Ajker Patrika

মাধবদীতে নিজ বাসার খাটে পড়ে ছিল মিষ্টির কারিগরের রক্তাক্ত লাশ

নরসিংদী প্রতিনিধি
মাধবদীতে নিজ বাসার খাটে পড়ে ছিল মিষ্টির কারিগরের রক্তাক্ত লাশ

নরসিংদীর মাধবদীতে নিজ বাসা থেকে নির্মল দেবনাথ (৪৫) নামের এক মিষ্টির কারিগরের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার নূরালাপুর ইউনিয়নের দক্ষিণ বিরামপুরে এই ঘটনা ঘটে।

নিহত নির্মল দেবনাথ মাধবদী পৌর শহরের জলখাবার মিষ্টি দোকানের কারিগর ও কিশোরগঞ্জের বাজিতপুরের সরারচর কোতালিয়া এলাকার রঞ্জিত দেবনাথের ছেলে। তিনি দক্ষিণ বিরামপুরে নিজ মালিকানাধীন একটি একতলা বাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতেন।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধূরী এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের স্ত্রী মনি দেবনাথ বলেন, ভাইফোঁটা উপলক্ষে গতকাল মঙ্গলবার সন্তানদের নিয়ে শিবপুর উপজেলার শাষপুর এলাকায় বাবার বাড়ি বেড়াতে যান তিনি। স্বামী নির্মল দেবনাথ দোকান থেকে ফিরে রাতে বাড়িতে একাই ছিলেন। পরীক্ষা থাকায় তাঁর ছেলে স্কুলছাত্র অর্থ দেবনাথ আজ বুধবার সকালে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে সে ঘরের দরজা খোলা দেখতে পায় এবং খাটে তার বাবার গলাকাটা রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে। এ সময় ঘরের বিভিন্ন জিনিসপত্র এলোমেলো ও রান্নাঘরের ভেন্টিলেটর ভাঙা পাওয়া যায়।

খবর পেয়ে জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), গোয়েন্দা পুলিশসহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম সোহাগ ও অনির্বাণ চৌধূরী ঘটনাস্থল পরিদর্শন করেন। দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধূরী আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘরের খাট থেকে রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। ঘরের ভেন্টিলেটর ভাঙা ছিল। তা ছাড়া ঘরের কাপড়চোপড়সহ বিভিন্ন আসবাবপত্র এলোমেলো অবস্থায় পাওয়া গেছে। তদন্তের পর পরিবারের অভিযোগ অনুযায়ী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত