Ajker Patrika

ভারতে ৭৭ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন

আপডেট : ০৭ জুলাই ২০২১, ১৯: ৫৮
ভারতে ৭৭ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন

অবশেষে নানা জল্পনার মধ্যেই ভারতের মন্ত্রিসভার সদস্যরা শপথ নিলেন। এ মন্ত্রিসভায় সদস্য হিসেবে রয়েছেন ৪৩ জন। এখনো সুনির্দিষ্টভাবে তাঁদের দপ্তর ঘোষণা না হলেও তালিকাটি প্রকাশ করা হয়েছে। এতে একেবারে নতুন সদস্য হিসেবে যোগ দিচ্ছেন ৩৬ জন। সব মিলিয়ে দেশটির মন্ত্রিসভার সদস্য সংখ্যা ৭৭–এ দাঁড়াল। 

ভারতের মন্ত্রিসভায় বড় রদবদল নিয়ে সারা দিনই আলোচনা চলছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্ত্রিসভা ঢেলে সাজানোর কথা বলেছিলেন। দপ্তর বদল থেকে শুরু করে মন্ত্রিসভায় নতুন সদস্য যোগ যুক্ত হওয়ার বিষয়ে নানা আলোচনা শুরু হয়। এর মধ্যেই স্বাস্থ্য ও শিক্ষামন্ত্রী নিজেদের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ মাথায় নিয়েই পদত্যাগ করেছেন। পরে এর সঙ্গে যোগ দেন আরও ১০ মন্ত্রী–প্রতিমন্ত্রী। তাঁদের সবার পদত্যাগপত্র ভারতের প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দ গ্রহণ করেছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যান।

করোনাভাইরাস পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হওয়াসহ নানা কারণেই মন্ত্রিসভা রদবদলের ঘোষণা দিয়েছিল মোদি সরকার। সেই ঘোষণা মেনে আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় মন্ত্রিসভার নতুন সদস্যরা শপথ নেন। এর মধ্যে সবাই অবশ্য নতুন নন। কেউ কেউ পদোন্নতি পেয়ে প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হয়েছেন। একেবারে নতুন সদস্য হিসেবে মন্ত্রিসভায় ৩৬ জন যোগ দিচ্ছেন বলে জানিয়েছে দেশটির স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম। 

নতুন সদস্যদের নিয়ে ভারতের নতুন মন্ত্রিসভার সদস্য সংখ্যা দাঁড়াল ৭৭–এ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ মন্ত্রিসভায় স্থান পাওয়া নতুন–পুরোনো সদস্যদের নাম প্রকাশ করা হয়েছে। এতে রয়েছেন– নারায়ণ রানে, সর্বানন্দ সোনোয়াল, ডা. বীরেন্দ্র কুমার, জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া, রামচন্দ্র প্রসাদ সিং, অশ্বিনী বৈষ্ণব, পশুপতি পরশ, কিরেন রিজিজু, রাজ কুমার সিংহ, হরদীপ সিং পুরি, মানসুখ মান্দাভিয়া, ভূপেন্দ্র যাদব, প্রশোত্তম রুপালা, জি কিশান রেড্ডি, অনুরাগ সিং ঠাকুর, পঙ্কজ চৌধুরী, অনুপ্রিয়া সিং প্যাটেল, সত্য পাল সিং বাঘেল, রাজীব চন্দ্রশেখর,শোভা করনদলাজে, ভানু প্রতাপ সিং ভার্মা, দর্শনা বিক্রম জর্দোশ, মীনাক্ষী লেখি, অন্নপূর্ণা দেবী, এ নারায়ণস্বামী, কৌশল কিশোর, অজয় ভট্ট, বিএল ভার্মা, অজয় কুমার, চৌহান দেবসিংহ, ভাগওয়ানথ খুবা, কপিল মোরেশ্বর পাতিল, প্রতীম ভৌমিক, ড. সুভাষ সরকার, ড. ভাগবত কিষাণরাও কারাদ, ড. রাজকুমার রঞ্জন সিং, ড. ভারতী প্রবীণ পাওয়ার, বিশ্বেশ্বর টুডু, শান্তনু ঠাকুর, ড. মুঞ্জাপাড়া মহেন্দ্রভাই, জন বারলা, ড. এল মুরুগান ও নিশিথ প্রামাণিক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত