হিরুর নৌকার লোকেরা পলাইবার জায়গা পাবে না: মতবিনিময় সভায় আ.লীগ নেতা
‘নৌকা বলি না, আমরা হিরুর নৌকা বলি, হিরু! হিরু! হিরুর (নৌকার প্রার্থী) লোকেরা পলাইবার জায়গা পাবে না। ৭ তারিখ (৭ জানুয়ারি) যে জাগরণ সৃষ্টি হবে এই নরসিংদীতে, এই জাগরণের পরিণতিতে কামরুল ভাই (আওয়ামী লীগের বিদ্রোহী, স্বতন্ত্র প্রার্থী) বিপুল ভোটে জয়ী হবেন।’ গতকাল বুধবার বিকেলে নরসিংদীর মাধবদী থানা আওয়ামী