নরসিংদীতে যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যার অভিযোগ
নরসিংদীতে রানা আকবর মোল্লা (৩৫) নামে এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে শহরের কাউরিয়াপাড়া এলাকায় পৌর ঈদগাহ মাঠে এই হত্যার ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে, তাকে গুলি করে হত্যা করা হয়েছে কি না, তা ময়নাতদন্তের পর বলা যাবে।