রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় গরু চোর সন্দেহে মারধর করা হলে মিজানুর রহমান (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আজ রোববার ভোরে পৌরসভার বৈকুণ্ঠপুর এলাকার এই ঘটনায় লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়।
নিহত মিজানুর রহমান কিশোরগঞ্জের ইটনা উপজেলার লাইমপাশা গ্রামের আবদুল মান্নানের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর ভাবি আলেয়া বেগম, ভাই আনোয়ার হোসেন, পিকআপ চালকসহ চারজন। আহত অন্য দুজনের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, মিজানের পৈতৃক বাড়ি উপজেলার শ্রীনগর ইউনিয়নের আবদুল্লাহচরে। বর্তমানে তাঁরা কিশোরগঞ্জের ইটনার লাইমপাশা এলাকায় বসবাস করেন। গতকাল শনিবার বিকেলে তিনি আত্মীয় মনির হোসেনের বাড়িতে এসে দুটি গরু কেনেন। আজ রোববার ভোর ৪টার দিকে গরু দুটি পিকআপযোগে নিয়ে যাওয়ার সময় রায়পুরা পৌরসভার বৈকুণ্ঠপুরে পৌঁছালে গরু চোর সন্দেহে আটক করে এলাকাবাসী তাদের পিটুনি দেয়। তাতে ঘটনাস্থলেই মিজান মারা যান। আর সঙ্গে থাকা দুজন গুরুতর আহত হন। পরে খবর পেয়ে স্বজনেরা এসে তাঁদের হাসপাতালে নিয়ে যায়।
নিহত মিজানের স্বজন মর্জিনা বেগম বলেন, ‘মিজান গরু দুটি কিনে মেম্বারের মাধ্যমে স্ট্যাম্প করে নিয়েছে। গরু কিনে নিয়ে যাওয়ার সময় পৌরসভা এলাকার শাহজাহান ও জিল্লোরা তাঁকে আটক করে বেঁধে রাখে। এ সময় তাঁদের বিভিন্ন প্রমাণসহ স্ট্যাম্প দেখানো হয়। তবু তাঁকে পিটিয়ে হত্যা করা হয়। খবর পেয়ে সেখানে গেলে ভাবি আলেয়া ও ভাই আনোয়ার আহত হয়েছেন। বিনা দোষে আমাদের ভাইকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। আমি এর বিচার দাবি করছি।’
মিজানের আরেক স্বজন মো. ছাদেক বলেন, আব্দুল্লাহচর আত্মীয়ের বাড়ি থেকে তাঁরা গরু কিনে বৈকুণ্ঠপুর এলে শাজাহান, জিল্লু, হজরত তাঁদের আটক করে মারধর করে। এ সময় গরু কেনার রশিদসহ প্রমাণ দেওয়ার পরও মারধর করা হয়। একপর্যায়ে তাঁর মিজানের মৃত্যু হয়। তাঁকে বাঁচাতে গিয়ে চারজন আহত হয়।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আলম ও রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আফসান আলম বলেন, গরু চোর সন্দেহে পিটিয়ে একজনকে হত্যা করা হয়েছে। এখন ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা, তা তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নরসিংদীর রায়পুরায় গরু চোর সন্দেহে মারধর করা হলে মিজানুর রহমান (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আজ রোববার ভোরে পৌরসভার বৈকুণ্ঠপুর এলাকার এই ঘটনায় লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়।
নিহত মিজানুর রহমান কিশোরগঞ্জের ইটনা উপজেলার লাইমপাশা গ্রামের আবদুল মান্নানের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর ভাবি আলেয়া বেগম, ভাই আনোয়ার হোসেন, পিকআপ চালকসহ চারজন। আহত অন্য দুজনের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, মিজানের পৈতৃক বাড়ি উপজেলার শ্রীনগর ইউনিয়নের আবদুল্লাহচরে। বর্তমানে তাঁরা কিশোরগঞ্জের ইটনার লাইমপাশা এলাকায় বসবাস করেন। গতকাল শনিবার বিকেলে তিনি আত্মীয় মনির হোসেনের বাড়িতে এসে দুটি গরু কেনেন। আজ রোববার ভোর ৪টার দিকে গরু দুটি পিকআপযোগে নিয়ে যাওয়ার সময় রায়পুরা পৌরসভার বৈকুণ্ঠপুরে পৌঁছালে গরু চোর সন্দেহে আটক করে এলাকাবাসী তাদের পিটুনি দেয়। তাতে ঘটনাস্থলেই মিজান মারা যান। আর সঙ্গে থাকা দুজন গুরুতর আহত হন। পরে খবর পেয়ে স্বজনেরা এসে তাঁদের হাসপাতালে নিয়ে যায়।
নিহত মিজানের স্বজন মর্জিনা বেগম বলেন, ‘মিজান গরু দুটি কিনে মেম্বারের মাধ্যমে স্ট্যাম্প করে নিয়েছে। গরু কিনে নিয়ে যাওয়ার সময় পৌরসভা এলাকার শাহজাহান ও জিল্লোরা তাঁকে আটক করে বেঁধে রাখে। এ সময় তাঁদের বিভিন্ন প্রমাণসহ স্ট্যাম্প দেখানো হয়। তবু তাঁকে পিটিয়ে হত্যা করা হয়। খবর পেয়ে সেখানে গেলে ভাবি আলেয়া ও ভাই আনোয়ার আহত হয়েছেন। বিনা দোষে আমাদের ভাইকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। আমি এর বিচার দাবি করছি।’
মিজানের আরেক স্বজন মো. ছাদেক বলেন, আব্দুল্লাহচর আত্মীয়ের বাড়ি থেকে তাঁরা গরু কিনে বৈকুণ্ঠপুর এলে শাজাহান, জিল্লু, হজরত তাঁদের আটক করে মারধর করে। এ সময় গরু কেনার রশিদসহ প্রমাণ দেওয়ার পরও মারধর করা হয়। একপর্যায়ে তাঁর মিজানের মৃত্যু হয়। তাঁকে বাঁচাতে গিয়ে চারজন আহত হয়।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আলম ও রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আফসান আলম বলেন, গরু চোর সন্দেহে পিটিয়ে একজনকে হত্যা করা হয়েছে। এখন ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা, তা তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
চার মাস ধরে ওষুধ সরবরাহ নেই ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কমিউনিটি ক্লিনিকগুলোয়। চলছে শুধু রক্তচাপ পরিমাপ আর পরামর্শ দেওয়ার কার্যক্রম। এতে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিতে আসা উপজেলার লক্ষাধিক মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। তারা এই অবস্থা থেকে পরিত্রাণ চায়। সিভিল সার্জন অবশ্য আশার বাণী শুনিয়েছেন।
৩ ঘণ্টা আগেতিস্তা নদীর পানি কমতে শুরু করলেও নতুন করে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে নীলফামারীর ডিমলা উপজেলার বিভিন্ন এলাকায়। ঢেউয়ের আঘাতে নদীতীর, ফসলি জমি ও বসতভিটা ভাঙতে শুরু করেছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন তিস্তাপারের বাসিন্দারা।
৩ ঘণ্টা আগেসংসদীয় আসন পুনর্বিন্যাসের অংশ হিসেবে নারায়ণগঞ্জের তিনটি আসনের সীমানা পরিবর্তনের প্রস্তাব এনেছে নির্বাচন কমিশন। এর মাধ্যমে বন্দর থানা এলাকা ভাগাভাগি হয়ে নারায়ণগঞ্জ-৩ এবং নারায়ণগঞ্জ-৫ সংসদীয় এলাকায় পড়তে যাচ্ছে। এ নিয়ে আপত্তি জানিয়েছেন আগামী নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী নেতারা। তাঁরা বলছেন, একই এলাকায়
৩ ঘণ্টা আগেজুলাইয়ের গণ-অভ্যুত্থানের লড়াই ও সংগ্রামের মধ্য দিয়ে পাওয়া স্বাধীনতাকে সমুন্নত রাখতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বক্তারা। শুক্রবার (১ আগস্ট) বিকেলে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে ইসফেন্দিয়ার জাহিদ হাসান মিলনায়তনে জুলাই অভ্যুত্থানে কালচারাল ফ্রন্ট লেখক, শিল্পী, শিক্ষক, সাংবাদিকের
৫ ঘণ্টা আগে