Ajker Patrika

আইসিসি র‍্যাঙ্কিংয়ে পাকিস্তানিদের উন্নতি

আপডেট : ১০ মে ২০২৩, ২১: ৩২
আইসিসি র‍্যাঙ্কিংয়ে পাকিস্তানিদের উন্নতি

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত খেলেছে পাকিস্তান। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার মিলছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সাপ্তাহিক হালনাগাদ করা র‍্যাঙ্কিংয়েও। র‍্যাঙ্কিংয়ে দেখা যাচ্ছে পাকিস্তানি ক্রিকেটারদের দাপট।

চলতি সপ্তাহের সাপ্তাহিক র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে আজ আইসিসি। ওয়ানডেতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে সেরা পাঁচে আছেন তিন পাকিস্তানি ক্রিকেটার। র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন বাবর আজম। তিন ও চারে আছেন ফখর জামান ও ইমাম-উল-হক। দুই থেকে তিনে নেমে গেছেন ফখর। আর পাঁচ থেকে চারে উঠেছেন ইমাম। পাকিস্তান-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজে ওয়ানডে সিরিজে ৯০.৭৫ গড়ে সর্বোচ্চ ৩৬৩ রান করে হয়েছেন সিরিজসেরা। ওয়ানডেতে ৬৭ ইনিংসে ৩০০০ রান করে পাকিস্তানের দ্রুততম ব্যাটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছেন তিনি। বিশ্বের ১২ তম ব্যাটার আর পাকিস্তানের চতুর্থ ব্যাটার হিসেবে ওয়ানডেতে সেঞ্চুরির হ্যাটট্রিকও করেছেন ফখর। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাবর ও ইমাম করেন ২৭৬ রান ও ১৭৪ রান।

র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে পাকিস্তানি বোলারদের। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে সর্বোচ্চ ৯ উইকেট নিয়েছেন হারিস রউফ। বোলারদের র‍্যাঙ্কিংয়ে নয় ধাপ এগিয়ে ৪২ নম্বরে উঠে এসেছেন পাকিস্তানি এই পেসার। সবচেয়ে বড় লাফ দিয়েছেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। ১০০ এর বাইরে থেকে র‍্যাঙ্কিংয়ে ৬৯ নম্বরে উঠে এসেছেন ওয়াসিম। ৩ ম্যাচে ৬ উইকেট নিয়েছেন পাকিস্তানের এই পেসার। আর এক ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠে এসেছেন শাহিন শাহ আফ্রিদি। সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ ৮ উইকেট নিয়েছেন শাহিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত