ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) একজন তৃণমূল সদস্য গোবিন্দ পাসি। উত্তর প্রদেশ রাজ্যের বালাই গ্রামের বাসিন্দা তিনি। পাসির অভিযোগ, তিনি স্ত্রীসহ করোনায় আক্রান্ত হলেও দলের কোনো সাহায্য পাননি। চিকিৎসার অভাবে স্ত্রী মারা গেছেন।
৪৫ বছরের গোবিন্দ পাসি বলেন, ‘আমার হৃদয় ভেঙে গেছে। আমার যখন সাহায্য দরকার ছিল, তখন কেউ এগিয়ে আসেনি। করোনার সংক্রমণ বাড়ার পর ভারতের গঙ্গা নদীতে বেশ কয়েকটি মৃতদেহ ভেসে আসতে দেখা গেছে। ধারণা করা হয়, সৎকার করতে না পারায় তাঁদের ভাসিয়ে দেওয়া হয়।’
এ নিয়ে উত্তর প্রদেশের উন্নাও জেলা বিজেপির ভাইস প্রেসিডেন্ট আনন্দ অবস্তী জানান, তিনি পাসির স্ত্রীর মৃত্যুর কথা জানেন। তাঁর দল পাসিকে আর্থিক সহায়তা দেওয়ার চেষ্টা করছে। অবস্তী বলেন, পাসির স্ত্রী করোনায় মারা গেছেন কি না, তা নিয়ে কিছুটা দ্বিধা ছিল বলেই এই বিলম্ব।
শুধু পাসি নন, তাঁর মতো বিজেপির তৃণমূল এবং মধ্যম পর্যায়ের অনেক নেতাই করোনা নিয়ন্ত্রণ ইস্যুতে মোদি সরকারের ওপর হতাশ। এরই মধ্যে ভারতের উত্তর প্রদেশের ছয়জন বিধায়ক করোনায় পর্যাপ্ত সহায়তা না পাওয়ায় সরকারের সমালোচনা করে চিঠি লিখেছেন। বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে চিঠিটি উল্লেখ করা হয়েছে।
নয়াদিল্লি বিজেপির একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, প্রাথমিক চিকিৎসা পরিষেবা সরবরাহে ব্যর্থতা, লকডাউন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, মেডিকেল অক্সিজেন সিলিন্ডারের অস্বাভাবিক ঘাটতির কারণে সাময়িক কর্মবিরতিতে যান তিনি।
বিজেপি ভারতের অন্যতম বৃহৎ দল। দলটির প্রায় ১৫ কোটি নেতা–কর্মী রয়েছেন। তবে সারা ভারতে নেতা–কর্মীরা দলের কেন্দ্রীয় নেতৃত্বের ওপর কতটা ক্ষুব্ধ সেটি সঠিকভাবে নির্ণয় করা না গেলেও, এর আগে বিজেপির কোনো নেতা–কর্মীকে মোদির বিরুদ্ধে এভাবে কথা বলতে শোনা যায়নি।
অবশ্য এ নিয়ে বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যালয়ের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি।
রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলে বিজেপির জ্যেষ্ঠ নেতা কৈলাস বিজয় বর্গীয় দাবি করেন, দলের ভেতর কোনো অসন্তোষ নেই।
গত বছরের শুরুর দিক থেকে ভারতে নভেল করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ পরিলক্ষিত হয়। তবে এর আগে থেকেই ভারতের অর্থনীতি দ্যুতি হারানোয় সমালোচনার মুখে পড়েন মোদি। আর এবার করোনার সংক্রমণ বাড়ার পর ভারতে হাসপাতালের শয্যা এবং মেডিকেল অক্সিজেনের সংকট তীব্র হলে সেটি আরও প্রকাশ্য হয়ে পড়ে।
বিশ্লেষকেরা বলছেন, পাসির মতো তৃণমূল নেতারাই বিজেপির ভোটযন্ত্র হিসেবে কাজ করে। আর তাঁদের অসন্তোষ বিজেপিকে বেকায়দায় ফেলে দিতে পারে।
এ নিয়ে ভারতের কলামিস্ট সুহাশ পাল শিকার বলেন, এসব কারণে আগামী নির্বাচনগুলোয় বিজেপির পক্ষে কম লোকই ভোট দেবেন।
আর ছয় মাস পরই ভারতের উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচন। এই নির্বাচনে খারাপ ফল করলে বিজেপির বড় ক্ষতি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। যদিও কেন্দ্রে বিজেপির ক্ষমতার মেয়াদ ২০২৪ সাল পর্যন্ত।
গত মাসে ভারতে চালানো দুটি মতামত জরিপে দেখা গেছে, মোদির জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। তবে তাঁর প্রতিদ্বন্দ্বীদের চেয়ে তিনি এখনো এগিয়ে।
ভারতে বিরোধী দলগুলোর মধ্যে ঐক্য না থাকাও মোদির জন্য আরেকটি সুযোগ বলে মনে করছেন বিশ্লেষকেরা। ভারতের ছোট রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা মোদিকে হারাতে এক জোট হতে চায়। কিন্তু প্রধান বিরোধী দল কংগ্রেস এ নিয়ে কোনো মন্তব্য করছে না।
এদিকে বিজেপি সরকার জনসমর্থন আদায়ে উঠেপড়ে লেগেছে। জুনের শেষ নাগাদ সংক্রমণ কমে আসায় মোদি টেলিভিশনে এসে জানিয়েছেন–কীভাবে তিনি করোনাকে নিয়ন্ত্রণে এনেছেন এবং তাঁর সরকার কী কী উদ্যোগ নিয়েছে।
করোনা নিয়ন্ত্রণ নিয়ে ভারতীয়রা নরেন্দ্র মোদির ওপর ক্ষুব্ধ কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ভারতের জাতীয় দৈনিক ভাস্কর–এর জাতীয় বিভাগের সম্পাদক ওম গৌড় বলেন, ২৮টি রাজ্যের মধ্যে ১২টি থেকে পাওয়া প্রতিবেদনে দেখা গেছে, বিজেপির জনপ্রিয়তা কমেছে। নরেন্দ্র মোদি গত সাত বছরে এত কঠিন সময় আর পার করেননি।
বিজেপির সাধারণ সম্পাদক মুরালিধর রাও বলেন, মোদির ওপর কেউ ক্ষুব্ধ কি না, তা তিনি জানেন না। আসন্ন নির্বাচনে কী হবে তা নিয়ে এখনই আলোচনা করা উচিত হবে না। জনগণকে ভ্যাকসিন দেওয়াই এখন আমাদের প্রধান অ্যাজেন্ডা।
ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) একজন তৃণমূল সদস্য গোবিন্দ পাসি। উত্তর প্রদেশ রাজ্যের বালাই গ্রামের বাসিন্দা তিনি। পাসির অভিযোগ, তিনি স্ত্রীসহ করোনায় আক্রান্ত হলেও দলের কোনো সাহায্য পাননি। চিকিৎসার অভাবে স্ত্রী মারা গেছেন।
৪৫ বছরের গোবিন্দ পাসি বলেন, ‘আমার হৃদয় ভেঙে গেছে। আমার যখন সাহায্য দরকার ছিল, তখন কেউ এগিয়ে আসেনি। করোনার সংক্রমণ বাড়ার পর ভারতের গঙ্গা নদীতে বেশ কয়েকটি মৃতদেহ ভেসে আসতে দেখা গেছে। ধারণা করা হয়, সৎকার করতে না পারায় তাঁদের ভাসিয়ে দেওয়া হয়।’
এ নিয়ে উত্তর প্রদেশের উন্নাও জেলা বিজেপির ভাইস প্রেসিডেন্ট আনন্দ অবস্তী জানান, তিনি পাসির স্ত্রীর মৃত্যুর কথা জানেন। তাঁর দল পাসিকে আর্থিক সহায়তা দেওয়ার চেষ্টা করছে। অবস্তী বলেন, পাসির স্ত্রী করোনায় মারা গেছেন কি না, তা নিয়ে কিছুটা দ্বিধা ছিল বলেই এই বিলম্ব।
শুধু পাসি নন, তাঁর মতো বিজেপির তৃণমূল এবং মধ্যম পর্যায়ের অনেক নেতাই করোনা নিয়ন্ত্রণ ইস্যুতে মোদি সরকারের ওপর হতাশ। এরই মধ্যে ভারতের উত্তর প্রদেশের ছয়জন বিধায়ক করোনায় পর্যাপ্ত সহায়তা না পাওয়ায় সরকারের সমালোচনা করে চিঠি লিখেছেন। বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে চিঠিটি উল্লেখ করা হয়েছে।
নয়াদিল্লি বিজেপির একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, প্রাথমিক চিকিৎসা পরিষেবা সরবরাহে ব্যর্থতা, লকডাউন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, মেডিকেল অক্সিজেন সিলিন্ডারের অস্বাভাবিক ঘাটতির কারণে সাময়িক কর্মবিরতিতে যান তিনি।
বিজেপি ভারতের অন্যতম বৃহৎ দল। দলটির প্রায় ১৫ কোটি নেতা–কর্মী রয়েছেন। তবে সারা ভারতে নেতা–কর্মীরা দলের কেন্দ্রীয় নেতৃত্বের ওপর কতটা ক্ষুব্ধ সেটি সঠিকভাবে নির্ণয় করা না গেলেও, এর আগে বিজেপির কোনো নেতা–কর্মীকে মোদির বিরুদ্ধে এভাবে কথা বলতে শোনা যায়নি।
অবশ্য এ নিয়ে বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যালয়ের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি।
রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলে বিজেপির জ্যেষ্ঠ নেতা কৈলাস বিজয় বর্গীয় দাবি করেন, দলের ভেতর কোনো অসন্তোষ নেই।
গত বছরের শুরুর দিক থেকে ভারতে নভেল করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ পরিলক্ষিত হয়। তবে এর আগে থেকেই ভারতের অর্থনীতি দ্যুতি হারানোয় সমালোচনার মুখে পড়েন মোদি। আর এবার করোনার সংক্রমণ বাড়ার পর ভারতে হাসপাতালের শয্যা এবং মেডিকেল অক্সিজেনের সংকট তীব্র হলে সেটি আরও প্রকাশ্য হয়ে পড়ে।
বিশ্লেষকেরা বলছেন, পাসির মতো তৃণমূল নেতারাই বিজেপির ভোটযন্ত্র হিসেবে কাজ করে। আর তাঁদের অসন্তোষ বিজেপিকে বেকায়দায় ফেলে দিতে পারে।
এ নিয়ে ভারতের কলামিস্ট সুহাশ পাল শিকার বলেন, এসব কারণে আগামী নির্বাচনগুলোয় বিজেপির পক্ষে কম লোকই ভোট দেবেন।
আর ছয় মাস পরই ভারতের উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচন। এই নির্বাচনে খারাপ ফল করলে বিজেপির বড় ক্ষতি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। যদিও কেন্দ্রে বিজেপির ক্ষমতার মেয়াদ ২০২৪ সাল পর্যন্ত।
গত মাসে ভারতে চালানো দুটি মতামত জরিপে দেখা গেছে, মোদির জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। তবে তাঁর প্রতিদ্বন্দ্বীদের চেয়ে তিনি এখনো এগিয়ে।
ভারতে বিরোধী দলগুলোর মধ্যে ঐক্য না থাকাও মোদির জন্য আরেকটি সুযোগ বলে মনে করছেন বিশ্লেষকেরা। ভারতের ছোট রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা মোদিকে হারাতে এক জোট হতে চায়। কিন্তু প্রধান বিরোধী দল কংগ্রেস এ নিয়ে কোনো মন্তব্য করছে না।
এদিকে বিজেপি সরকার জনসমর্থন আদায়ে উঠেপড়ে লেগেছে। জুনের শেষ নাগাদ সংক্রমণ কমে আসায় মোদি টেলিভিশনে এসে জানিয়েছেন–কীভাবে তিনি করোনাকে নিয়ন্ত্রণে এনেছেন এবং তাঁর সরকার কী কী উদ্যোগ নিয়েছে।
করোনা নিয়ন্ত্রণ নিয়ে ভারতীয়রা নরেন্দ্র মোদির ওপর ক্ষুব্ধ কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ভারতের জাতীয় দৈনিক ভাস্কর–এর জাতীয় বিভাগের সম্পাদক ওম গৌড় বলেন, ২৮টি রাজ্যের মধ্যে ১২টি থেকে পাওয়া প্রতিবেদনে দেখা গেছে, বিজেপির জনপ্রিয়তা কমেছে। নরেন্দ্র মোদি গত সাত বছরে এত কঠিন সময় আর পার করেননি।
বিজেপির সাধারণ সম্পাদক মুরালিধর রাও বলেন, মোদির ওপর কেউ ক্ষুব্ধ কি না, তা তিনি জানেন না। আসন্ন নির্বাচনে কী হবে তা নিয়ে এখনই আলোচনা করা উচিত হবে না। জনগণকে ভ্যাকসিন দেওয়াই এখন আমাদের প্রধান অ্যাজেন্ডা।
শেখ হাসিনার পতনের পর বিভিন্ন ইস্যুতে কূটনৈতিক পর্যায়ে বাগ্যুদ্ধের পর প্রতিবেশী ভারত ও বাংলাদেশ সম্প্রতি পাল্টাপাল্টি বাণিজ্য বিধিনিষেধ আরোপ করছে। এতে উভয় দেশের ব্যবসায়ীরা সম্ভাব্য ক্ষতির মুখে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে।
১ দিন আগেআব্দুল বাসিত সতর্ক করে বলেন, আগামী কয়েক সপ্তাহই ‘পরিস্থিতি কীভাবে এগোবে তা নির্ধারণ করবে।’ তিনি বলেন, ‘জেনারেল মুনির কীভাবে এই সংকট মোকাবিলা করেন, তা তাঁকে একজন সৈনিক হিসেবে, একজন ক্ষমতাধর ব্যক্তি হিসেবে এবং পাকিস্তান কী ধরনের আঞ্চলিক অভিনেতা হতে চায়—তা সংজ্ঞায়িত করবে এবং এই মুহূর্তে সেই পছন্দটি মূল
২ দিন আগেএই ধরনের হামলা প্রায়শই প্রতিশোধ হিসেবে চালানো হয়। যখন কোনো সামরিক ইউনিট আক্রান্ত হয়, তখন সেখানকার কর্মীরা পাল্টা ব্যবস্থা হিসেবে এমন অভিযান চালায়। তবে এই ধরনের অভিযান কখনোই নিশ্চিত করা হয় না। এর উদ্দেশ্য হলো অন্য দেশকে একটি বার্তা দেওয়া, কিন্তু এমন পরিস্থিতি তৈরি না করা যাতে তারা পাল্টা জবাব দিতে
২ দিন আগেযুক্তরাষ্ট্রের সেলেম স্টেট ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক কানিষ্কম সাতাশিভম নিউজউইককে বলেন, জনসংখ্যা এবং জিডিপির ক্ষেত্রে ভারসাম্যহীনতা থাকলেও দুই দেশের সামরিক শক্তি ‘ততটা ভিন্ন নয়।’ তিনি জানান, ১৯৭১ সালের যুদ্ধে পরাজয়ের পর পাকিস্তান নিশ্চিত করেছে যে তাদের সক্ষমতা ‘অন্তত ভারতের
২ দিন আগে