নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নূরতাজ বেগম (৬০) নামে এক আসামির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে গতকাল বুধবার রাতে শহরের দক্ষিণ কান্দাপাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় জেলা পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এদিকে নূরতাজ বেগমের মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছেন স্বজনেরা। সঠিক তদন্তের মাধ্যমে মৃত্যুর কারণ নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
পুলিশ জানায়, গতকাল রাত সাড়ে ৮টার দিকে উপপরিদর্শক নইমুল মোস্তাকের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল নূরতাজ বেগমকে ১০ কেজি গাঁজাসহ শহরের ভেলানগর এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে তাঁকে ডিবি পুলিশের কার্যালয়ে রাখা হয়। রাত ৩টার দিকে নূরতাজ বেগম অসুস্থ বোধ করলে তাঁকে নরসিংদী ১০০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সকাল পৌনে ৮টার দিকে বুকে ব্যথা অনুভব করেন এবং কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. পলাশ মোল্লা আজকের পত্রিকাকে বলেন, ‘এবডমিন পেইন থাকায় রাতে ওই রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা দেওয়ার পর তিনি অনেকটাই সুস্থ হয়ে উঠেছিলেন। সকাল সাড়ে ৭টার দিকে বুক ব্যথা শুরু হলে তাঁর মৃত্যু হয়। হৃদ্রোগে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে।’
এ বিষয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘গাঁজাসহ গ্রেপ্তারের পর ডিবি হেফাজতে থাকা ওই নারী অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। আইন অনুযায়ী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে তার লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তার শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় আমরা তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’
নরসিংদীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নূরতাজ বেগম (৬০) নামে এক আসামির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে গতকাল বুধবার রাতে শহরের দক্ষিণ কান্দাপাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় জেলা পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এদিকে নূরতাজ বেগমের মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছেন স্বজনেরা। সঠিক তদন্তের মাধ্যমে মৃত্যুর কারণ নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
পুলিশ জানায়, গতকাল রাত সাড়ে ৮টার দিকে উপপরিদর্শক নইমুল মোস্তাকের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল নূরতাজ বেগমকে ১০ কেজি গাঁজাসহ শহরের ভেলানগর এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে তাঁকে ডিবি পুলিশের কার্যালয়ে রাখা হয়। রাত ৩টার দিকে নূরতাজ বেগম অসুস্থ বোধ করলে তাঁকে নরসিংদী ১০০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সকাল পৌনে ৮টার দিকে বুকে ব্যথা অনুভব করেন এবং কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. পলাশ মোল্লা আজকের পত্রিকাকে বলেন, ‘এবডমিন পেইন থাকায় রাতে ওই রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা দেওয়ার পর তিনি অনেকটাই সুস্থ হয়ে উঠেছিলেন। সকাল সাড়ে ৭টার দিকে বুক ব্যথা শুরু হলে তাঁর মৃত্যু হয়। হৃদ্রোগে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে।’
এ বিষয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘গাঁজাসহ গ্রেপ্তারের পর ডিবি হেফাজতে থাকা ওই নারী অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। আইন অনুযায়ী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে তার লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তার শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় আমরা তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’
রংপুরের পীরগাছায় অন্যের বন্ধক রাখা মোবাইল ফোন থেকে ফেসবুকে ধর্মীয় অবমাননাকর পোস্ট করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মো. এমিল উদ্দিন (২৭) রংপুর সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের তাজহাট থানার আশরতপুর এলাকার মো. আফজাল হোসেনের ছেলে। পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম
১ সেকেন্ড আগেকুমিল্লায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা মিনহাদুল হাসান রাফিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গোপন তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার দিবাগত ভোররাতে ফেনীর মহিপাল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৪ মিনিট আগেসৈয়দপুরে শিক্ষার্থী ইয়াসিন (১৯) হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন নিহতের পরিবার ও এলাকাবাসী। আজ শুক্রবার সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনে এই মানববন্ধন করা হয়। এ সময় এক ঘণ্টা সৈয়দপুর-পার্বতীপুর মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা।
১০ মিনিট আগেসাত মাস আগে পারিবারিকভাবে এক সৌদিপ্রবাসীর সঙ্গে ১০ লাখ টাকা দেনমোহরে ভিডিও কলে বিয়ে হয়েছিল ২০ বছরের এক তরুণীর। সম্প্রতি দেশে ফিরেছেন সেই বর। তরুণীর পরিবার অভিযোগ করেছে, দেশে ফিরে বউ পছন্দ হয়নি বলে বেঁকে বসেন বর। পরে ঘরে তোলার শর্তে বর তাদের কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেছেন। তরুণীর পরিবারের আরও
৩৩ মিনিট আগে