রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় একটি গরুর খামার থেকে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম সোহাগ মিয়া (৩৫)। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার মহেশপুর ইউনিয়নের আলগী বাজারে মাশাল্লাহ ডেইরি গরু ফার্ম থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান আজকের পত্রিকাকে জানান, ঘটনাস্থল থেকে ব্লেড ও সিরিঞ্জের সুই উদ্ধার করা হয়েছে।
নিহত সোহাগ কিশোরগঞ্জের কুলিয়ারচর বিথিয়ারকান্দি এলাকার শাহিদুল ইসলামের ছেলে। তিনি এক বছর ধরে রায়পুরা উপজেলার মাশাআল্লাহ ডেইরি গরু ফার্মের কর্মচারী হিসেবে কাজ করতেন।
ফার্ম কর্তৃপক্ষের দাবি, সোহাগ কয়েক দিন যাবৎ পারিবারিক সমস্যার জন্য মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। পারিবারিক হতাশা থেকে নিজেই গলায় ব্লেড দিয়ে আঘাত করে আত্মহত্যা করেছেন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো আজগর হোসেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম।
প্রত্যক্ষদর্শী ফার্মের আরেক কর্মচারী রকিব বলেন, ‘সোহাগ ঘটনার আগের রাতে সারা রাত জেগে ছিল। সে সকালে বলতে থাকে, ভালো লাগছে না, আমার স্ত্রী-সন্তানকে ওরা মেরে ফেলেছে। আমি বেঁচে থেকে লাভ কি? এসব কথা বলে বারবার পায়চারি করছিল। তখন তার মধ্যে এক ধরনের হতাশা ও অস্থিরতা দেখা যায়। আমরা কাজে ব্যস্ত থাকি। হঠাৎ দেখতে পাই সে একটি ব্লেড দিয়ে তার নিজের গলায় আঘাত করে। অতিরিক্ত রক্তক্ষরণ দেখে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে তার আগেই মৃত্যু হয়।’
ফার্মটির মালিক হুমায়ুন মিয়া বলেন, ‘কয়েক দিন যাবৎ তিনি পারিবারিক সমস্যায় মানসিক সমস্যায় ভুগছিলেন। সকালেও তার সঙ্গে কথা বলেছি। পারিবারিক হতাশা থেকে নিজেই নিজের গলায় ব্লেড চালিয়ে আত্মহত্যা করেছেন। আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেছি।’
নিহতের স্ত্রী মোসেনা বলেন, ‘সোহাগের সৎ ভাই-বোনেরা বিভিন্ন বিষয় নিয়ে আমাকে ও সন্তানদের অত্যাচার ও মারধর করত। এসব বিষয়গুলো তাকে ফোনে বলি, এ নিয়েই মূলত সে মানসিক চাপে ছিল। বৃহস্পতিবার সকালে খবর পাই সে মারা গেছে।’
রায়পুরা থানার ওসি মো. আজিজুর রহমান জানান, পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে বাড়িতে জমিজমা বিষয় নিয়ে পারিবারিকভাবে তাদের মধ্যে কিছুটা ঝামেলা ছিল। গলায় ব্লেডের আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নরসিংদীর রায়পুরায় একটি গরুর খামার থেকে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম সোহাগ মিয়া (৩৫)। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার মহেশপুর ইউনিয়নের আলগী বাজারে মাশাল্লাহ ডেইরি গরু ফার্ম থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান আজকের পত্রিকাকে জানান, ঘটনাস্থল থেকে ব্লেড ও সিরিঞ্জের সুই উদ্ধার করা হয়েছে।
নিহত সোহাগ কিশোরগঞ্জের কুলিয়ারচর বিথিয়ারকান্দি এলাকার শাহিদুল ইসলামের ছেলে। তিনি এক বছর ধরে রায়পুরা উপজেলার মাশাআল্লাহ ডেইরি গরু ফার্মের কর্মচারী হিসেবে কাজ করতেন।
ফার্ম কর্তৃপক্ষের দাবি, সোহাগ কয়েক দিন যাবৎ পারিবারিক সমস্যার জন্য মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। পারিবারিক হতাশা থেকে নিজেই গলায় ব্লেড দিয়ে আঘাত করে আত্মহত্যা করেছেন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো আজগর হোসেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম।
প্রত্যক্ষদর্শী ফার্মের আরেক কর্মচারী রকিব বলেন, ‘সোহাগ ঘটনার আগের রাতে সারা রাত জেগে ছিল। সে সকালে বলতে থাকে, ভালো লাগছে না, আমার স্ত্রী-সন্তানকে ওরা মেরে ফেলেছে। আমি বেঁচে থেকে লাভ কি? এসব কথা বলে বারবার পায়চারি করছিল। তখন তার মধ্যে এক ধরনের হতাশা ও অস্থিরতা দেখা যায়। আমরা কাজে ব্যস্ত থাকি। হঠাৎ দেখতে পাই সে একটি ব্লেড দিয়ে তার নিজের গলায় আঘাত করে। অতিরিক্ত রক্তক্ষরণ দেখে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে তার আগেই মৃত্যু হয়।’
ফার্মটির মালিক হুমায়ুন মিয়া বলেন, ‘কয়েক দিন যাবৎ তিনি পারিবারিক সমস্যায় মানসিক সমস্যায় ভুগছিলেন। সকালেও তার সঙ্গে কথা বলেছি। পারিবারিক হতাশা থেকে নিজেই নিজের গলায় ব্লেড চালিয়ে আত্মহত্যা করেছেন। আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেছি।’
নিহতের স্ত্রী মোসেনা বলেন, ‘সোহাগের সৎ ভাই-বোনেরা বিভিন্ন বিষয় নিয়ে আমাকে ও সন্তানদের অত্যাচার ও মারধর করত। এসব বিষয়গুলো তাকে ফোনে বলি, এ নিয়েই মূলত সে মানসিক চাপে ছিল। বৃহস্পতিবার সকালে খবর পাই সে মারা গেছে।’
রায়পুরা থানার ওসি মো. আজিজুর রহমান জানান, পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে বাড়িতে জমিজমা বিষয় নিয়ে পারিবারিকভাবে তাদের মধ্যে কিছুটা ঝামেলা ছিল। গলায় ব্লেডের আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছেন। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার বাংগড্ডা বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
৩ মিনিট আগেসাভারের আশুলিয়ায় দাফনের প্রায় ৬ মাস পর চারটি লাশ উত্তোলন করেছে পুলিশ। আদালতের নির্দেশনায় আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে আশুলিয়ার বিভিন্ন কবরস্থান থেকে লাশগুলো উত্তোলন করা হয়।
২০ মিনিট আগেশিল্পকে রক্ষা করতে হলে শিল্পীকে মর্যাদা দিতে হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, শিল্প প্রকৃতির অংশ। শিল্পকে রক্ষা করতে হলে শিল্পীকে মর্যাদা দিতে হবে। শনিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডির সফিউদ্দিন গ্যালারিতে স্বশিক্ষিত শিল্পী নাজমা কবিরের দ্বিতীয় একক চিত্
৩১ মিনিট আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি আইসক্রিম কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) ভোরে ঈশ্বরগঞ্জ পৌর এলাকার পাট বাজারের উদয় আইসক্রিম ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে