মাসের শেষ দিকে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল—এটা আগেই জানা গিয়েছিল। আজ জানা গেছে কিউইদের স্কোয়াডও। ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।
ব্যস্ত সূচির কারণে কিছুদিন আগে নিউজিল্যান্ড সিদ্ধান্ত নিয়েছিল অদলবদল করে কোচিং স্টাফদের কাজে লাগাবে। সেই পদ্ধতি এবার খেলোয়াড়দের ক্ষেত্রেও অনুসরণ করেছে তারা। বিশ্বকাপের আগে ঝুঁকি না নিতেই শক্তিশালী দল নিয়ে আসছে না কিউইরা। টিম সাউদি, টম লাথাম, ডেভন কনওয়ের মতো শীর্ষ ক্রিকেটারদের বিশ্রাম দিয়েছে তারা।
লাথামকে বিশ্রাম দেওয়ায় বাংলাদেশ সফরে নেতৃত্ব দেবেন লকি ফার্গুসন। প্রথমবারের মতো অধিনায়কের দায়িত্ব পেয়েছেন ৩২ বছর বয়সী এই পেসার। বাংলাদেশ সফর শেষে সরাসরি বিশ্বকাপে খেলতে ভারতে যাবে নিউজিল্যান্ড।
শীর্ষ সারির খেলোয়াড়দের বিশ্রাম দিলেও নতুন মুখ হিসেবে শুধু ডিন ফক্সক্রফটই দলে ডাক পেয়েছেন। আরব আমিরাতে বিপক্ষে গত মাসে অবশ্য টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে ২৫ বছর বয়সী এই ব্যাটারের। এক বছর পর দলে ফিরেছেন ২০২২ সালে একমাত্র ওয়ানডে খেলা ডেন ক্লিভার। কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকা পেসার ট্রেন্ট বোল্ট ডাক পেয়েছেন দলে।
এবারও দ্বিতীয় সারি দল পাঠাচ্ছে না নিউজিল্যান্ড। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই এমনই দল পাঠিয়েছিল সফরকারীরা। স্কোয়াড ঘোষণা বিষয়ে এনজেডসির নতুন প্রধান নির্বাহী স্কট উইনিঙ্ক বলেছেন, ‘আগামী এপ্রিলে পাকিস্তান সফরের আগ পর্যন্ত আমাদের ঠাসা সূচি রয়েছে। এ সময় বিশ্বকাপ ও টেস্ট চ্যাম্পিয়নশিপের মতো টুর্নামেন্টের ম্যাচ রয়েছে। তাই খেলোয়াড় এবং স্টাফদের সতেজ ও ভালোভাবে তৈরি করতে সর্বোত্তম চেষ্টা করা হচ্ছে।’
নিউজিল্যান্ডের ওয়ানডে দল: লকি ফার্গুসন (অধিনায়ক), ফিন অ্যালেন, চ্যাড বোজ, উইল ইয়াং, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, ডিন ফক্সক্রফট, রাচিন রবীন্দ্র, কোল ম্যাকনকি, ডেন ক্লিভার, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ইশ সোধি, ব্লেয়ার টিকনার ও ট্রেন্ট বোল্ট।
মাসের শেষ দিকে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল—এটা আগেই জানা গিয়েছিল। আজ জানা গেছে কিউইদের স্কোয়াডও। ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।
ব্যস্ত সূচির কারণে কিছুদিন আগে নিউজিল্যান্ড সিদ্ধান্ত নিয়েছিল অদলবদল করে কোচিং স্টাফদের কাজে লাগাবে। সেই পদ্ধতি এবার খেলোয়াড়দের ক্ষেত্রেও অনুসরণ করেছে তারা। বিশ্বকাপের আগে ঝুঁকি না নিতেই শক্তিশালী দল নিয়ে আসছে না কিউইরা। টিম সাউদি, টম লাথাম, ডেভন কনওয়ের মতো শীর্ষ ক্রিকেটারদের বিশ্রাম দিয়েছে তারা।
লাথামকে বিশ্রাম দেওয়ায় বাংলাদেশ সফরে নেতৃত্ব দেবেন লকি ফার্গুসন। প্রথমবারের মতো অধিনায়কের দায়িত্ব পেয়েছেন ৩২ বছর বয়সী এই পেসার। বাংলাদেশ সফর শেষে সরাসরি বিশ্বকাপে খেলতে ভারতে যাবে নিউজিল্যান্ড।
শীর্ষ সারির খেলোয়াড়দের বিশ্রাম দিলেও নতুন মুখ হিসেবে শুধু ডিন ফক্সক্রফটই দলে ডাক পেয়েছেন। আরব আমিরাতে বিপক্ষে গত মাসে অবশ্য টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে ২৫ বছর বয়সী এই ব্যাটারের। এক বছর পর দলে ফিরেছেন ২০২২ সালে একমাত্র ওয়ানডে খেলা ডেন ক্লিভার। কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকা পেসার ট্রেন্ট বোল্ট ডাক পেয়েছেন দলে।
এবারও দ্বিতীয় সারি দল পাঠাচ্ছে না নিউজিল্যান্ড। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই এমনই দল পাঠিয়েছিল সফরকারীরা। স্কোয়াড ঘোষণা বিষয়ে এনজেডসির নতুন প্রধান নির্বাহী স্কট উইনিঙ্ক বলেছেন, ‘আগামী এপ্রিলে পাকিস্তান সফরের আগ পর্যন্ত আমাদের ঠাসা সূচি রয়েছে। এ সময় বিশ্বকাপ ও টেস্ট চ্যাম্পিয়নশিপের মতো টুর্নামেন্টের ম্যাচ রয়েছে। তাই খেলোয়াড় এবং স্টাফদের সতেজ ও ভালোভাবে তৈরি করতে সর্বোত্তম চেষ্টা করা হচ্ছে।’
নিউজিল্যান্ডের ওয়ানডে দল: লকি ফার্গুসন (অধিনায়ক), ফিন অ্যালেন, চ্যাড বোজ, উইল ইয়াং, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, ডিন ফক্সক্রফট, রাচিন রবীন্দ্র, কোল ম্যাকনকি, ডেন ক্লিভার, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ইশ সোধি, ব্লেয়ার টিকনার ও ট্রেন্ট বোল্ট।
১১০ রানে অলআউট হয়ে কার্যত ম্যাচের প্রথমার্ধেই ব্যকফুটে চলে গিয়েছিল পাকিস্তান। মিরপুর শেরেবাংলার উইকেটে নিজেদের মেলে ধরতে ব্যর্থ সফরকারী ব্যাটাররা। ম্যাচ হারের পর তাই সফরকারী দলের যত ক্ষোভ উইকেট নিয়ে। পাকিস্তান অধিনায়ক তো বলেই দিলেন, বাংলাদেশে এসে ভালো উইকেট আশা করা যায় না!
২৪ মিনিট আগেবাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ দেখতে আজ মিরপুর শেরেবাংলার গ্যালারিতে হাজির হয়েছিলেন অনেক নামীদামি ব্যক্তি। তাঁদের মধ্যে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও।
১ ঘণ্টা আগেদুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে অল্প রানে আটকে রেখে জয়ের অর্ধেক কাজ সেরে রেখেছিলেন বোলাররা। ব্যাটাররাও নিজেদের কাজ সারলেন দারুণভাবে। পারভেজ হোসেন ইমনের ফিফটি আর তাওহীদ হৃদয়ের কার্যকর এক ইনিংসের সৌজন্যে ২৭ বল হাতে রেখে ৭ উইকেটে বড় জয় পেল বাংলাদেশ। ৯ বছর বেশি সময় পর পাকিস্তানের বিপক্ষে কুড়ি ওভারের ম্যাচ
৩ ঘণ্টা আগেপ্রথম তিনটি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মতো পরের তিনটি ফাইনালেও (২০২৭,২০২৯, ২০৩১) আয়োজক হিসেবে ইংল্যান্ডের নাম ঘোষণা করেছে আইসিসি। যদিও ভারত চেয়েছিল ২০২৭ সালের আসর আয়োজন করতে। তবে অতীতের তিন আসরে ইংল্যান্ডের আয়োজনের অভিজ্ঞতা মুগ্ধ করেছে আইসিসিকে।
৩ ঘণ্টা আগে