ফেনী প্রতিনিধি
ফেনীতে কোরবানি ঈদকে সামনে রেখে প্রস্তুত বিশাল কালো রঙের গরু ‘বস’ ও ‘বাদশা’। ষাঁড় দুটি দেখতে ও কেনার ইচ্ছা নিয়ে প্রতিদিন দূরদূরান্ত থেকে ছুটে আসছে উৎসুক লোকজন। কিন্তু উপযুক্ত দাম না পাওয়ায় এখনো বিক্রি হচ্ছে না গরু দুটি।
সোনাগাজীর বগাদানা ইউনিয়নের কুঠিরহাট এলাকার তরুণ উদ্যোক্তা রুহি দাস! কোন প্রকার ক্ষতিকর ট্যাবলেট বা ইনজেকশন ছাড়াই দেশীয় পদ্ধতিতে গরু দুটি লালন পালন করছেন। প্রায় আট ফুট লম্বা ও ৩৪ মণ ওজনের ষাঁড় গরু দুটির নাম ‘বস’ ও ‘বাদশা’।
খামারি রুহি দাস বলেন, ২০১৮ সালের শেষ দিকে গরু দুটি লালন পালন শুরু করেন। ফ্রিজিয়ান জাতের ষাঁড়গুলো এবার কোরবানির ঈদে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে। যার মধ্যে বসের দাম ৯ লাখ টাকা এবং বাদশার দাম চাচ্ছেন ৮ লাখ টাকা।
সম্প্রতি বস ও বাদশার নাম ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এ নিয়ে ব্যাপক আগ্রহ বেড়ে যায় দর্শনার্থীদের মধ্যে। এরই মধ্যে দূরদূরান্তের মানুষ ভিড় করছে গরু দুটিকে এক নজর দেখতে।
নুরনবী নামে এক প্রবাসী খবর পেয়ে সোনাগাজী উপজেলা থেকে গরু কিনতে এসেছেন। তিনি ষাঁড় বাদশার দাম ৫ লাখ টাকা মূল্যে কিনতে চাইলেও খামারি দাম চাচ্ছে ৮ লাখ টাকা। তাই শখ থাকলেও কিনতে পারছেন না বলে জানান।
আরাফাত হোসেন নামে স্থানীয় একজন বলেন, তাঁরা ৭ শরিকে বস গরু কিনতে এসেছেন। দরদাম নিয়ে কথা চলছে। আর মূল্য নির্ধারণ হলে গরু কিনবেন।
এদিকে এ বছর গরুর দাম ভালো। তাই খামারিরা লাভবান হবেন। জেলার খামারিরা ভ্যাকসিন দেয়াসহ প্রাকৃতিকভাবে খড় ভুসি ঘাস খাইয়ে গরু মোটাতাজা করছেন। কেউ অসাধু উপায় নিচ্ছে কিনা সেটিও নিয়মিত তদারকি চলছে জানান জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আনিসুর রহমান।
আনিসুর রহমান আজকের পত্রিকাকে বলেন, `এবার জেলায় ৭৫ হাজার গরু ও ছাগল চাহিদার স্থলে রয়েছে ৮১ হাজার। আর কোরবানি হাট রয়েছে ১২৯টি।’
ফেনীতে কোরবানি ঈদকে সামনে রেখে প্রস্তুত বিশাল কালো রঙের গরু ‘বস’ ও ‘বাদশা’। ষাঁড় দুটি দেখতে ও কেনার ইচ্ছা নিয়ে প্রতিদিন দূরদূরান্ত থেকে ছুটে আসছে উৎসুক লোকজন। কিন্তু উপযুক্ত দাম না পাওয়ায় এখনো বিক্রি হচ্ছে না গরু দুটি।
সোনাগাজীর বগাদানা ইউনিয়নের কুঠিরহাট এলাকার তরুণ উদ্যোক্তা রুহি দাস! কোন প্রকার ক্ষতিকর ট্যাবলেট বা ইনজেকশন ছাড়াই দেশীয় পদ্ধতিতে গরু দুটি লালন পালন করছেন। প্রায় আট ফুট লম্বা ও ৩৪ মণ ওজনের ষাঁড় গরু দুটির নাম ‘বস’ ও ‘বাদশা’।
খামারি রুহি দাস বলেন, ২০১৮ সালের শেষ দিকে গরু দুটি লালন পালন শুরু করেন। ফ্রিজিয়ান জাতের ষাঁড়গুলো এবার কোরবানির ঈদে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে। যার মধ্যে বসের দাম ৯ লাখ টাকা এবং বাদশার দাম চাচ্ছেন ৮ লাখ টাকা।
সম্প্রতি বস ও বাদশার নাম ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এ নিয়ে ব্যাপক আগ্রহ বেড়ে যায় দর্শনার্থীদের মধ্যে। এরই মধ্যে দূরদূরান্তের মানুষ ভিড় করছে গরু দুটিকে এক নজর দেখতে।
নুরনবী নামে এক প্রবাসী খবর পেয়ে সোনাগাজী উপজেলা থেকে গরু কিনতে এসেছেন। তিনি ষাঁড় বাদশার দাম ৫ লাখ টাকা মূল্যে কিনতে চাইলেও খামারি দাম চাচ্ছে ৮ লাখ টাকা। তাই শখ থাকলেও কিনতে পারছেন না বলে জানান।
আরাফাত হোসেন নামে স্থানীয় একজন বলেন, তাঁরা ৭ শরিকে বস গরু কিনতে এসেছেন। দরদাম নিয়ে কথা চলছে। আর মূল্য নির্ধারণ হলে গরু কিনবেন।
এদিকে এ বছর গরুর দাম ভালো। তাই খামারিরা লাভবান হবেন। জেলার খামারিরা ভ্যাকসিন দেয়াসহ প্রাকৃতিকভাবে খড় ভুসি ঘাস খাইয়ে গরু মোটাতাজা করছেন। কেউ অসাধু উপায় নিচ্ছে কিনা সেটিও নিয়মিত তদারকি চলছে জানান জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আনিসুর রহমান।
আনিসুর রহমান আজকের পত্রিকাকে বলেন, `এবার জেলায় ৭৫ হাজার গরু ও ছাগল চাহিদার স্থলে রয়েছে ৮১ হাজার। আর কোরবানি হাট রয়েছে ১২৯টি।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪