Ajker Patrika

রায়পুরায় কচুরিপানার নিচ থেকে মিলল অজ্ঞাত যুবকের লাশ

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
রায়পুরায় কচুরিপানার নিচ থেকে মিলল অজ্ঞাত যুবকের লাশ

নরসিংদীর রায়পুরায় একটি মজাপুকুরের কচুরিপানার নিচে আটকে থাকা অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে উপজেলার পলাশতলী ইউনিয়নের টকীপুরা গ্রামের ওই পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৩০। তাঁর পড়নে ছিল সাদা চেক শার্ট। পড়নের লুঙিটি আলাদা অবস্থায় পাশেই পাওয়া যায়। সন্ধ্যা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ ও পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ। 

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে ওই এলাকা থেকে দুর্গন্ধ আসছিল। দুর্গন্ধের উৎস অনুসন্ধান করতে গিয়ে স্থানীয়রা দেখতে পান, ওই পুকুরের কচুরিপানার ভেতরে একজনের লাশ ভেসে আছে। 

এই খবর ছড়িয়ে পড়লে শত শত মানুষ সেখানে জড়ো হয়ে যান। বিকেল ৫টার দিকে রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহবুব সেখানে গিয়ে ওই ব্যক্তির লাশ উদ্ধার করেন। পরে সন্ধ্যায় তাঁর লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। 

জানতে চাইলে মীর মাহবুব জানান, লাশ উদ্ধার হওয়া ওই ব্যক্তিকে স্থানীয় লোকজন চিনতে পারছেন না। তাঁর পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যদের খবর দেওয়া হয়েছে। লাশের ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূ-রাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত