Ajker Patrika

ফেনীতে নজর কাড়ছে ‘বস’ ও ‘বাদশা ’, চলছে দরদাম

ফেনী প্রতিনিধি
আপডেট : ০২ জুলাই ২০২২, ১১: ৪৩
ফেনীতে নজর কাড়ছে ‘বস’ ও ‘বাদশা ’, চলছে দরদাম

ফেনীতে কোরবানি ঈদকে সামনে রেখে প্রস্তুত বিশাল কালো রঙের গরু ‘বস’ ও ‘বাদশা’। ষাঁড় দুটি দেখতে ও কেনার ইচ্ছা নিয়ে প্রতিদিন দূরদূরান্ত থেকে ছুটে আসছে উৎসুক লোকজন। কিন্তু উপযুক্ত দাম না পাওয়ায় এখনো বিক্রি হচ্ছে না গরু দুটি।

সোনাগাজীর বগাদানা ইউনিয়নের কুঠিরহাট এলাকার তরুণ উদ্যোক্তা রুহি দাস! কোন প্রকার ক্ষতিকর ট্যাবলেট বা ইনজেকশন ছাড়াই দেশীয় পদ্ধতিতে গরু দুটি লালন পালন করছেন। প্রায় আট ফুট লম্বা ও ৩৪ মণ ওজনের ষাঁড় গরু দুটির নাম ‘বস’ ও ‘বাদশা’।

খামারি রুহি দাস বলেন, ২০১৮ সালের শেষ দিকে গরু দুটি লালন পালন শুরু করেন। ফ্রিজিয়ান জাতের ষাঁড়গুলো এবার কোরবানির ঈদে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে। যার মধ্যে বসের দাম ৯ লাখ টাকা এবং বাদশার দাম চাচ্ছেন ৮ লাখ টাকা।

সম্প্রতি বস ও বাদশার নাম ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এ নিয়ে ব্যাপক আগ্রহ বেড়ে যায় দর্শনার্থীদের মধ্যে। এরই মধ্যে দূরদূরান্তের মানুষ ভিড় করছে গরু দুটিকে এক নজর দেখতে।

নুরনবী নামে এক প্রবাসী খবর পেয়ে সোনাগাজী উপজেলা থেকে গরু কিনতে এসেছেন। তিনি ষাঁড় বাদশার দাম ৫ লাখ টাকা মূল্যে কিনতে চাইলেও খামারি দাম চাচ্ছে ৮ লাখ টাকা। তাই শখ থাকলেও কিনতে পারছেন না বলে জানান।

আরাফাত হোসেন নামে স্থানীয় একজন বলেন, তাঁরা ৭ শরিকে বস গরু কিনতে এসেছেন। দরদাম নিয়ে কথা চলছে। আর মূল্য নির্ধারণ হলে গরু কিনবেন।

এদিকে এ বছর গরুর দাম ভালো। তাই খামারিরা লাভবান হবেন। জেলার খামারিরা ভ্যাকসিন দেয়াসহ প্রাকৃতিকভাবে খড় ভুসি ঘাস খাইয়ে গরু মোটাতাজা করছেন। কেউ অসাধু উপায় নিচ্ছে কিনা সেটিও নিয়মিত তদারকি চলছে জানান জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আনিসুর রহমান।

আনিসুর রহমান আজকের পত্রিকাকে বলেন, `এবার জেলায় ৭৫ হাজার গরু ও ছাগল চাহিদার স্থলে রয়েছে ৮১ হাজার। আর কোরবানি হাট রয়েছে ১২৯টি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত