অবসর ভাঙার পরই রয়ের রেকর্ড ভাঙলেন স্টোকস
সেঞ্চুরি যে বেন স্টোকস পাচ্ছিলেন না, ব্যাপারটা তা নয়। জুলাইয়ে লর্ডসে অ্যাশেজে বিধ্বংসী সেঞ্চুরি করেন স্টোকস। এবার লন্ডনের আরেক স্টেডিয়াম দ্য ওভালে ঝোড়ো গতিতে তিন অঙ্ক ছুঁয়েছেন ইংল্যান্ডের এই অলরাউন্ডার। ওয়ানডেতে আজ স্টোকসের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। তাঁর সেঞ্চুরির মাহাত্ম্যও এবার অন্যরকম।