মোদির সাত বছর: ভারতের অর্থনীতির বেহাল চিত্র
অর্থনীতি নিম্নমুখী হওয়ার পেছনে করোনার চেয়ে অন্য কারণই বেশি গুরুত্বপূর্ণ। মোদি যখন ক্ষমতা নেয় তখন দেশটির জিডিপি ছিল ৭–৮ শতাংশ, যা দেশটির ইতিহাসের সর্বোচ্চ। ২০১৯–২০ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে তা ৩ দশমিক ১ শতাংশে নেমে আসে, যা সর্বনিম্ন।