Ajker Patrika

চার ঘণ্টা পরেই ছুটি স্কুল, ক্ষুব্ধ শিক্ষার্থী অভিভাবক

ফেনী প্রতিনিধি
Thumbnail image

ফেনী সদর উপজেলায় কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান নির্ধারিত সময়ের আগেই শিক্ষার্থীদের ছুটি দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার মধুয়াই উচ্চবিদ্যালয়ে প্রতিদিন আট ঘণ্টা করে শ্রেণি কার্যক্রম চালু থাকার কথা থাকলেও চার ঘণ্টা পরই শিক্ষার্থীদের ছুটি দিয়ে দেন শিক্ষকেরা। এতে শিক্ষার্থী ও অভিভাবকেরা ক্ষুব্ধ।

ইতিমধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মধুয়াই উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। এ ছাড়া ধোনসাহাদ্দা উচ্চবিদ্যালয় ও লেমুয়া উচ্চবিদ্যালয়সহ আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধেও রয়েছে একই অভিযোগ।

সরেজমিনে দেখা গেছে, গত রোববার বেলা ৩টায় উপজেলার মধুয়াই উচ্চবিদ্যালয় তালাবদ্ধ রয়েছে। এ সময় ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শোনেন চন্দ্র শীল বিদ্যালয় বন্ধের কারণ জানতে চাইলে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. হানিফ এই বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি। পরে তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টদের ভর্ৎসনা করেন।

স্থানীয় লোকজন জানান, রোববার ওই বিদ্যালয়ে চার ঘণ্টা শ্রেণি কার্যক্রম শেষে বেলা দেড়টায় শিক্ষার্থীদের ছুটি দেওয়া হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী কাউকে দেখা যায়নি। এক সপ্তাহ ধরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাঁর ইচ্ছেমতো শিক্ষার্থীদের ছুটি দেন।

বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী জাহিদ বলে, ঠিকমতো শ্রেণি কার্যক্রম না হওয়ায় নির্ধারিত সিলেবাস শেষ করা যায় না। এতে তাদের অনেকটা বেগ পেতে হয়। পরে পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হতে হয়।

এলাকাবাসীর অভিযোগ, মধুয়াই উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান ওই এলাকার স্থানীয় বাসিন্দা হওয়ায় নির্ধারিত সময়ের আগেই শিক্ষার্থীদের ছুটি দিয়ে বিশ্রাম করতে বাড়ি চলে যান। তিনি কারও কথা শোনেন না। দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে নিয়মনীতির তোয়াক্কা না করে তিনি বিদ্যালয় পরিচালনা করেন।

মধুয়াই উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান কয়েক দিন ধরে বেলা দেড়টায় বিদ্যালয়ে শিক্ষার্থীদের ছুটি দেওয়ার বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, শিক্ষক স্বল্পতা ও নানা সীমাবদ্ধতার কারণে চার ঘণ্টা শ্রেণি কার্যক্রমের পর বন্ধ করে দেওয়া হচ্ছে।

মধুয়াই উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. হাসান বলেন, বিদ্যালয়ের নির্ধারিত সময়ের আগে বন্ধ করার বিষয়টি তিনি জানতেন না।

উপজেলা পরিষদের চেয়ারম্যান শোনেন চন্দ্র শীল বলেন, তিনি রোববার আকস্মিক মধুয়াই উচ্চবিদ্যালয়ে গেলে প্রতিষ্ঠানটি তালাবদ্ধ দেখতে পান। নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় কেন বন্ধ রাখা হয়েছে সে বিষয়ে জানতে চাইলে উপস্থিত সবাই বলেন, প্রধান শিক্ষক বেশ কয়েক দিন ধরে বেলা দেড়টার মধ্যে শিক্ষার্থীদের ছুটি দিয়ে বাড়ি চলে যান। এ সময় তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টদের ভর্ৎসনা করেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, দেড়টায় ছুটি দেওয়ার কারণে মধুয়াই উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে আগামী তিন দিনের মধ্যে লিখিতভাবে জবাব চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত