সাকার ফিশ মিলল নিষিদ্ধ জলাশয়ে
ফেরি করে বিক্রির উদ্দেশ্যে বাজারে আনা হয়েছিল মাছটি। দেখতে ভিন্ন। তাই কেউ কেউ কৌতূহলী হয়ে দেখতে আসেন, কেউ আবার ছবিও তোলেন। এ সময় ওই বাজারের রহিদুল নামের এক ব্যবসায়ী মাছটির ছবি ফেসবুকে পোস্ট করে সেটির নাম জানতে চান। এরপর উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী নিশ্চিত করেন, এটি সাকার ফিশ।