Ajker Patrika

নরসিংদীতে কাভার্ড ভ্যানের চাপায় অটোরিকশাচালক নিহত

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ১২: ২১
নরসিংদীতে কাভার্ড ভ্যানের চাপায় অটোরিকশাচালক নিহত

নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ড ভ্যানের চাপায় সবুজ মিয়া (২৫) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে মহাসড়কের মাহমুদাবাদ নামাপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত সবুজ মিয়া উপজেলার মুছাপুর ইউনিয়নের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান গ্রামের মস্তো মিয়ার ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ঢাকা-সিলেট মহাসড়কে ঢাকা থেকে ছেড়ে আসা ভৈরবগামী চালবোঝাই একটি ট্রাক এবং বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান মাহমুদাবাদ এলাকায় এসে সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় চালবোঝাই ট্রাকটি সড়কে উল্টে পড়ে। এতে চালের বস্তা সড়কে ছড়িয়ে পড়ে। এদিকে মিনি কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাঁ পাশে দাঁড়িয়ে থাকা ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশাচালক নিহত ও কয়েক জন যাত্রী আহত হন। এ ঘটনার পর ট্রাক ও কাভার্ড ভ্যানের চালক পালিয়ে যান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এদিকে স্বজনেরা নিহতের লাশ বাড়িতে নিয়ে যায়। 

নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে পড়া ট্রাক থেকে শ্রমিকেরা চালেব বস্তা সরিয়ে নিচ্ছেনপ্রত্যক্ষদর্শী চা-বিক্রেতা মোহাম্মদ আলী বলেন, চালবোঝাই ট্রাকটি ডান পাশে চলে আসায় উভয় গাড়ির চালক সংঘর্ষ এড়াতে গিয়ে গাড়ির নিয়ন্ত্রণ হারান। এ সময় কাভার্ড ভ্যানটি অটোরিকশাটিকে চাপা দেয়। ঘটনাস্থলে একজন নিহত হন। 

নাম প্রকাশে অনিচ্ছুক নিহতের এক স্বজন বলেন, খবর পেয়ে তখন পুলিশি ঝামেলা এড়াতে দুর্ঘটনায় নিহতের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যাই। বিনা ময়নাতদন্তে লাশ দাফনের জন্য থানায় যাচ্ছি। 

মুছাপুরের ইউপি সদস্য লিয়াকত আলী বলেন, ‘দুর্ঘটনার পর অটোরিকশাচালক সবুজ মিয়ার লাশ স্বজনেরা বাড়িতে নিয়ে আসেন। এখন স্বজনদের নিয়ে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের জন্য থানায় আসছি।’ 

ভৈরব হাইওয়ে থানার ওসি সাজু মিয়া মোবাইল ফোনে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কাভার্ড ভ্যানের চাপায় সবুজ মিয়া নামে এক  অটোরিকশাচালক নিহত হয়েছেন। নিহতের স্বজনেরা থানায় এসে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের আবেদন করেছেন। গাড়ি দুটো জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত