ফেনী প্রতিনিধি
বাড়ির উঠানে প্রবাসী স্বামীর লাশ দেখে পাঁচ মিনিটের মধ্যে স্ত্রী স্ট্রোক করে মারা যান। মায়ের মৃত্যু দেখে বড় ছেলেও স্ট্রোক করেন। বড় ছেলেকে হাসপাতালে রেখেই স্বজনেরা বাবার লাশের দাফন সম্পন্ন করেন। ছেলে একটু সুস্থ হলে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে এসে সম্পন্ন করা হয় মায়ের দাফন।
গতকাল মঙ্গলবার রাতে ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ২২ জুন প্রবাসী জামাল উদ্দিন মালদ্বীপে স্ট্রোক করে মারা যান। এরপর গতকাল মঙ্গলবার রাত ৯টায় লাশ চর কালীদাস গ্রামের বাড়িতে আনা হয়। স্বামীর লাশ বাড়িতে পৌঁছার পর তা দেখে নির্বাক হয়ে যান স্ত্রী খোদেজা বেগম। পাঁচ মিনিট পরই স্ট্রোক করে মারা যান স্ত্রী। মায়ের মৃত্যুর পর স্ট্রোক করেন তাঁদের বড় ছেলে আজাহার (১৮)।
স্থানীয় ফরহাদ নগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মোশারফ হোসেন টিপু ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
চেয়ারম্যান জানান, প্রবাস থেকে জামাল উদ্দিনের লাশ বাড়ি পৌঁছানোর সঙ্গে সঙ্গে বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে তাঁর দাফনের জন্য কবর খোঁড়া হয়। স্ত্রীর লাশ ঘরে রেখে ও বড় ছেলে আজাহারকে হাসপাতালে ভর্তির পর মঙ্গলবার রাত ১১টার দিকে জামালের লাশ দাফন করা হয়।
স্থানীয় লোকজন জানান, ১৪ বছর আগে মালদ্বীপে পাড়ি জমান জামাল উদ্দিন। এরই মধ্যে তিন-চারবার ছুটিতে বাড়িতে এসে ঘুরে যান। তাঁর স্ত্রী খোদেজা বেগম বড় ছেলে আজাহার ও ছোট ছেলে হৃদয়কে (১৪) নিয়ে গ্রামের বাড়িতেই থাকতেন। আজহার এবার ফেনী সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থী ও পাশাপাশি ফেনী ক্রিকেট একাডেমির ছাত্র। ছোট ছেলে হৃদয় স্থানীয় স্কুলে নবম শ্রেণিতে লেখাপড়া করে।
এদিকে আজ বুধবার বেলা ১১টায় একই কবরস্থানে স্বামীর কবরের পাশে স্ত্রী খোদেজা বেগমকেও কবর দেওয়া হয়। এ সময় স্বজনদের সঙ্গে দুই ছেলেও মায়ের জানাজায় অংশ নেন।
বাড়ির উঠানে প্রবাসী স্বামীর লাশ দেখে পাঁচ মিনিটের মধ্যে স্ত্রী স্ট্রোক করে মারা যান। মায়ের মৃত্যু দেখে বড় ছেলেও স্ট্রোক করেন। বড় ছেলেকে হাসপাতালে রেখেই স্বজনেরা বাবার লাশের দাফন সম্পন্ন করেন। ছেলে একটু সুস্থ হলে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে এসে সম্পন্ন করা হয় মায়ের দাফন।
গতকাল মঙ্গলবার রাতে ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ২২ জুন প্রবাসী জামাল উদ্দিন মালদ্বীপে স্ট্রোক করে মারা যান। এরপর গতকাল মঙ্গলবার রাত ৯টায় লাশ চর কালীদাস গ্রামের বাড়িতে আনা হয়। স্বামীর লাশ বাড়িতে পৌঁছার পর তা দেখে নির্বাক হয়ে যান স্ত্রী খোদেজা বেগম। পাঁচ মিনিট পরই স্ট্রোক করে মারা যান স্ত্রী। মায়ের মৃত্যুর পর স্ট্রোক করেন তাঁদের বড় ছেলে আজাহার (১৮)।
স্থানীয় ফরহাদ নগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মোশারফ হোসেন টিপু ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
চেয়ারম্যান জানান, প্রবাস থেকে জামাল উদ্দিনের লাশ বাড়ি পৌঁছানোর সঙ্গে সঙ্গে বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে তাঁর দাফনের জন্য কবর খোঁড়া হয়। স্ত্রীর লাশ ঘরে রেখে ও বড় ছেলে আজাহারকে হাসপাতালে ভর্তির পর মঙ্গলবার রাত ১১টার দিকে জামালের লাশ দাফন করা হয়।
স্থানীয় লোকজন জানান, ১৪ বছর আগে মালদ্বীপে পাড়ি জমান জামাল উদ্দিন। এরই মধ্যে তিন-চারবার ছুটিতে বাড়িতে এসে ঘুরে যান। তাঁর স্ত্রী খোদেজা বেগম বড় ছেলে আজাহার ও ছোট ছেলে হৃদয়কে (১৪) নিয়ে গ্রামের বাড়িতেই থাকতেন। আজহার এবার ফেনী সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থী ও পাশাপাশি ফেনী ক্রিকেট একাডেমির ছাত্র। ছোট ছেলে হৃদয় স্থানীয় স্কুলে নবম শ্রেণিতে লেখাপড়া করে।
এদিকে আজ বুধবার বেলা ১১টায় একই কবরস্থানে স্বামীর কবরের পাশে স্ত্রী খোদেজা বেগমকেও কবর দেওয়া হয়। এ সময় স্বজনদের সঙ্গে দুই ছেলেও মায়ের জানাজায় অংশ নেন।
রংপুর বিভাগের আট জেলার ২ কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতাল রয়েছে ৬৫টি। এসব হাসপাতালে চিকিৎসকের মোট পদ ১ হাজার ২১৪টি। কিন্তু বর্তমানে কর্মরত ৫৩১ জন, পদ শূন্য ৬৮৩টি। চাহিদার অর্ধেকেরও কম জনবল থাকায় হাসপাতালগুলোয় চিকিৎসা কার্যক্রম চরমভাবে বিঘ্নিত হচ্ছে। সেবাপ্রার্থীদের বাধ্য...
১৮ মিনিট আগেঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জলাতঙ্ক প্রতিরোধী টিকার সংকট দেখা দিয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন রোগীরা। নিরুপায় হয়ে কেউ কেউ চড়া দামে বাইরে থেকে কিনছেন, কেউ আবার টিকা না পাওয়ার ভুগছেন দুশ্চিন্তায়।
২৪ মিনিট আগেঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস আজ শুক্রবার। পদ্মার উজানে ভারতের ফারাক্কা ব্যারাজ তৈরি করে পানি প্রত্যাহারের প্রতিবাদে ১৯৭৬ সালের এই দিনে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে বাংলাদেশের লক্ষাধিক মানুষ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জমায়েত হয়েছিলেন। এখান থেকেই সেদিন মরণ বাঁধ ফারাক্কা অভিমুখে...
২৮ মিনিট আগে