Ajker Patrika

ফেনীতে পিকআপের চাপায় আওয়ামী লীগ নেতা নিহত

ফেনী প্রতিনিধি
আপডেট : ১০ আগস্ট ২০২২, ১৩: ০৪
ফেনীতে পিকআপের চাপায় আওয়ামী লীগ নেতা নিহত

ফেনীর মোহাম্মদ আলী বাজারে পিকআপের চাপায় বাজার কমিটির সেক্রেটারি ও শর্শদি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ শাহজাহান নিহত হয়েছেন। আজ বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল্লাহ শাহজাহান সদর উপজেলার শর্শদি ইউনিয়নের সুন্দরপুর গ্রামের আবদুল গফুরের ছেলে।

হাইওয়ে পুলিশ বলছে, নিহত আবদুল্লাহ শাহাজাহান মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি পিকআপ তাঁকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।

মহিপাল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা ঘটানো পিকআপটি শনাক্ত করা যায়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত