Ajker Patrika

আনন্দ মিছিলে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ২১: ৪৫
আনন্দ মিছিলে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

নরসিংদীর শিবপুরে আওয়ামী লীগের আনন্দ মিছিলে অসুস্থ হয়ে এক নেতার মৃত্যু হয়েছে। তাঁর নাম আমাল ভূঁইয়া (৪৩)। আজ বৃহস্পতিবার বিকেলে মিছিলে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। 

আমাল ভূঁইয়া শিবপুর উপজেলা আওয়ামী লীগের সহপ্রচার সম্পাদক ও উপজেলার সদর ডাকবাংলো এলাকার ফাইজুদ্দিনের ছেলে। 

শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম ভূঁইয়া রাখিল তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়ে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শিবপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে কলেজ গেট এলাকায় পৌঁছালে হঠাৎ করেই বুকে ব্যথা অনুভব করে আমাল ভূঁইয়া অসুস্থ হয়ে পড়েন। 

শামসুল আলম আরও বলেন, ‘মিছিলে আমাল ভূঁইয়া ঠিক আমার পেছনেই ছিল। সঙ্গে সঙ্গেই তাঁকে মিছিলে থাকা নেতা-কর্মী দিয়ে প্রথমে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’ 

চিকিৎসকের বরাতে তিনি জানান, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন। 

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে শিবপুর উপজেলা লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম ভূঁইয়া রাখিল বলেন, ‘আনন্দ মিছিল আর আনন্দ রইল না, বেদনায় পরিণত হলো। আওয়ামী লীগের আনন্দ মিছিলে তাঁর মৃত্যুর বিষয়টা মানতে কষ্ট হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত