Ajker Patrika

ভারত-নিউজিল্যান্ডের পর এবার দক্ষিণ আফ্রিকাও 

আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ২০: ০২
ভারত-নিউজিল্যান্ডের পর এবার দক্ষিণ আফ্রিকাও 

নারী-পুরুষ সমান ম্যাচ ফির ঘোষণা গত বছর দিয়েছিল ভারত ও নিউজিল্যান্ড। এবার তাদের পথে হাঁটছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। এখন থেকে দক্ষিণ আফ্রিকার ছেলে-মেয়ে উভয় ক্রিকেটাররাই সমান বেতন পাবেন। 

আন্তর্জাতিক ক্রিকেটে নারী-পুরুষ উভয়েরই সমান ম্যাচ ফির ঘোষণা গতকাল দিয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। দক্ষিণ আফ্রিকার ছেলে ক্রিকেটাররা প্রতি টেস্টের জন্য পেয়ে থাকেন সাড়ে ৪ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় তা ৪ লাখ ৯৩ হাজার টাকা। প্রত্যেক ওয়ানডের জন্য ১ হাজার ২০০ ডলার (১ লাখ ৩১ হাজার টাকা) এবং আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রতি ম্যাচের জন্য ৮০০ ডলার (৮৭ হাজার ৭২১ টাকা) পেয়ে থাকেন প্রোটিয়া ছেলে ক্রিকেটাররা। 

দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটেও সুবিধা পাচ্ছেন নারী ক্রিকেটাররা। ১১ ক্রিকেটারকে চুক্তির আওতায় আনা হবে। আগে চুক্তিতে ছিলেন ছয় ক্রিকেটার। গত দুই বছরে মেয়েদের ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করছে প্রোটিয়ারা। নিউজিল্যান্ডে ২০২২ বিশ্বকাপ ক্রিকেটে সেমিফাইনাল খেলেছিল দক্ষিণ আফ্রিকা। আর এ বছর ঘরের মাঠে আয়োজিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলেছিল প্রোটিয়ারা। ছেলে-মেয়ে সব ধরনের ক্রিকেটে এটাই দক্ষিণ আফ্রিকার ইতিহাসে প্রথমবার কোনো দলের ফাইনাল। 

এ ছাড়া আইসিসি ইভেন্টে নারী-পুরুষ উভয় ক্রিকেটাররা সমান প্রাইজমানি পাবেন। গত জুলাইয়ে ক্রিকেটের অভিভাবক সংস্থা তা ঘোষণা করেছে। ২০৩০-এর মধ্যে তা কার্যকর হবে। ২০২০ ও ২০২৩ নারীদের দুই টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পেয়েছিল ১০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় ১০ কোটি ৯৪ লাখ টাকা)। দুই টুর্নামেন্টেই রানার্সআপ দল পেয়েছিল ৫ লাখ ডলার (৫ কোটি ৪৭ লাখ টাকা)। আর ২০২২ নারী ক্রিকেট বিশ্বকাপে প্রাইজমানি ছিল ৩৫ লাখ ডলার (৩৮ কোটি ৩০ লাখ টাকা)। এর আগে ২০১৭ সালে ছিল ২০ লাখ ডলার (২১ কোটি ৮৮ লাখ টাকা)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত