Ajker Patrika

নরসিংদীতে ছাত্রশিবিরের ৩ কর্মী কারাগারে

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ১৬: ৫০
নরসিংদীতে ছাত্রশিবিরের ৩ কর্মী কারাগারে

নরসিংদীতে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ছাত্রশিবিরের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার তাঁদের আদালতে হাজির তিন দিনের রিমান্ড আবেদন করে পুলিশ, পরে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে শহরে এক মাদ্রাসার শিক্ষকের বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাশেম ভূঁইয়া আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তার কর্মীরা হলেন রায়পুরা এলাকার মো. বিল্লাল হোসাইম (২২), মনোহরদীর শফিকুল ইসলাম (১৯) এবং একই উপজেলার আরাফাত (১৯)। তাঁরা সবাই নরসিংদী জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসার বিভিন্ন বর্ষের শিক্ষার্থী। 

সদর থানার ওসি মো. আবুল কাশেম ভূঁইয়া বলেন, ‘নরসিংদীর গাবতলীতে এক মাদ্রাসার শিক্ষক ও জেলা জামায়াতের কোষাধ্যক্ষ মকবুল হোসেনের বাড়ি থেকে তিনজনকে নাশকতা মামলায় গ্রেপ্তার করা হয়। মামলার ঘটনায় জড়িত থাকার সপক্ষে তদন্তকালে প্রাপ্ত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়। আসামিদের তিন দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হলে বিচারক তাদের কারাগারে পাঠিয়েছেন, পরবর্তীতে রিমান্ড শুনানি হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

একে একে আট বিয়ে, নয়বারের বেলায় গ্রেপ্তার ‘লুটেরা দুলহান’

অদৃশ্য শর্তে ১৫% ছাড় ট্রাম্পের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত