়নি সেন্টারটি। এখানে সব সেবা মিললে জেলা সদর হাসপাতালে রোগীর চাপ কমে আসত বলে মনে করছ