রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় একটি গরুর খামার থেকে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম সোহাগ মিয়া (৩৫)। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার মহেশপুর ইউনিয়নের আলগী বাজারে মাশাল্লাহ ডেইরি গরু ফার্ম থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান আজকের পত্রিকাকে জানান, ঘটনাস্থল থেকে ব্লেড ও সিরিঞ্জের সুই উদ্ধার করা হয়েছে।
নিহত সোহাগ কিশোরগঞ্জের কুলিয়ারচর বিথিয়ারকান্দি এলাকার শাহিদুল ইসলামের ছেলে। তিনি এক বছর ধরে রায়পুরা উপজেলার মাশাআল্লাহ ডেইরি গরু ফার্মের কর্মচারী হিসেবে কাজ করতেন।
ফার্ম কর্তৃপক্ষের দাবি, সোহাগ কয়েক দিন যাবৎ পারিবারিক সমস্যার জন্য মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। পারিবারিক হতাশা থেকে নিজেই গলায় ব্লেড দিয়ে আঘাত করে আত্মহত্যা করেছেন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো আজগর হোসেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম।
প্রত্যক্ষদর্শী ফার্মের আরেক কর্মচারী রকিব বলেন, ‘সোহাগ ঘটনার আগের রাতে সারা রাত জেগে ছিল। সে সকালে বলতে থাকে, ভালো লাগছে না, আমার স্ত্রী-সন্তানকে ওরা মেরে ফেলেছে। আমি বেঁচে থেকে লাভ কি? এসব কথা বলে বারবার পায়চারি করছিল। তখন তার মধ্যে এক ধরনের হতাশা ও অস্থিরতা দেখা যায়। আমরা কাজে ব্যস্ত থাকি। হঠাৎ দেখতে পাই সে একটি ব্লেড দিয়ে তার নিজের গলায় আঘাত করে। অতিরিক্ত রক্তক্ষরণ দেখে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে তার আগেই মৃত্যু হয়।’
ফার্মটির মালিক হুমায়ুন মিয়া বলেন, ‘কয়েক দিন যাবৎ তিনি পারিবারিক সমস্যায় মানসিক সমস্যায় ভুগছিলেন। সকালেও তার সঙ্গে কথা বলেছি। পারিবারিক হতাশা থেকে নিজেই নিজের গলায় ব্লেড চালিয়ে আত্মহত্যা করেছেন। আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেছি।’
নিহতের স্ত্রী মোসেনা বলেন, ‘সোহাগের সৎ ভাই-বোনেরা বিভিন্ন বিষয় নিয়ে আমাকে ও সন্তানদের অত্যাচার ও মারধর করত। এসব বিষয়গুলো তাকে ফোনে বলি, এ নিয়েই মূলত সে মানসিক চাপে ছিল। বৃহস্পতিবার সকালে খবর পাই সে মারা গেছে।’
রায়পুরা থানার ওসি মো. আজিজুর রহমান জানান, পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে বাড়িতে জমিজমা বিষয় নিয়ে পারিবারিকভাবে তাদের মধ্যে কিছুটা ঝামেলা ছিল। গলায় ব্লেডের আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নরসিংদীর রায়পুরায় একটি গরুর খামার থেকে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম সোহাগ মিয়া (৩৫)। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার মহেশপুর ইউনিয়নের আলগী বাজারে মাশাল্লাহ ডেইরি গরু ফার্ম থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান আজকের পত্রিকাকে জানান, ঘটনাস্থল থেকে ব্লেড ও সিরিঞ্জের সুই উদ্ধার করা হয়েছে।
নিহত সোহাগ কিশোরগঞ্জের কুলিয়ারচর বিথিয়ারকান্দি এলাকার শাহিদুল ইসলামের ছেলে। তিনি এক বছর ধরে রায়পুরা উপজেলার মাশাআল্লাহ ডেইরি গরু ফার্মের কর্মচারী হিসেবে কাজ করতেন।
ফার্ম কর্তৃপক্ষের দাবি, সোহাগ কয়েক দিন যাবৎ পারিবারিক সমস্যার জন্য মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। পারিবারিক হতাশা থেকে নিজেই গলায় ব্লেড দিয়ে আঘাত করে আত্মহত্যা করেছেন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো আজগর হোসেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম।
প্রত্যক্ষদর্শী ফার্মের আরেক কর্মচারী রকিব বলেন, ‘সোহাগ ঘটনার আগের রাতে সারা রাত জেগে ছিল। সে সকালে বলতে থাকে, ভালো লাগছে না, আমার স্ত্রী-সন্তানকে ওরা মেরে ফেলেছে। আমি বেঁচে থেকে লাভ কি? এসব কথা বলে বারবার পায়চারি করছিল। তখন তার মধ্যে এক ধরনের হতাশা ও অস্থিরতা দেখা যায়। আমরা কাজে ব্যস্ত থাকি। হঠাৎ দেখতে পাই সে একটি ব্লেড দিয়ে তার নিজের গলায় আঘাত করে। অতিরিক্ত রক্তক্ষরণ দেখে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে তার আগেই মৃত্যু হয়।’
ফার্মটির মালিক হুমায়ুন মিয়া বলেন, ‘কয়েক দিন যাবৎ তিনি পারিবারিক সমস্যায় মানসিক সমস্যায় ভুগছিলেন। সকালেও তার সঙ্গে কথা বলেছি। পারিবারিক হতাশা থেকে নিজেই নিজের গলায় ব্লেড চালিয়ে আত্মহত্যা করেছেন। আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেছি।’
নিহতের স্ত্রী মোসেনা বলেন, ‘সোহাগের সৎ ভাই-বোনেরা বিভিন্ন বিষয় নিয়ে আমাকে ও সন্তানদের অত্যাচার ও মারধর করত। এসব বিষয়গুলো তাকে ফোনে বলি, এ নিয়েই মূলত সে মানসিক চাপে ছিল। বৃহস্পতিবার সকালে খবর পাই সে মারা গেছে।’
রায়পুরা থানার ওসি মো. আজিজুর রহমান জানান, পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে বাড়িতে জমিজমা বিষয় নিয়ে পারিবারিকভাবে তাদের মধ্যে কিছুটা ঝামেলা ছিল। গলায় ব্লেডের আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কিছু কিছু লোক বিদেশে টাকা পাচার করার জন্যই কল-কারখানা করেছেন বলে মন্তব্য করে নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ভালো মালিকও আছেন যাদের কারণে রপ্তানি বাড়ছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় রাজশাহীতে জাতীয় পেশাগত...
৩৬ মিনিট আগেচাঁদপুরের শাহরাস্তিতে সিজারিয়ান অপারেশনের ত্রুটিজনিত ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে একটি বেসরকারি হাসপাতালে ভাঙচুর ও তালা লাগিয়ে দিয়েছেন নিহতের স্বজনরা। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ঠাকুর বাজার এলাকার শাহরাস্তি জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (বেলা ১ টা) হাসপাতালটি..
১ ঘণ্টা আগেকক্সবাজারের চকরিয়া উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে সোহায়েত হোসেন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের আজমনগর গ্রামে এই ঘটনা ঘটে। সোহায়েত বদরখালী ইউনিয়নের মগনামাপাড়া গ্রামের নুরুল আজিজের পুত্র।
২ ঘণ্টা আগেখুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের নন্দন প্রতাপ এলাকায় আল-আমীন শিকদার (৩৩) নামের এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আল আমিন ওই গ্রামের কাওসার শিকদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করে দিঘলিয়ার কামারগাতী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই জামিল বলেন, আজ শনিবার ভোর আনুমানিক সাড়ে...
২ ঘণ্টা আগে