Ajker Patrika

১০ গুণ বেশি মেডিকেল অক্সিজেন উৎপাদন করছে ভারত, দাবি মোদির

আপডেট : ৩০ মে ২০২১, ১৪: ২৪
১০ গুণ বেশি মেডিকেল অক্সিজেন উৎপাদন করছে ভারত, দাবি মোদির

ঢাকা: বর্তমানে ভারত আগের চেয়ে ১০ গুণ বেশি মেডিকেল অক্সিজেন উৎপাদন করছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ রোববার 'মন কে বাত' অনুষ্ঠানে তিনি এমনটি বলেন।

করোনার বিরুদ্ধে যুদ্ধে ভারতীয় সরকারের তৎপরতা উল্লেখ করতে গিয়ে মোদি বলেন, ‘স্বাভাবিক সময়ে আমরা ৯০০ মেট্রিক টন মেডিকেল অক্সিজেন উৎপাদন করতাম। কিন্তু এখন দিনে সাড়ে ৯ হাজার অক্সিজেন উৎপাদন করছি।’

কয়েক সপ্তাহ আগেও ভারতে বিভিন্ন রাজ্যের হাসপাতালগুলোতে অক্সিজেন সংকট তীব্র ছিল। অক্সিজেনের অভাবে দেশটিতে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। সংকট দূর করতে এরই মধ্যে অক্সিজেন রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত।

দেশটিতে করোনার সংক্রমণ কমলেও মৃত্যু এখনো কমেনি। গত ২৪ ঘণ্টায় ভারতে ৩ হাজার ৪৬০ জনের মৃত্যু হয়েছে।

গত এক দিন ভারতে ১ লাখ ৬৫ হাজার ৫৫৩ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। গত দেড় মাসের বেশি সময়ের মধ্যে যা সর্বনিম্ন। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৭৮ লাখ ৯৪ হাজার ৮০০ জন। ভারতে এ পর্যন্ত করোনায় মারা গেছে ৩ লাখ ২৫ হাজার ৯৭২ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

ধানমন্ডি ৩২ নম্বরে শিবির নেতা, ছাত্রলীগ সন্দেহে মারধর করল ছাত্রদল

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ: ভাতা দ্বিগুণ হয়ে ১২০০, ঘণ্টায় সম্মানী ২৫০০ থেকে বেড়ে ৩৬০০ টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত