Ajker Patrika

সরস্বতী প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ০২
সরস্বতী প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে প্রতিমা তৈরিতে ব্যস্ত প্রতিমাশিল্পীরা। শাস্ত্রমতে, প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শ্বেতশুভ্র কল্যাণময়ী সরস্বতী দেবীর বন্দনা করা হয়।

৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম এ পূজা।

এ উৎসব সামনে রেখে নেত্রকোনার দুর্গাপুরের পূজা মণ্ডপগুলোয় প্রতিমা গড়ে তুলতে দিন-রাত কাজ করছেন শিল্পীরা। পূজা ঘনিয়ে আসায় উপজেলার কারিগরদের যেন দম ফেলার ফুরসত নেই। আপন মনের মাধুরী মিশিয়ে শিল্পীরা তৈরি করছেন সরস্বতী প্রতিমা।

দুর্গাপুর পৌর শহরের দশভুজা বাড়ি মন্দির ঘুরে দেখা যায়, ছোট-বড় বিভিন্ন আকৃতির প্রতিমা তৈরির কাজ চলছে। ইতিমধ্যে কারিগরেরা প্রতিমার মাটির কাজ শেষ করে শুরু করেছে রং ও সাজসজ্জার কাজ।

দশভুজা বাড়ি মন্দিরের প্রতিমা শিল্পী নিরঞ্জন পাল বলেন, ‘পূজাকে সামনে রেখে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছি। মাটির কাজ শেষে বর্তমানে প্রতিমায় রঙের কাজ করছি।’

প্রতিমা শিল্পী নারায়ণ পাল বলেন, প্রায় ২০০ প্রতিমা তৈরি করছি। প্রতিমা তৈরিতে খরচ একটু বেশি পরছে, তাই বিক্রিও একটু চড়া দামে করতে হবে। সর্বনিম্ন ৫০০ টাকা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত মূল্যের প্রতিমা রয়েছে আমাদের কাছে।

দুর্গাপুর পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট মানেশ চন্দ্র সাহা বলেন, ৫ ফেব্রুয়ারি সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। উপজেলার সব কটি মন্দিরে স্বাস্থ্যবিধি মেনে পূজার আয়োজন করা হবে।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত