শিক্ষার্থীবন্ধু রজব আলী
‘সবার মামা, রজব মামা। জয় হোক, জয় হোক’—স্লোগানে মুখরিত হয়ে উঠল বিদ্যালয় মাঠের এক পাশ। এরপর শিক্ষার্থীরা রজব আলীর গলায় মালা পরিয়ে, কাঁধে তুলে নিয়ে, ফুল ছিটাতে ছিটাতে পুরো মাঠ ঘুরিয়ে তাঁকে নিয়ে গেল মঞ্চের দিকে। সেখানে শিক্ষক-শিক্ষার্থী ও বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে তাঁকে দেওয়া হয় লালগালিচা