ফেনী প্রতিনিধি
ফেনীর সদর উপজেলার ফরহাদনগরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনার পাঁচ দিন পর তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাই করা তিনটি অটোরিকশাসহ নগদ ২১ হাজার টাকা, হত্যাকাণ্ডে ব্যবহৃত চেইন ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার সকালে ফেনী পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার জাকির হাসান।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফেনী সদর উপজেলার পশ্চিম ছনুয়া গ্রামের নূর নবী (২৫) তাঁর সহযোগী জিয়াউর রহমান (৪২) ও ইউসুফ (৫৫)।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ৬ জানুয়ারি সন্ধ্যায় ফরহাদনগর ইউনিয়নের সুবলপুর গ্রামের অটোরিকশাচালক মো. আবুল হোসেন কালা মিয়া (৫১) বিকাশ থেকে ৩০ হাজার টাকা তোলেন। পরে যাত্রীর অপেক্ষায় খাইয়ারা বাজারে ছিলেন। যাত্রীবেশী একজন বাজারের ব্যাগ নিয়ে লেমুয়া ইউনিয়নে যাওয়ার উদ্দেশে কালা মিয়ার অটোরিকশাটি ভাড়া করেন। পথে ওই ব্যক্তি বাজারের ব্যাগ থেকে ইট বের করে কালা মিয়ার মাথায় আঘাত করে অটোরিকশা ও চালকের কাছে থাকা নগদ ৩০ হাজার টাকা লুট করে পালিয়ে যান।
পরে আরেক অটোরিকশাচালক আবুল হোসেন কালা মিয়াকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৮ জানুয়ারি তাঁর মৃত্যু হয়। এদিন নিহতের ভাই ইকবাল হোসেন বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে ফেনী সদর থানায় মামলা করেন।
পুলিশ সুপার আরও জানান, পুলিশ গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানা এলাকা থেকে ঘটনায় জড়িত নূর নবীকে আটক করে। হত্যাকাণ্ডে ব্যবহৃত সরঞ্জাম দিয়ে সহযোগিতা করায় তাঁর দুই সহযোগী জিয়াউর রহমান ও ইউসুফকেও আটক করা হয়। বুধবার মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
ফেনীর সদর উপজেলার ফরহাদনগরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনার পাঁচ দিন পর তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাই করা তিনটি অটোরিকশাসহ নগদ ২১ হাজার টাকা, হত্যাকাণ্ডে ব্যবহৃত চেইন ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার সকালে ফেনী পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার জাকির হাসান।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফেনী সদর উপজেলার পশ্চিম ছনুয়া গ্রামের নূর নবী (২৫) তাঁর সহযোগী জিয়াউর রহমান (৪২) ও ইউসুফ (৫৫)।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ৬ জানুয়ারি সন্ধ্যায় ফরহাদনগর ইউনিয়নের সুবলপুর গ্রামের অটোরিকশাচালক মো. আবুল হোসেন কালা মিয়া (৫১) বিকাশ থেকে ৩০ হাজার টাকা তোলেন। পরে যাত্রীর অপেক্ষায় খাইয়ারা বাজারে ছিলেন। যাত্রীবেশী একজন বাজারের ব্যাগ নিয়ে লেমুয়া ইউনিয়নে যাওয়ার উদ্দেশে কালা মিয়ার অটোরিকশাটি ভাড়া করেন। পথে ওই ব্যক্তি বাজারের ব্যাগ থেকে ইট বের করে কালা মিয়ার মাথায় আঘাত করে অটোরিকশা ও চালকের কাছে থাকা নগদ ৩০ হাজার টাকা লুট করে পালিয়ে যান।
পরে আরেক অটোরিকশাচালক আবুল হোসেন কালা মিয়াকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৮ জানুয়ারি তাঁর মৃত্যু হয়। এদিন নিহতের ভাই ইকবাল হোসেন বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে ফেনী সদর থানায় মামলা করেন।
পুলিশ সুপার আরও জানান, পুলিশ গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানা এলাকা থেকে ঘটনায় জড়িত নূর নবীকে আটক করে। হত্যাকাণ্ডে ব্যবহৃত সরঞ্জাম দিয়ে সহযোগিতা করায় তাঁর দুই সহযোগী জিয়াউর রহমান ও ইউসুফকেও আটক করা হয়। বুধবার মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
৭ ঘণ্টা আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১১ দিন আগেএবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১৩ দিন আগেমোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
১৯ দিন আগে